ওমরা হজ্ব

ওমরা হজ্জ করতে কত টাকা লাগে? ওমরাহ হজের সকল তথ্য

অনেকের মনেই প্রশ্ন জাগে ওমরা হজ্জ করতে কত টাকা লাগে? আমি ওমরা হজ্জে যেতে পারব কি? ইত্যাদি নানা প্রশ্ন।
সে সব মুসলমানদের কথা চিন্তা করে ওমরাহ হজ্জ বিষয়ে প্রয়োজনীয় সকল তথ্য নিচে তুলে ধরার চেষ্টা করা হল।

প্রতিটি ধর্মপ্রাণ বাংলাদেশী মুসলিমের কাছেই খানায়ে কা’বা তাওয়াফ সেইসাথে নবীর কবর – মসজিদে নববী জেয়ারত এক অসম্ভব সম্মান – আকাংখা – গর্বের বিষয়।
কিন্তু কত কম খরচে ওমরাহ করা যায় এটা নিয়েও তাদের যথেস্ট কৌতুহল বিদ্যমান। সাধারনত বিভিন্ন ট্রাভেল এজেন্সীগুলো নানারকম সুযোগ সুবিধাসহ
ওমরাহ প্যাকেজ অফার করে থাকে। অবস্থা ভেদে একেক প্যাকেজের সুবিধা একেকরকম। যাই হোক নিচে একটি স্যাম্পল প্যাকেজ দেওয়া হল।
এর বাইরেও অন্যান্য সুবিধা রয়েছে। সেম্পর্কে নিচে দেওয়া মোবাইল বা হোয়াটস এ্যাপে যোগাযোগ করার অনুরোধ রইল।

ওমরাহ প্যাকেজ ২০২৩

১৩ রাত/১৪ দিনের ইকোনমি উমরাহ প্যাকেজের বিস্তারিত নিচে দেওয়া হল

২/৩ জনের রুম জনপ্রতি খরচ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আমাদের পরবর্তি গ্রুপ উমরাহ আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকা থেকে মক্কার উদ্দেশ্যে ইনশাআল্লাহ।
এয়ার টিকেটের দাম বেড়ে যাওয়ার আগে শীঘ্রই আপনার বুকিং কনফারম করুন।

যা যা অন্তর্ভুক্ত :

  • বীমাসহ উমরাহ ভিসা
  • ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকেট
  • রুট : ঢাকা-জেদ্দা-মক্কা-মদীনা-ঢাকা
  • হোটেলে থাকার ব্যবস্থা
  • বাসের মাধ্যমে যাতায়াত
  • মক্কা ও মদীনা যিয়ারত
  • অভিজ্ঞ উমরাহ গাইড

যা যা অন্তর্ভুক্ত নয়:

  • খাবার
  • ব্যক্তিগত খরচ

থাকার সুবিধাসমূহ

🕋- মক্কা হোটেল : মোহাম্মদ আবদুল্লাহ সালেহ আল গামাস/জাওয়ার আল হারামাইন/থারাওয়াত আল মানশিয়াহ অথবা অনুরুপ হোটেল।
🕋- ৫৫০-৭৭৫ মিটার দূরত্ব।
🕋- ৭ রাত।
🕌- মদীনা হোটেল : কারাম আল হেজাজ, কারাম আল মাদীনা, কারাম তাইবাহ আল মাসি অথবা অনুরুপ হোটেল।
🕌- ৩০০-৪০০ মিটার দূরত্ব।
🕌- ৬ রাত।

ওমরা হজ্জ করতে কত টাকা লাগে?

উপরে উল্লিখিত প্যাকেজটি মাত্র ১,৪৫,০০০/= টাকা (একটি রুমে ৪ জন), তবে একরুমে কত জন থাকবে? কোন হোটেলে থাকবে এর উপর দাম বা ওমরাহ খরচ
নির্ভর করে। এ ক্ষেত্রে ১০ লাখ টাকা পরযন্ত খরচ হতে পারে। আরও জানতে নিচের নম্বরে যোগাযোগ করুন।

ওমরাহর জন্য কি কি ডকুমেন্টস লাগে?

সৌদি আরবে ওমরাহ পালনের জন্য অবশ্যই (ভিসার শর্ত হিসেবে) নিম্নোক্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে

  • অরিজিনাল পাসপোর্ট অবশ্যই কমপক্ষে ৬ মাসের ভেলিডিটি থাকতে হবে (যার অন্ততপক্ষে ৪টি পেজ ভিসা স্টাম্পিংয়ের জন্যে খালি থাকা প্রয়োজন)
  • কমপক্ষে ২ কপি সাম্প্রতিক ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা
  • অরিজিনাল স্মার্ট কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র
  • শিশুদের জন্যে জন্ম সনদ
  • বিবাহিত / বিবাহিতা দম্পতির জন্যে বিবাহের সরকারি সনদের কপি
  • ৪৫ কিংবা তারচেয়ে কম বয়েসি (প্রাপ্তবয়স্কা) মহিলাদের জন্যে একা ভ্রমনের ক্ষেত্রে আইনত মাহরাম পুরুষের অনুমতিপত্র লাগবে।

ওমরাহ গমনেচ্ছুদের যা যা করতে হবে:

  • সৌদি আরবের ওমরা ভিসা প্রসেস
  • এয়ার টিকেট (সৌদি আরবে যাওয়া আসা)
  • হোটেল সুবিধা (থাকার জন্যে)
  • খাবার (প্রতিদিন – সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার)
  • জিয়ারত (মক্কা মদিনা ও প্রয়োজনে পার্শ্ববর্তী পবিত্র স্থানগুলো জিয়ারত)
  • ওমরা হজ্জ – খরচ – ভিসা প্রসেসিং সম্পর্কিত কমন প্রশ্নজিজ্ঞাসাগুলো

কোন এজেন্ট ছাড়া কি আমি একা একা উমরাহ ভিসা পেতে পারি?

হ্যাঁ, আপনি চাইলে একা একাউ উমরাহ ভিসার জন্যে আবেদন করতে পারবেন। তবে উমরাহ ভিসা প্রসেসিংয়ে সৌদি সরকারের কিছু নিয়মনীতির
ব্যাত্যয় ঘটলে আপনার ভিসা নাও পেতে পারেন। এক্ষেত্রে অভিজ্ঞ এজেন্সির সহযোগিতা আপনার পবিত্র ইচ্ছাকে সহজ করবে নিঃসন্দেহে

সৌদি আরবে কি ভিজিট ভিসায় যেয়ে উমরাহ করার অনুমতি আছে?

আইনত সৌদি আরবে ভিজিট ভিসায় যেয়ে উমরাহ করার অনুমতি নেই। তবে সরকারী সংস্থার অগোচরে আপনি উমরাহ করতে পারবেন।

উমরাহ সম্পন্ন করতে সাধারনত কয়দিন লাগে?

উমরাহ ভিসা সাধারনত ১৪ দিন, ২১ দিন, ৩০ দিন ও ৪৫ দিনের জন্যে ইস্যু করা হয়। তবে উমরাহ পালন করতে প্রকৃতপক্ষে ২ থেকে ৩ দিনের বেশী সময় লাগেনা।

মহিলাদের জন্যে মাহরাম ছাড়া কি উমরাহ করতে যাওয়া যায়?

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা আছে যে, মাহরাম ছাড়া প্রাপ্ত বয়স্ক কোন মহিলা যার বয়স ৪৫ এর কম তাকে ভিসা না দিতে পরামর্শ থাকবে। তবে ৪৫ এর উর্দ্ধে যাদের বয়স তাদের ক্ষেত্র এই নিয়মের শীথিলতা আছে।

ওমরাহ হজ || রমজানে ওমরাহ প্যাকেজ || Premium Umrah Packages || VIP Umrah Packages || Discounted Umrah Package ||
Umrah Hajj-2022 || ওমরাহ করার নিয়ম || মহিলাদের ওমরা পালনের নিয়ম || ওমরাহ দোয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *