Shebaru

আল্লাহর ৯৯টি নাম : অর্থ ফজিলত আমল

আল্লাহর ৯৯টি নাম

আল্লাহর ৯৯টি নাম : অর্থ ফজিলত আমল

আল্লাহ তায়ালার সবচেয়ে কমন ও বহুল ব্যবহৃত নামটি হল- আল্লাহ। তবে এছাড়াও আল্লাহর ৯৯ টি সুন্দর ও অর্থবহ নাম আছে।
এই নাম গুলির একেকটির একেক ফজিলত ও গুরুত্ব আছে।

আল্লাহর ৯৯ নামের গুরুত্ব

আর আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে উত্তম নাম। তাই সে নাম ধরেই তাঁকে ডাক। এবং তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে।
তারা নিজেদের কৃতকর্মের ফল অচিরেই পাবে। (সূরা আরাফ, আয়াত নং ১৮০)

আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার ফজিলত

হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত, রাসূল সাঃ এরশরদ করেন, আল্লাহর ৯৯টি নাম আছে, যে ব্যক্তি ঐ সব নাম মুখস্থ করবে সে বেহেশতে প্রবেশ করবে। (মিশকাত শরীফ)। সুতরাং আর দেরি না করে এখনই নিচের তালিকা থেকে আল্লাহর নাম গুলো মুখস্ত করে ফেলুন।

আল্লাহর ৯৯ নাম বাংলায়

বাংলাদেশ ও কলকাতার বাংলা ভাষার মানুষদের কথা বিবেচনা করে প্রমিত বাংলায় আল্লাহর নাম গুলি তুলে ধরা হয়েছে।

সুতরাং নিচে আল্লাহর ৯৯ নাম এর একটি তালিকা দেওয়া হলো। “ আসমাউল হুসনা আল্লাহর ৯৯টি সিফাতী নাম এর ফজীলত ও আমল” নমক বই
যেটি ২০০৮ সালে ছারছীনা দারুচ্ছুন্নাত লাইব্রেরী থেকে প্রকাশিত হয়। সংকলক: শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমত (হুসাইন) ছারছীনা দরবার শরীফ।
এই গ্রন্থ থেকে আল্লাহর ৯৯টি নাম নিচের তথ্যগুলো নেওয়া হয়েছে।

নামআরবী বাংলা অর্থ ফজিলত
আল্লাহاللَّـهُউপাস্য, মাবুদযে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার ইয়া আল্লাহ পড়বে ইনশাআল্লাহ তার অন্তরের সমস্ত শংসয় দূর হয়ে যাবে এবং অন্তরে একীন ও দৃঢতা সৃষ্টি হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি ইয়া আল্লাহ জিকির বেশি বেশি পড়তে থাকলে এবং আল্লাহর কাছে আরোগ্য কামনা করলে আল্লাহ পাকের ইচ্ছায় সে আরোগ্য লাভ করবে।
আর রব্বالرَّبُّপ্রতিপালক, স্রষ্টা, পরিচালক, মালিক, অধিপতিচলবে—
আল ওয়াহিদالْوَاحِدُএকক, অনন্য
আল আহাদالأَحَدُঅদ্বিতীয়,একক
আর রাহমানالرَّحْمنُপরম করুণাময়
আর রাহীমالرََّحِيْمُঅসীম দয়ালু,অনুগ্রহ শীল,বড় দয়াপরবশ
আল হাইالْحَيُّচিরঞ্জীব,অমর
আল কাইউমالْقَيُّومُধারক ও বাহক,শাশ্বত
আল আওয়ালالْأَوَّلُসর্বপ্রথম,অনাদি
১০আল আখিরالْآخِرُসর্বশেষ,অনন্ত,অবিনশ্বর
১১আয যাহিরالظَّاهِرُসব কিছুর ঊর্ধ্বে অবস্থানকারী,প্রকাশমান,সম্পূর্ণরূপে প্রকাশিত
১২আল বাতিনالْبَاطِنُসব কিছুর সন্নিকটে অবস্থানকারী,অপ্রকাশমানদৃষ্টি হতে অদৃশ্য
১৩আল ওয়ারিসالْوَارِثُচূড়ান্ত মালিকানার অধিকারী,উত্তরাধিকারী,উত্তরসূরি,ওয়ারিস
১৪আল কুদ্দূসالْقُدُّوسُপূত পবিত্র,মহামহিম,মহিমাময়
১৫আস সুব্বূহالسُّبُّوحُপূত পবিত্র,মহামহিম, মহিমাময়
১৬আস সালামالسَّلَامُত্রুটিমুক্ত,শান্তি দাতা
১৭আল মুমিনالْمُؤْمِنُসত্যবাদী,সত্যায়নকারী,নিরাপত্তা দানকারী
১৮আল হাক্কالْحَقُّমহাসত্য
১৯আল মুতাকাব্বিরالْمُتَكَبِّرُঅহংকারী,গর্বকারী,বড়াইকারী,দাম্ভিক,পরম গৌরবান্বিত
২০আল আযীমالْعَظِيمُসুমহান
২১আল কাবীরالْكَبِيرُসুবিশাল,অনেক বড়
২২আল আ’লীالْعَلِيُّসুউচ্চ
২৩আল আ’লাالْأَعْلَىসবোর্চ্চ
২৪আল মুতায়া’লالْمُتَعَالِসুমহান,সর্বোচ্চ মর্যাদাবান,সৃষ্টি জগতের বৈশিষ্ট্যের ঊর্ধ্বে
২৫আল লাতীফاللَّطِيفُঅতিসূক্ষ্ম,সুনিপুণ,অত্যন্ত সুক্ষ্মদর্শী,অতি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী
২৬আল হাকীমالْحَكِيمًপ্রজ্ঞাবান,সুবিজ্ঞ
২৭আল ওয়াসি’الوَاسِعُসর্বব্যাপীপরিব্যাপ্ত, ব্যাপক
২৮আল আ’লীমالعَلِيمُমহাজ্ঞানী,সর্বজ্ঞাত,সুবিজ্ঞ
২৯আল আ’লিমالعَالِمُঅতি জ্ঞানবান,সুপণ্ডিত
৩০আল্লামুল গুয়ূবعَلَّامُ الْغُيُوبِঅদৃশ্য জগত সম্পর্কে সম্যক অবগত,গুপ্ত রহস্য সম্পর্কে সুবিজ্ঞ,গোপন তত্ব বিষয়ে মহা জ্ঞানবান
৩১আল মালিকالْمَلِكُরাজা,বাদশাহ,সম্রাট
৩২আল মালীকالمَلِيكُশাসনকর্তা,মালিক,বাদশাহ
৩৩আল মালিকالمَالِكُঅধিপতি,কর্তা,সত্বাধিকারী
৩৪আল হামীদالحَمِيدُপ্রশংসিত,প্রশংসনীয়,স্তুত
৩৫আল মাজীদالمَجِيدُমহা মর্যাদাবান,মহিমান্বিত,গৌরবান্বিত
৩৬আল খাবীরالْخَبِيرُযিনি সব কিছুর খবর রাখেন,সর্ব বিষয়ে ওয়াকিফহাল,মহাবিজ্ঞ,সর্বজ্ঞ,সর্বজ্ঞানী
৩৭আল ক্বাবীالْقَوِيّমহা শক্তিধর,মহা ক্ষমতাবান,মহা প্রবল
৩৮আল মাতীনالْمَتِينُসুদৃঢ়,অতি মজবুত,সুসংহত
৩৯আল আযীযالعَزِيزُমহা পরাক্রমশালী,অতি প্রভাবশালী,মহা সম্মানিত
৪০আল কাহিরالْقَاهِرُপ্রতাপশালী,পরাক্রমশালীপ্রবল,অপ্রতিরোধ্য,পরাস্ত কারী
৪১আল কাহ্হারالْقَهَّارُমহা প্রতাপশালী,মহা প্রবল,মহা পরাক্রান্ত,মহা পরাক্রমশালী
৪২আল কাদিরالْقَادِرُক্ষমতাধর,শক্তিমান
৪৩আল কাদীরالقَدِيرُসর্বশক্তিমান,মহা ক্ষমতাধর
৪৪আল মুক্তাদীরالمُقْتَدِرُপরম শক্তিমান,অতি ক্ষমতাধর
৪৫আল জাব্বারالْجَبَّارُমহা প্রতাপশালী,মহা পরাক্রান্ত,শক্তি সঞ্চারকারী,অভাব পূরণকারী,মেরামতকারী,আশ্রয়দাতা
৪৬আল খালিকالْخَالِقُস্রষ্টা,উদ্ভাবক
৪৭আল খাল্লাকالْخَلَّاقُমহান সৃষ্টিকর্তা
৪৮আল বারীالْبَارِئُস্রষ্টা,সৃষ্টিকর্তা,উদ্ভাবক
৪৯আল মুসাব্বিরالْمُصَوِّرُআকৃতি ও অবয়ব দানকারী,কারিগর,সৃষ্টিকর্তা
৫০আল মুহাইমিনالْمُهَيْمِنُতত্ত্বাবধায়ক,কর্তৃত্ব কারী,হেফাজত কারী,রক্ষক
৫১আল হাফিযالحَافِظُরক্ষক,তত্ত্বাবধান কারী সংরক্ষণকারী,হেফাযত কারী,যত্নবান
৫২আল হাফীযالحَفِيظُপরম হেফাযত কারী, পরম যত্নবান, অতি যত্নশীল,মহা সংরক্ষক
৫৩আল ওয়ালীالْوَلِيُّসাহায্যকারী,বন্ধু,পৃষ্ঠপোষক,অভিভাবক,কার্যনির্বাহী
৫৪আল মাওলাالْمَوْلىঅভিভাবক,দায়িত্বশীল,মনিব,প্রভু,বন্ধু
৫৫আন নাসিরالنَّصِيرُসাহায্যকারী,সহায়ক,পৃষ্ঠপোষক
৫৬খাইরুন নাসিরীনخَيْرُ النَّاصِرِينَসর্বশ্রেষ্ঠ সাহায্যকারী,সর্বোত্তম পৃষ্ঠপোষক
৫৭আল ওয়াকীলالوَكِيْلُদায়িত্বশীল,অভিভাবককার্যসম্পাদন কারী
৫৮আল কাফীলالكَفِيلُসাক্ষী, রক্ষক,জামানত দার
৫৯আল কাফীالكَافِيযথেষ্ট,পর্যাপ্ত
৬০আস সামাদالصَّمَدُমুখাপেক্ষী হীন,অভাব মুক্ত,স্বয়ং সম্পূর্ণ,আশ্রয়দাতা,সাহায্যকারী
৬১আর রাযযাকالرَّزَّاقُমহা রিজিক দাতা,পর্যাপ্ত আহার্য সরবরাহ কারী
৬২আর রাযিকالرَّازِقُরিজিক দাতা,জীবিকা দান কারী
৬৩আল ফাত্তাহالْفَتَّاحُমহাবিজয়ী,শাষক,দরজা উন্মোচন কারী
৬৪আল মুবীনالْمُبِينُসত্য প্রকাশ কারী,সুস্পষ্ট
৬৫আল হাদীالهَادِيُপথপ্রদর্শক,হেদায়েত কারী,পরিচালক
৬৬আল হাকামالْحَكَمُবিচার-ফয়সালা কারী,বিচারক,বিধান দাতা
৬৭খাইরুল হাকিমীনخَيْرُ الْحَاكِمِينَশ্রেষ্ঠ বিচারক,সর্বোত্তম ফয়সালা কারী,সর্বোত্তম বিধানকর্তা
৬৮আর রাঊফالرءُوفُপরম মমতাময়,পরম স্নেহশীল,অসীম দয়ালু
৬৯আল ওয়াদূদالوَدُوْدُঅধিক ভালবাসা দানকারী,অতি প্রিয়ভাজন,ভালবাসার পাত্র
৭০আল বারالْبَرُّঅনুগ্রহকারী,করুণাময়,দানশীল,সদয়,সদাশয়,পুণ্যবান
৭১আল হালীমالحَلِيمُপরম সহনশীল,অতি সহিষ্ণু
৭২আল গাফুরالْغَفُورُক্ষমা পরায়ন,ক্ষমাশীল
৭৩আল গাফফারالْغَفَّارُঅতি ক্ষমাশীল,অতি ক্ষমতা পরায়ন
৭৪গাফিরুয যাম্বغَافِرُ الذَّنبِপাপ মোচন কারী,পাপ মার্জনা কারী,গুনাহ মাফ কারী
৭৫আল আফুউالعَفُوُّমার্জনা কারী,ক্ষমাশীল
৭৬আত তাওয়াবالتَوَّابٌতওবা কবুল কারী,ক্ষমাশীল
৭৭আল কারীমالْكَرِيمُদানশীল,মহানুভব,উদার, মর্যাদাবান,সম্মানিত,মহৎ
৭৮আল আকরামالْأَكْرَمُবড় দানশীল,অধিক সম্মানিত,মহা দয়ালু
৭৯আশ শাকিরالشَّاكِرُগুণগ্রাহী,কৃতজ্ঞতা প্রকাশকারী,কৃতজ্ঞ,শুকরিয়া আদায়কারী
৮০আশ শাকূরالشَّكُورُবিরাট গুণগ্রাহী,অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী,কৃতজ্ঞ
৮১আস সামীالسَّمِيعُসর্ব শ্রোতা,যিনি সব শুনেন
৮২আল বাসীরالْبَصِيْرُসর্ব দ্রষ্টা,যিনি সব দেখেন,তীক্ষ দৃষ্টি সম্পন্ন
৮৩আশ শাহীদالشَّهِيدُসাক্ষী,প্রত্যক্ষদর্শী
৮৪আর রাকীবالرَّقِيْبُপর্যবেক্ষক,তত্ত্বাবধায়ক,নিয়ন্ত্রক
৮৫আল ক্বারীবالقَرِيبُনিকটবর্তী,কাছাকাছি,ঘনিষ্ঠ
৮৬আল মুজীবالمُجِيبُসাড়া দান কারী,জবাব দাতা,কবুল কারী
৮৭আল মুহীতالْمُحِيْطُপরিবেষ্টনকারী,পুরোপুরি অবহিত,নিয়ন্ত্রণকারী,বিরাট
৮৮আল হাসীবالحَسِيبُহিসাব গ্রহণ কারী,যথেষ্ট
৮৯আল গানীالْغَنِيُّধনী,সম্পদশালী,অমুখাপেক্ষী,অভাব মুক্ত,প্রয়োজন মুক্ত
৯০আল ওয়াহাবالْوَهَّابُবড় দাতা,অধিক দানশীল,বদান্য
৯১আল মুকীতالْمُقِيْتُক্ষমতাবান,খাদ্য দাতা,পালনকর্তা,লালন-পালনকারী
৯২আল কাবিযالْقَابِضُসংকীর্ণ কারী,সংকুচিত কারী,কবজা কারী
৯৩আল বাসিতالْبَاسِطُপ্রশস্তকারী,বিস্তারকারী,সম্প্রসারণকারী
৯৪আল মুকাদ্দিমالْمُقَدِّمُঅগ্রসরকারী
৯৫আল মুআখখিরالْمُؤَخِّرُপশ্চাদগামী কারী,অবকাশ দানকারী
৯৬আর রাফীকالرِّفِيْقُনম্র,কোমল, সহজ
৯৭আল মান্নানالْمَنَّانُপরম উপকারী,করুণাময়,সদয়,অনুগ্রহ শীল
৯৮আল জাওয়াদالْجَوَادُদাতা,দানশীল,উদার,বদান্য
৯৯আল মুহসিনالمُحْسِنُঅনুগ্রহ শীল,দানশীল,পরোপকারী
১০০আস সিত্তীরالسِّتِّيْرُগোপন কারী,যিনি দোষ-ত্রুটি লুকিয়ে রাখেন,যিনি গুনাহ ঢেকে রাখেন
১০১আদ দাইয়ানالدَّيَّانُপ্রতিদান দাতা,কর্মফল প্রদানকারী
১০২আশ শাফীالشَّافِيআরোগ্য দান কারী,নিরামক
১০৩আস সাইয়েদالسَّيِّدُমালিক,মনিব,প্রভু
১০৪আল বিতরالْوِتْرُবেজোড়,একক,সঙ্গী বিহীন
১০৫আল হায়িঈالْحَيِيُّলজ্জাশীল,লাজুক
১০৬আত ত্বাইয়েবالطَّيِّبُপবিত্র,পরিচ্ছন্ন,উত্তম,সেরা,সুন্দর,ভাল
১০৭আল মু’তীالْمُعْطِيদাতা,দানকারী
১০৮আল জামীলالجَمِيْلُচিরসুন্দর,সুদর্শন,অপরূপ

