ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া: স্কলারশিপ ও ভর্তি তথ্য

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া UPM অন্যতম।এ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স, আইসিটি, বিবিএ, ইঞ্জিনিয়ারিং, শিক্ষাসহ আরও অনেক বিষয়ে পড়ালেখা করা যায়। আধুনিক মালয়েশিয়ার স্থপতি ড. মাহাথির মুহাম্মদ ১৯৯৭ সালে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) নামকরণ করেন। অবশ্য ১৯৩১ সালে স্কুল অব এগ্রিকালচার হিসেবে প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানটি। লাল, সাদা ও সবুজ রঙের মিশ্রণে একাডেমিক ভবনগুলো দৃশ্যমান সকলের নজর কাড়ে। Universiti Putra Malaysia (UPM) কুয়ালালামপুরের অদূরে সেরদাংয়ের বিনতুলুতে অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ও মাস্টার্সে বিশ্বের প্রায় ৭০টি দেশের ২৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে । UPM এ শিক্ষা ব্যয় সাধ্যের মধ্যেই। চার বছরে মোট আটটি সেমিস্টারের প্রতিটাতে টিউশন ফি দিতে হবে ৭ থেকে ৮ হাজার রিংগিত।

এক নজরে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া

কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ২০২২: বিশ্বের মধ্যে ওভারল ১৪৩ মালয়েশিয়ার মধ্যে- ২ য়। এশিয়ার মধ্যে ২৭ তম ।
অবস্থান: কুয়ালামপুর সিটি সেন্টার থেকে দক্ষিণ দিকে ২৩.১ কিলোমিটার দুরুত্ব।সময় লাগে মাত্র ৩২ মিনিট।
জলান ইউনিভার্সিটি ১ সেরডাং, 43400 সেরি কেম্বাঙ্গান, সেলেঙ্গর, মালয়েশিয়া
ধরন: সরকারি বিশ্ববিদ্যালয়।
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা: প্রায় ১৫০। ৯০ শতাংশ মাস্টার্স এ।
উল্লেখযোগ্য বিষয়: কৃষি বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, অর্থনীতি, আইন, স্থাপত্যবিদ্যা ইত্যাদি।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন: ব্যচেলরের জন্য এইচএইচসি তে জিপিএ: নুন্যতম: ৩.০
আইএলটিএস: ৬.০ অথবা টোফেল ৫৫০
ইনটেক: ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফি: ব্যচেলর ৭-৮ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার (বছরে দু’টি সেমিস্টার)

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সকল বিষয় জানানু এখানে।

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া UPM এর বাঙ্গালী কমিউনিটি:

বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (বিএসএইউপিএম) বাংলাদেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সুযোগ সুবিধার নানা বিষয় নিয়ে এ সংগঠনটি কাজ করে আসছে। বাংলাদেশের বিভিন্ন দিবসে এরা অনুষ্ঠানের আয়জন করে থাকে। এছাড়াও বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন অব মালয়েশিয়া সমগ্র মালয়েশিয়ার বিভন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া শিক্ষার্থীদের একটি সংগঠন। এ সংগঠনটি পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন, ইউনিভার্সিটি মালায়া, ইউনিভার্সিটি টেকনোলজী মালায়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালায়েশিয়া, ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়া, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতান, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনলোজী মারা, ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া, ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া, ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক এ শিক্ষার্থীদের এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, নটিংহাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কুয়ালালামপুর, ওয়েস্টমিনিস্টার ইন্টারন্যাশনাল কলেজ, লিমককউইং ইউনিভার্সিটি, ইন্টি কলেজ, সানওয়ে ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালায়া ওয়ালস, মোনাশ ইউনিভার্সিটি, সেগি ইউনিভার্সিটি, হেল্প ইউনিভার্সিটি, আল মদিনা ইউনিভার্সিটি ইত্যাদিতে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের পক্ষে কাজ করে আসছে।

কেন UPM পড়বেন?

বাংলাদেশের শিক্ষার্থীরা সঠিক ভাবে ইউনিভার্সিটি নির্বাচন কিংবা সাবজেক্ট নির্বাচন করতে না পারার জন্য কিংবা বিশ্ববিদ্যালয়ের ব্যয় ভার বহন করতে না পারার জন্য ভর্তি হওয়ার পড়ও
লেখা পড়া বাদ দিতে হয়। কারণ তারা অনেক ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। পরবর্তীতে আর টিউশন ফি দিতে না পারার কারণে দেশে ফিরে আসতে হয়।
কিন্তু ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ইউপিএম এ খরচ কম হওয়ার কারণে এধরনের সমস্যার সৃষ্টি হবে না।

স্কলারশিপ তথ্য

ব্যাচেলর প্রোগ্রামে সাধারণত স্কলারশিপ দেয় না। তবে এম এস এ বেশ কিছু স্কলারশিপের ব্যবস্থা আছে।
বিস্তারিত…

ইউপিএম এর গুরুত্ব পূর্ণ লিংক সমূহ:

Wikipedia: https://en.wikipedia.org/wiki/Asia_Pacific_University_of_Technology_%26_Innovation

E-Brochures for University:

স্টুডেন্ট ভিসার পরামর্শ চান?

তাহলে গুগল ফরম টি পুরন করুন এখনি… এখানে ক্লিক করুন

অথবা যোগাযোগ করুন এখানে…

আমাদের ফেসবুক গ্রূপ এ যুক্ত হোন:
স্টুডেন্ট ভিসা সম্পর্কে যোগাযোগ করতে “স্টূডেন্ট ভিসা হেল্পলাইন” ফেসবুক গ্রুপ এ জয়েন করুন।
এই গ্রুপে পাবেন সকল দেশের স্কলারশিপ তথ্য। আবার মতামত ও প্রশ্ন করতে পারবেন যে কোন সময়।
গ্রূপ লিংক: www.facebook.com/groups/studentvisahelpline

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান

মালয়েশিয়া Studeny Visa 2020 এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা সহায়তা প্রদানকারী কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার অন্যতম। এখান থেকে স্টুডেন্টের যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি সিলেক্ট করে দেয়া হয়। স্টুডেন্ট ফ্লাই করার পূর্বে মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত ধারনা ও তথ্য নিতে পারে। এতে করে মালয়েশিয়ায় যাওয়ার পর স্টুডেন্টকে কোনো ভোগান্তিতে পড়তে হয় না।এছাড়া্ও নিম্নক্ত কারণে ছাত্ররা এ প্রতিষ্ঠানকে বেছে নেয়- এখানে প্রবেশ করুন।


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *