Shebaru

এসইও কি এবং কিভাবে শিখবো?

এসইও কি

এসইও কি এবং কিভাবে শিখবো?

এসইও কি জানতে আগে জানতে হবে এর পুরো অর্থ কি তা সম্পর্কে। SEO অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। আমরা প্রতি
নিয়ত সার্চ ইঞ্জিনে কিছু না কিছু খুঁজি আর তা সার্চ ইঞ্জিন নিজস্ব ডাটায় সারিবদ্ধ করে রাখে। আর তার জন্য আপনি
যদি সঠিকভাবে নিয়ম মেনে শব্দ ব্যবহার করতে পারেন তবে আপনার ওয়েবসাইট ইন্টারনেটে খুঁজলে সবার আগে দেখতে
পারবেন। আর তাই জেনে নিন আজই এসইও কি আর তা কিভাবে কাজ করে সেই সম্পর্কে।

SEO এর কাজ কি?

SEO এর মূল কাজ হল অপ্টিমাইজেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইট বা ওয়েবপেইজকে র‍্যাংকিং করা। আসুন একটি উদাহরন
দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। ধরুন আপনি একটি খেলনা কিনবেন। তাহলে আপনি কিভাবে সার্চ ইঞ্জিনে খুঁজবেন ভেবেছেন কি?
হয়ত আপনি লিখবেন খেলনা বা মেয়েদের খেলনা বা ১ বছর বাচ্চার খেলনা। সার্চ ইঞ্জিন এই প্রতিটি শব্দ ডাটাতে অন্তর্ভুক্ত করে
নেয় খেলনা সম্পর্কিত। তারপর আপনি যখন এই বিষয় নিয়ে লিখবেন তখন যদি আপনি এই শব্দ ব্যবহার করেন তবে তা সার্চ
ইঞ্জিনের তথ্যের সা্থে মিলে যায়। আর আপনার ওয়েবসাইট র‍্যাংকিং এর শীর্ষে উঠে যায়। আর এভাবেই অপ্টিমাইজেশন কাজ
করে অর্থ্যাৎ এসইও কাজ করে।

SEO কত প্রকার ও কি কি?

সাধারনত SEO অনেক প্রকারের হয়। তবে তার মধ্যে মৌলিক প্রকারগুলো হলঃ

  1. টেকনিক্যাল এসইও (Technical SEO)
  2. অনপেজ এসইও (On-Page SEO)
  3. কন্টেন্ট এসইও (Content SEO)
  4. অফপেজ এসইও (Off-Page SEO)
  5. লোকাল এসইও (Local SEO)
  6. মোবাইল এসইও (Mobile SEO)
  7. কমার্স এসইও (E-commerce SEO)

এদের মধ্যে সবচেয়ে গুরুতবপূর্ন হল অন পেইজ ও অফ পেইজ এসইও। আজ আমরা এই দুটি নিয়ে বিস্তারিত জানব। এছাড়া আরও
জানব ব্ল্যাহেট আর হোয়াইট হ্যাট এসইও নিয়ে।

অনপেইজ এসইও

ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুতবপূর্ণ অনপেইজ এসইও। কারন যেকোন ওয়েবপেইজ একটি বিষয়ের উপর ভিত্তি করে সাজানো
হয়। আর তা যদি আপনি সার্চ করে খুঁজেই না পান তবে আপনার লেখাই ব্যর্থ। আর যদি আপনি জানেন কিভাবে এই
অনপেইজ অপ্টিমাইজড করা যায় তবে নিমিষেই আপনার পেইজকে র‍্যাংক করাতে পারবেন। আর তাতে ট্রাফিক জানতে পারবে
আপনার লেখা আর তথ্যগুলো। অনপেইজে প্রথমেই থাকে টাইটেল আর সেখান থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয় অপ্টিমাইজেশনের
দরকার। টাইটেল, হেডার ১-৬ , মেটাট্যাগ, ফোকাস কিওয়ার্ড , ইউআরএল সব কিছু নির্দিষ্ট নিয়েমে এসইও করলে আপনার লেখা
সার্চে সবার উপরে থাকবে।

অফপেইজ এসইও

এছাড়া অফ পেইজ এসইও জানা জরুরী। এতে আপনি পেইজের জন্য লিংক বিল্ডিং, সাইট বিল্ডিং, সোশ্যাল মিডিয়া শেয়ার ইত্যাদি
করে অফ পেইজ এসইও কাজ করতে পারেন। তার সাথে আরও করতে পারেন প্রোফাইল তৈরি, ডিরেক্টরি সাবমিশন, ফোরাম
ব্যকলিংক বিল্ডিং ইত্যাদি। এইসব কিছুই অনপেইজ এসইও এর অন্তর্ভুক্ত।

আপনার সাইট থেকে কোন লিংকের মাধ্যমে অন্য সাইটে গেলে তা হল ব্যাকলিংক তৈরি। আর যদি আপনি বিভিন্ন সাইটে
আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করেন তবে তা হবে লিংক বিল্ডিং। এতে আপনার সাইটে ট্রাফিক অটোমেটিক বৃদ্ধি
পাবে। আর এইগুলো সব কাজ অফ পেইজের অন্তর্ভুক্ত।

এসইও কোর্স কিভাবে শিখা যায়?