উপরে উল্লিখিত আল্লাহর ৯৯টি নাম ও এর ফজিলত জেনে আমল করার মধ্যে অসংখ্য সওয়াব রয়েছে।

আল্লাহর ৯৯টি নাম যেভাবে খুঁজবেন?

গুগল বা ইউটিউবে এই বাক্য গুলো লিখে সার্চ দিলে আল্লাহর ৯৯টি নাম খুজে পাবেন, আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ ও ফজিলত,
৯৯ নাম বাংলা অর্থ ও ফজিলত, আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার ফজিলত, আল্লাহর ৯৯ নাম ও ফজিলত, আল্লাহ ৯৯ নামের ফজিলত,
আল্লাহর ৯৯ নামের ফজিলত, আল্লাহর ৯৯ নাম, আল্লাহর নাম, ৯৯ নাম, name of allah, 99 names of allah,
allah 99 name, allah name, ফজিলত, আল্লাহর, allah 99 names, আল্লাহর ৯৯ নাম বাংলায়, আল্লাহর ৯৯ নাম বাংলা,
আল্লাহর ৯৯ নামের গজল, আল্লাহর নামসমূহের ফজিলত, ইসলামিক ভিডিও, আল্লাহর ৯৯ নামের গুরুত্ব, اللہ تعالیٰ, আল্লাহর নামের জিকির

ঘরে বসে অনলাইনে ইসলামিক স্টাডিজ বেসিক কোর্স করুন ও নিয়ে নিন ১০০০+ ইসলামিক বই। রেজিস্ট্রেশ করুন এখনি…

আরও পড়ুন:

উপসংহার:

আল্লাহ তায়ালার নামসমূহের ফজিলত যেমনি রয়েছে তেমনি এর গুরুত্ব অপরিসীম। আর তাইতো প্রত্যেক মুসলমান আল্লাহর এই নাম গুলির জিকির করে থাকে।
তবে আল্লাহর ৯৯টি নাম এর ব্যাখ্যা রেফারেন্সসহ উল্লেখ করেছে হাদীস বিডি নামক একটি ওয়েবসাইট। সেখানে থেকে আরও জানতে পাবেন।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top