Shebaru

অবিশ্বাস্য কানাডা ইমিগ্রেশন ভিসা লাভের সেরা সুযোগ

কানাডা ইমিগ্রেশন

অবিশ্বাস্য কানাডা ইমিগ্রেশন ভিসা লাভের সেরা সুযোগ

কানাডায় বসবাস, কাজ ও স্থায়ী নাগরিকত্বের জন্য ৬০ টিরও বেশি ইমিগ্রেশন প্রোগ্রামে কানাডা ইমিগ্রেশন ভিসা আবেদন করা যায় প্রফেশনালদের জন্য অনেকগুলো ক্যাটাগরি রয়েছে।
পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধিশালী দেশগুলোর একটি কানাডা। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ্ । উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য কানাডা বিশ্বসেরা।
একটি স্থিতিশীল অর্থনীতি, নিরাপত্তা, সমতা এবং বিশ্বের সবচেয়ে অভিবাসী-বান্ধব জাতি
তার মধ্যে অন্যতম হলো ফেডারেল ও কুইবেক স্কিল্ড প্রোগ্রাম, প্রভিন্সশনাল নমিনি প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস, ফেডারেল সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম ইত্যাদি। এছাড়া রয়েছে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ প্রোগ্রামস।
কানাডায় সর্বাধিক সংখ্যক আবেদনকারী এফএসডব্লিউ অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদন করছে।

কানাডার ১১টি প্রদেশে অভিবাসনের সুযোগ দেওয়া হচ্ছে প্রচলিত বিভিন্ন প্রোগ্রামের আওতায়।
এগুলোর ভেতর আবেদনকারীদের পছন্দের শীর্ষে রয়েছে এফএসডাব্লিই ও এক্সপ্রেস এন্ট্রি ও বিভিন্ন প্রভিনশিয়াল নামিনেশন প্রোগ্রাম ।
অন্যান্য ভিসা প্রোগ্রামের তুলনায় শর্তাবলী তুলনামূলক সহজ হওয়ায় বিপুল সংখ্যক লোকজন রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম (RNIP) ও আটলান্টিক ইমিগ্রেশন পাইলট (AIP) প্রোগ্রামে আবেদন করছে।
এছাড়া ফ্যামিলি স্পন্সরশিপ ও সেলফ এমপ্লয়েড ক্যাটাগরিতেও দেশটিতে অভিবাসনের সুযোগ নেওয়া যাচ্ছে।

এক নজরে কানাডা

উত্তর আমেরিকায় অবস্থিত দেশটি ৩৮ দশমিক ১৭ শতাংশ ফরেস্ট এলাকা সমৃদ্ধ পৃথিবীর অন্যতম সুন্দর রাষ্ট।
আন্তর্জাতিক ভ্রমণ সুবিধায় কানাডার একজন স্থায়ী নাগরিক পৃথিবীর ১৭০টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। কানাডার নাগরিকরা সবাই সরকারি হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকেন। কানাডা সরকার অভিবাসীদের পরিবারকে বেশ গুরুত্ব দিয়ে থাকে।
এখানে অভিবাসীর পিতা-মাতার জন্য ১০ বছর মেয়াদি সুপার ভিসা দেয়া হয়। বায়োঃবৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও বিশেষ প্রণোদনা পেয়ে থাকেন। কানাডার নাগরিকদের গড় আয়ু ৮১ বছর। দেশটিতে বেকারত্বের হার মাত্র ৫-৬ শতাংশ যা পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। এখানে অপরাধ প্রবণতা নেই বললেই চলে এবং এটি শতভাগ দুর্নীতিমুক্ত দেশ।

অভিবাসীদের জন্য সুসংবাদ হচ্ছে সাধারণত গড়ে ঘন্টায় ২৬ দশমিক ৮৩ কানাডিয়ান ডলার উপার্জন করা যায় দেশটিতে।
যারা নতুন ব্যবসা করতে চাইবেন তাদের জন্য রয়েছে বিনা জামানতে অন্তত ২ লাখ ৫০ হাজার কানাডিয়ান ডলার ঋণের ব্যবস্থা।
এছাড়া নতুন অভিবাসী হিসেবে পরবর্তীতে চাকরি পেতে অসুবিধা হলে বা অসুস্থতার কারণে কাজ না করতে পারলে সরকার নানা রকম আর্থিক সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

কানাডা ইমিগ্রেশন ওয়ার্ক পারমিট ভিসার দারুন সুযোগ

মাসে ৫৮ হাজার ৬০০টি নতুন চাকরির সুযোগ তৈরি হয় দেশটিতে। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় এখানে নাগরিকদের সন্তানেরা
১৮ বছর বয়স পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রেও দেখা গেছে যে স্থায়ী নাগরিকদের টিউশন ফি তুলনামূলকভাবে বেশ কম।