এই কোর্স শিখা অনেক সহজ। আপনি অনায়াসে অনলাইনে বা যে কোন আইটি প্রতিষ্ঠানে শিখতে পারেন এই কোর্স। তবে অবশ্য
ই শিখার আগে এর বিস্তারিত জেনে নিবেন। অনলাইন কাজের মূল ভিত্তি এখন এসইও। তাই বিভিন্ন নামিদামী আইটি ওয়েবসাইট
এই কোর্স গুলো ফ্রি দিচ্ছে। আর তাদের কোর্স মার্কেটপ্লেসে আপনার কাজের মূল্য আর মান বাড়িয়ে দেয়। তেমনই কিছু
ওয়েবসাইট হলঃ Semrush, Coursary ইত্যাদি। এইসব বিশ্বস্ত সাইট থেকে নিজে নিজে আপনি শিখতে পারবেন আপনার
সময় অনুযায়ী।

এসইও শিখতে কত দিন লাগে?

যখনই কিছু শিখতে যান আপনি তার সময় আপনার কাজের আর মানের উপর নির্ভর করে। আপনি যদি শিখতে খুব আগ্রহী হন
তবে মিনিমাম ৩-৬ মাসে তা আয়ত্ব করতে পারবেন। তবে অনলাইন দুনিয়া প্রতি নিয়ত পরিবর্তনশীল। তাই শিখার কোন শেষ
নেই। আর তাই যখনই শিখবেন সময় নিয়ে শেখার চেষ্টা করবেন। এতে আপনার দক্ষতা আর মান দুই বৃদ্ধি পায়। আর তার
সুফল আপনি পাবেন ব্যক্তি ও কর্মজীবনে।

এসইও করে আয়
\"\"
এসইও করে আয়

আপনি যদি এসইও শিখে থাকেন তবে আয় করা সবচেয়ে সহজ এই মাধ্যম থেকে। কারন এসইও অনেক বড় একটি কোর্স। আপনি
যদি তার কোন ক্ষুদ্র অংশ নিয়েও কাজ করেন তাহলেও আয় করা কষ্ট হবে না। কারন শুধুমাত্র কিওয়ার্ড খুঁজে দিয়েও আপনি
টাকা ইনকাম করতে পারেন। এছাড়া সবাই ওয়েবসাইট বানালেও প্রতিনিয়ত এই সব জিনিষ আপডেট দিতে পারে না। তাই
প্রতিটি প্রতিষ্ঠান একজন করে বা ততোধিক এসইও এক্সপার্ট নিয়োগ দেয়। এবং মোটা অংকের টাকা তাদের বেতন হয়। যা
দিয়ে নির্বিঘ্নে আপনি জীবন হতিবাহিত করতে পারবেন।

ব্ল্যাক হেট ও হোয়াইট হেট এসইও

ব্ল্যাকহেট হল নিয়ম বহির্ভুত ভাবে যখন আপনি এসইও করে আপনার পেইজ বা ওয়েবসাইট র‍্যাংকিং করান। এই পদ্ধতিতে যদিও
র‍্যাংক হয় সাইট তবে তাতে পেইজের অসুবিধা হয়। আর এতে কিছুদিন পরে সাইট ডাউন হয়ে যায়। অন্যদিকে হোয়াইট হেট হল
সব নিয়ম কানুন মেনে যখন আপনি এসইও করে আপনার পেইজ র‍্যাংক করান। এতে নিয়ম ভেংগে কিছু করা হইয় না। আর
অর্গানিকভাবে র‍্যাংকিং হয় পেইজ।

এছাড়া ট্যাকনিক্যাল এসইও এর আজকাল ব্যাপক চাহিদা। কারন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে সার্চ ইঞ্জিন। আর তার সাথে পরিবর্তিত
হচ্ছে তার টেকনিক। আপনি চাইলে আরো জানতে পারেন মোবাইল ও ইমেইল এসইও। মেইলের মাধ্যমে যোগাযোগ আধুনিক যুগের
চাহিদা। যাতে মানুষের কাছে পৌঁছানো যায় দ্রুততার সাথে। আর এই এসইও তাই দিন দিন জনপ্রিয়তার শীর্ষে উঠছে।তাই শিখতে হলে
বেছে নিন যেকোন একটি মাধ্যম। আর নেমে পড়ুন কাংক্ষিত সাফল্যের আশায়।

আশাকরি এখন আপনারা এসইও সম্পর্কে সব জানতে পেরেছেন।এছাড়া এরসাথে আপনি জানতে পারেন ডিজিটাল মার্কেটিং
এবং গুগল এডসন্স সম্পর্কেও। আর প্রতিবেনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। এছাড়া নতুন আর কি
জানতে চান তা জানিয়েও আমাদের কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top