Shebaru

ওমরাহ প্যাকেজ ২০২২ এবং ওমরাহর সকল বিষয়

ওমরাহ প্যাকেজ ২০২২ এবং ওমরাহর সকল বিষয়

ওমরাহ প্যাকেজ এ মূলত বেশ কিছু মানুষের একটি ওমরাহ গ্রুপ।একা যাওয়ার চেয়ে একটি গ্রুপের মাধ্যমে ওমরাহ পালন করতে গেল
বেশ কিছু সুবিধা পাওয়া যায়। যেমন, রুম সেয়ার করা, একজন কমন ওমরাহ গাইড থাকা, খাবারের সুবিধাসহ বেশ কিছু
সুবিধার জন্য বাংলাদেশের মানুষ ওমরাহ করতে গেলে কোন এজেন্সির সাথে প্যাকেজ এ যায়।

ওমরাহ কি?

ওমরাহ্‌ বলতে ইসলামী নিয়ম-নীতি মেনে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর জিয়ারত করাকে বুঝায়। ওমরাহ্‌ পালনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনে চলতে হয় তা হলো- ইহরাম বাধা, ক্বাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাঈ করা, মাথা মুন্ডন করা। বাংলাদেশে ওমরাহকে ওমরাহ হজ নামেও ডাকা হয়।

কে ওমরাহ্‌ এর জন্য যোগ্য?

প্রত্যেক মুসলমানেদের জন্য ওমরাহ্‌ করা সুন্নাহ। যে কেউ মক্কায় ভ্রমণের ব্যয় বহন করতে পারে সে যোগ্য।

বাংলাদেশ থেকে ওমরাহ করার উপযুক্ত সময় কোনটি?

ওমরাহ্‌ পালন করার জন্য বিশেষ কোনো সুনির্দিষ্ট সময় বা দিন নেই। তবে মূল হজ্জ্বের সময় নির্ধারিত বিশেষ কিছুদিন
যেমন ৮ জিলহজ্জ্ব থেকে ১২ জিলহজ্জ্ব পর্যন্ত এই পাঁচ দিন ওমরাহ্‌ পালন করা ঠিক নয়। এই ৫দিন ব্যাতীত সাড়া বছরের যে কোন সময় ওমরাহ্‌ পালন করা যায়।
এছাড়াও ওমরাহ্‌ পালনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল আরবী রামাদ্বান ও শাওয়াল মাসে।
এই সময়ে ওমরাহ্‌ পালন করলে সবচেয়ে বেশি সাওয়াব পাওয়া যায়। যদি কেউ মূল হজ্জ্ব এর পাশাপাশি ওমরাহ্‌ করতে
চান তাহলে মূল হজ্জ্বের নির্ধারিত ৫ দিন বাদ দিয়ে করতে পারবেন।

ওমরাহ যাওয়ার সময় কী সাথে নেওয়া উচিত?

বাংলাদেশ থেকে ওমরাহ্‌ এর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রয়োজনীয় কাপড়-চোপড়, ওমরাহ্‌ এর জন্য ইহরামের কাপড় ও তোয়ালে নিতে হবে।

ওমরাহ প্যাকেজে কী থাকতে হবে?

ওমরাহ ভিসাঃ
ওমরাহ পালনের জন্য সর্বপ্রথম সৌদি আরবের ভিসা থাকতে হবে। তবে ভিসা নেওয়ার ক্ষেত্রে অবশ্য ভালো এবং বিশ্বস্ত কোন হাজ্জ্ব ট্রাভেল এজেন্সি থেকে ভিসা সংগ্রহ করতে হবে।

বিমান টিকেটঃ
ভিসা সংগ্রহ করার পরে পাশাপাশি বিমানের টিকেট সংগ্রহ করতে হবে। বর্তমান বাংলাদেশে দুই ধরণের বিমানের টিকেট পাওয়া যায় একটি হলো ডিরেক্ট ফ্লাইট অন্যটি হচ্ছে কানেক্টিং ফ্ল্যাইট। নিজের সুবিধা অনুযায়ী বিমানের টিকেট সংগ্রহ করতে পারবেন।

