ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয় গুলো কাছাকাছি। এ সাবজেক্টে ইলেকট্রিসিটির পাওয়ার হাউস জিজাইন ও তার রক্ষণাবেক্ষণ, ইলেকট্রনিক্স সংক্রান্ত যাবতীয় বিষয়, Circuit design and application, টেলিকমিউনিকেশন, ইত্যাদি নিয়ে পড়ালেখা করা হয়।
চাহিদা এবং ভবিষ্যৎ
যেকোন দেশেই ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর চাহিদা অত্যন্ত ব্যাপক। এর ব্যাপক চাহিদা অতীতে সবসময় ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষত আগামী ৫/৬ বছর ইলেকট্রিক্যালের চাহিদা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকবে বলে আশা করা যায়।
বিষয় রেটিং
বর্তমানে BUET এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে EEE এর অবস্থান ১ম।
কোথায় পড়বেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং?
ক) দেশে :
- BUET, RUET, CUET, KUET.
- প্রায় সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেযন AIUB, East-West, Stamford ইত্যাদি।
- KUET এ আছে Electrical & Communication Engineering (ECE) যা EEE এর কাছাকাছি, RUET – এ আছে ETE.
- কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (TE) নামে যে বিভাগ আছে তা EEE -এর কাছাকাছি।
- NSU, IUB সহ প্রায় সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টিত ভর্তি হওয়া যায়।
খ) বিদেশে :
- প্রায় সব খ্যাতনামা এবং মাঝারি মানের বিশ্ববিদ্যালয় EEE/ECE/TE আছে। এর মধ্যে MIT, Harvard University উল্লেখযোগ্য।
- মালয়েশিয়ায় এ বিষয়ে পড়তে এখানে ক্লিক করে বিস্তারিত জানুন।
স্কলারশীপ
- Termfinal- এর Result- এর উপর ভিত্তি করে দেশে ও বিদেশে সব বিশ্ববিদ্যালয়ে বিভাগ থেকে বৃত্তি প্রদান করা হয়।
- বিভিন্ন Technical magazine- এ থিসিস/রিসার্চ পেপার জমা দিয়েও বৃত্তি পাওয়া যায়।
- বিভিন্ন Techical Foundation- ও বৃত্তি প্রদান করে।
উচ্চশিক্ষার জন্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
ক) দেশে : BUET, RUET, CUET, KUET. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ যেমন NSU, AIUB, Ahsan-ullah ইত্যাদি।
খ) বিদেশে : প্রায় সব খ্যাতনামা ও মাঝারি মানের বিশ্ববিদ্যালয়।
চাকুরির ক্ষেত্র
- B.C.S. General.
- B.C.S. Technical (Electrical যেমন বিদ্যুৎ বিভাগ, T&T ইত্যাদি
- PDB
- Mobile/Land Phone Company.
- BUET, KUET, RUET, CUET, DUET এবং অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন AIUB, Ahsan-ullah, Stamford, East-West প্রভৃতি জায়গায় শিক্ষকতা ।
- যেখানে সাধারণ ডিগ্রিধারীরা আবেদন করতে পারে।
- অন্যান্য কোম্পানী/ফ্যাক্টরি।
আরো পড়ুন- বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ লাভের উপায়…
ভর্তি প্রস্তুতি বিষয়ক কনসালটেন্সি সেবা:
বি. এম. এস. সি. এল. ইউজিসির তালিকা ভূক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে স্টুডেন্ট ভর্তি বিষয়ে কনসালটেন্সি প্রদান করে থাকে।
এখানে ভর্তির পূর্বেই শিক্ষার্থীর যোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সাবজেক্ট ও ইউনিভার্সিটি সিলেক্ট করে দেওয়া হয়।
স্টুডেন্ট ভর্তির পূর্বে বিশ্ববিদ্যালয়ের ব্যায় ও জীবন যাত্রা সম্পর্কে বিস্তারিত ধারণা ও তথ্য দিয়ে থাকে।
বি. এম. এস. সি. এল. পড়াশোনা শেষ হওয়া পযর্ন্ত নানা ধরনের সেবা প্রদান করে, এতে করে ভর্তির পর স্টুডেন্টকে ভোগান্তিতে পড়তে হয় না।
লেখক: আবু জাফর রাজু, পিএইচডি ফেলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, কনসালটেন্ট, (দেশি-বিদেশী বিশ্ববিদ্যালয় ভর্তি ও স্টুডেন্ট ভিসা)
মোবাইল: 01716474676
ফিচারটি সর্বশেষ আপডেট করা হয়েছে: ২ ফেব্রুয়ারি ২০২১
বিজ্ঞপ্তি: লেখাটি হুবহু কপি না করার জন্য অনুরোধ করছি। সাহায্যের জন্য বা রেফারেন্স হিসেবে অংশ বিশেষ ব্যবহার করতে পারেন।
তবে এই পোস্টের লিংক প্রদান করলে তা জায়েজ হবে। লেখকের কষ্টের মূল্য প্রদানে আপনার বিবেকের প্রতি আরজি রইল।
বিঃদ্রঃ সেবারু ব্লগে লেখার সুযোগ পেতে যোগাযোগ করুন এখানে।