Shebaru

আলবেনিয়া কাজের ভিসা: ভিসার খরচসহ সকল তথ্য

আলবেনিয়া কাজের ভিসা

আলবেনিয়া কাজের ভিসা: ভিসার খরচসহ সকল তথ্য

কম খরচে ইউরোপে সেটেল্ড হওয়ার দারুন সুযোগ দিচ্ছে আলবেনিয়া। ইউরোপের এক মাত্র মুসলিম দেশ আলবেনিয়া। আলবেনিয়া ইউরোপের দেশ হওয়ায় বাংলাদেশ ও কলকাতার মানুয়ের কাছ এ দেশে জব ভিসার চাহিদা দিন দিন বেড়ে চলেছে।
আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হলো ইতালি,গ্রীস,ক্রোয়েশিয়া। ইউরোপিয় ইউনিয়ন ও সেনজেন স্টেট সদস্য হওয়ার অনুমোদিত ক্যান্ডিডেট। আলবেনিয়াতে চাকুরীর পাশাপাশি বিজনেসও করার সুযোগ রয়েছে।
আলবেনিয়াতে যে সকল ভিসা পাওয়া যায়,
১. ওয়ার্ক পারমিট,
২. বিজনেস পারমিট,
৩. ভিসা এবং
৪. TRC (রেসিডেন্স পারমিট)

আলবেনিয়া কাজের ভিসার বিস্তারিত বিবরণ

পদের নামফ্যাক্টরি/ শপিংমল / সুপার শপ/ হোটেল/ ফুড প্যাকিং ইত্যাদি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি
বেতন৪০০-৫০০ ইউরো সমপরিমাণ। অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আরো বেশি পাওয়া যাবে।
খাবার১ বেলা খাবার ফ্রি হতে পারে
কাজের সময়৮ ঘন্টা/দিনে
সুবিধা সমূহপ্রসেসিং সময়ঃ ৩০-৪৫ দিন, ভিসার জন্য ইন্ডিয়া বা চায়না যেতে হবেনা। ঢাকা থেকে ফ্লাইট।
আলবেনিয়া কাজের ভিসা বিজ্ঞপ্তি নং -১

আরও পড়ুন: বর্তমানে যে সকল দেশের ভিসা চালু আছে…

ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • এক বছর মেয়াদী পাসপোর্ট,
  • 35×45 mm সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো,
  • জন্ম নিবন্ধন কপি,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • পিতা-মাতার NID কপি,
  • বায়োডাটা ও অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
  • টাকার গ্যারান্টি।

ভিসার ধাপসমূহ

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে আলবেনিয়ান এম্বাসি থেকে পাসপোর্টে ভিসা করিয়ে নিয়ে আসবো। ক্যান্ডিডেট তার ভিসা যেকোনভাবে যাচাই বাচাই করতে পারবে। তারপর প্রয়োজনবোধে ম্যানপাওয়ার করে ঢাকা থেকে ফ্লাইট হবে।
আলবেনিয়াতে পৌঁছার পর এয়ারপোর্টে আমাদের লোক রিসিভ করবে তারপর তার রেসিডেন্স পারমিট পাবে।
আলবেনিয়াতে আপনার বাজেট অনুসারে যেকোন ব্যবসা করতে পারবেন এবং ব্যবসা না করলে আপনার যোগ্যতা অনুসারে যেকোন কোম্পানি তে চাকুরী করতে পারবেন।
আলবেনিয়ার রেসিডেন্স পারমিট মানে ইউরোপের রেসিডেন্স পারমিট। সুতরাং ক্যান্ডিডেট তার ফ্যামিলি নিতে পারবেন।
আলবেনিয়া থেকে ইতালি বা গ্রীসে বাই রোডে/ ফেরিতে করে ট্রাভেল করতে পারবেন।
৩ বছর পর আলবেনিয়ার নাগরিকত্ব / পাসপোর্ট পাওয়া যাবে। আলবেনিয়ার সিটিজেনশীপ পেলে পুরো সেনজেন স্টেট ফ্রী এন্ট্রি৷

বিদেশে রন্ধনশিল্পীদের প্রচুর চাহিদা কেন?

বিদেশে রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।এ পেশার লোককে শেফ বলা হয়।
মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
এ পেশায় জব ভিসা নিতে চাইলে আগে পুষ্টিকর ভালো ভালো রান্নার রেসিপি জানতে হবে। রেসিপি সম্পর্কে আরও জানুন এখানে https://foodlinkbd.com

ট্যাগসমূহ: আলবেনিয়া কাজের ভিসা, ভিসা চেক করার নিয়ম, টুরিস্ট ভিসা, ভিসা তথ্য, অনলাইনে ভিসা আবেদন, পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক, ওমান ভিসার দাম, ইতালি ভিসা খরচ

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top