খাবারঃ
খাবারের জন্য আগেই উমরাহ এজেন্সির সাথে কথা বলে নেওয়া ভালো। যদিও সৌদি আরবে খাবারের দাম তুলনা মূলক ভাবে কম।
কম খরচে ভালো মানের খাবার পাওয়া যাবে সেখানে। তবে অনেক এজেন্সি খাবারের দায়িত্ব নেয় না।

থাকার ব্যবস্থাঃ
হোটেল কিংবা বাসা আছে যেখানে সুবিধা মনে করেন সেখানে থাকতে পারবেন। তবে সবচেয়ে ভালো কাছাকাছি কোন হোটেলে উঠা। ভালো হোটেলে উঠতে হলে এজেন্সির সাহায্যে বাংলাদেশ থেকেই অগ্রিম বুক করে রাখতে পারবেন।

গাইডঃ
দর্শনীয় স্থানে ভ্রমণ করার জন্য যেমন কিছু গার্ডিয়ান বা গাইড লাইনের প্রয়োজন ঠিক উমরাহ জন্যও প্রয়োজন। একাধিক বার ওমরাহ্‌ করেছেন এমন কেঊ অথবা এজেন্সি থেকে কোন একজন গাইড দেওয়াই সকলের জন্য ভালো। তাহলে আর কোন সমস্যার সম্ভাবনা থাকে না। সূত্র: বিডিস্টল অনলাইন

ওমরাহ প্যাকেজ ২০২২

১৩ রাত ১৪ দিনের ইকোনমি উমরাহ প্যাকেজের বিস্তারিত নিচে দেওয়া হল

যাত্রার তারিখ:

উমরাহ আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকা থেকে মক্কার উদ্দেশ্যে ইনশাআল্লাহ।

যা যা অন্তর্ভুক্ত :

  • বীমাসহ উমরাহ ভিসা
  • ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট
  • রুট : ঢাকা-জেদ্দা-মক্কা-মদীনা-ঢাকা
  • হোটেলে থাকার ব্যবস্থা
  • বাসের মাধ্যমে যাতায়াত
  • মক্কা ও মদীনা যিয়ারত
  • অভিজ্ঞ উমরাহ গাইড

যা যা অন্তর্ভুক্ত নয়:

  • খাবার
  • ব্যক্তিগত খরচ

থাকার সুবিধাসমূহ

– মক্কা হোটেল : মোহাম্মদ আবদুল্লাহ সালেহ আল গামাস/জাওয়ার আল হারামাইন/থারাওয়াত আল মানশিয়াহ অথবা অনুরুপ হোটেল।
– ৫৫০-৭৭৫ মিটার দূরত্ব।
৭ রাত।
– মদীনা হোটেল : কারাম আল হেজাজ, কারাম আল মাদীনা, কারাম তাইবাহ আল মাসি অথবা অনুরুপ হোটেল।
– ৩০০-৪০০ মিটার দূরত্ব।
– ৬ রাত।

ওমরা হজ্জ করতে কত টাকা লাগে?

উপরে উল্লিখিত প্যাকেজটি মাত্র ১,৪৫,০০০/= টাকা (একটি রুমে ৪ জন), তবে একরুমে কত জন থাকবে? কোন হোটেলে থাকবে এর উপর দাম বা ওমরাহ খরচ
নির্ভর করে। এ ক্ষেত্রে ১০ লাখ টাকা পরযন্ত খরচ হতে পারে। আরও জানতে নিচের নম্বরে যোগাযোগ করুন।

ওমরাহ প্যাকেজের সর্বনিম্ন খরচ কত ?

বাংলাদেশ থেকে ২০২২ সালের জন্য ওমরা প্যাকেজের সর্বনিম্ন খরচ ঢাকা থেকে ৭৫,০০০ টাকা এবং অবস্থানকাল সাধারণত ৭-১৪ দিন।

ওমরাহর জন্য যোগাযোগ: 01716474676 (What\’s App available, please call at 10 am to 9pm)

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top