দেশটিতে আনুমানিক ৯৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ওয়ার্ল্ড র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কানাডার টপ লিস্টেড বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৭টি। শিক্ষার মান, খরচ, পড়াশোনাকালে কাজের সুযোগ, নিরাপত্তা, স্থায়ী হওয়ার সুযোগ ইত্যাদি কারণে সারা বিশ্বের ছাত্র-ছাত্রীদের কাছে
কানাডা সবসময়ই সবার পছন্দের শীর্ষে। প্রতিবছর প্রায় ১ লাখ ৫০ হাজার ছাত্রছাত্রী এই দেশে আসেন পড়াশোনা করতে।

Rural and Northern Immigration Pilot Program:

কানাডা সরকার ২০১৯ সালে রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম চালু করেছে। আইইএলটিএস 4.0, HSC পাশ ও ১ বছরের কাজের
অভিজ্ঞতা থাকলে, এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। কানাডা ইমিগ্রেশন অন্যান্য ভিসা প্রোগ্রামের তুলনায় এই প্রোগ্রামের শর্তাবলী তুলনামূলক
সহজ হওয়ায় এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন।

আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম:

কানাডায় যারা স্থায়ী হতে চান, তাদের জন্য চমৎকার একটি প্রোগ্রাম এটি। এই ইমিগ্রেশন ক্যাটাগরির আওতায় কানাডার ৪টি প্রদেশে আপনার পরিবারসহ স্থায়ী হবার সুযোগ রয়েছে। এ চারটি প্রদেশ হলোঃ নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরাডর, নোভা স্কটিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং
নিউ বার্নসউইক। যেহেতু এই প্রোগ্রামের শর্তাবলী তুলনামূলকভাবে কিছুটা শিথিল, যারা প্রকৃতপক্ষে এই যোগ্যতা রাখেন, এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের বিভিন্ন পেশাজীবীর আবেদন করার সুযোগ থাকছে।

এক্সপ্রেস এন্ট্রি (Express Entry):

উচ্চ-দক্ষ কর্মীদের চাহিদা কানাডা জুড়ে অব্যাহত রয়েছে এবং তাই, ১ জানুয়ারী, ২০১৫, কানাডা সরকার এক্সপ্রেস এন্ট্রি চালু করে।
এটি একটি নতুন কানাডা ইমিগ্রেশন সিস্টেম যা নীচের প্রোগ্রামগুলির জন্য খুব দ্রুত কানাডার স্থায়ী বাসিন্দা ভিসার জন্য আবেদনের
অনুমতি পান:
1) ফেডারাল দক্ষ কর্মী প্রোগ্রাম
২) ফেডারাল দক্ষ ট্রেডস প্রোগ্রাম
৩) কানাডিয়ান অভিজ্ঞতা শ্রেণি প্রোগ্রাম।

প্রাদেশিক মনোনীত প্রোগ্রাম (পিএনপি) এক্সপ্রেস এন্ট্রি কানাডা ইমিগ্রেশন Express Entryসিস্টেম দ্বারা প্রভাবিত হয়।
কানাডা জুড়ে যে সমস্ত প্রদেশ এবং অঞ্চলগুলি দক্ষ বিদেশী কর্মীদের সন্ধান করছে তারা এক্সপ্রেস এন্ট্রি প্রার্থীদের প্রোফাইল পর্যালোচনা করতে
সক্ষম এবং কানাডিয়ান সরকারের জব ব্যাঙ্কের সাথে নিবন্ধন করে তাদের প্রাদেশিক মনোনীত কর্মসূচির জন্য (পিএনপি) দক্ষ বিদেশি কর্মীদের মনোনীত করতে পারে, যে সব আবেদনকারী তাদের নির্দিষ্ট প্রদেশ বা অঞ্চলটির জন্য প্রতিষ্ঠিত মানদণ্ডগুলি পূরণ করে।
এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের প্রসেসিং টাইম আনুমানিক ৯ থেকে ১২ মাস। আইইএলটিএস স্কোর ৭.৫ এবং বয়স ৩০ এর নিচে ভালো হয়।

প্রতি বছর কানাডা বিপুল পরিমাণে প্রবাসী নিলেও শুধুমাত্র সঠিক তথ্য না থাকার কারণে এবং সঠিক উপায়ে আবেদন না করার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশী কানাডায় অভিবাসন করতে ব্যর্থ হন। অথচ, সঠিক তত্ত্বাবধানে আবেদন করলে আপনি সহজেই হতে পারেন কানাডার অভিবাসী।

আপনি কি কানাডা ওয়ার্ক পারমিট ভিসা এর জন্য আগ্রহী?

তাহলে আপনার প্রথমে জানতে হবে যে আপনি কানাডা ওয়ার্ক পারমিট ভিসা জন্য বা অস্থায়ীভাবে কানাডায় প্রবেশের জন্য যোগ্য কিনা? আমরা আপনাকে বিনাখরছে কানাডা অভিবাসন আবেদনের যোগ্যতা মূল্যায়ন করে আবেদনের প্রস্তুতি ও সঠিক পক্রিয়া সম্পর্কে অবহিত করব। কানাডা অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য এবং পরামর্শের জন্য আজই আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (সিভি) আমাদের ইমেল করুন।

আমরা আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স, আর্থিক সামর্থ্ ও বিশেষ যোগ্যতাগুলি পর্যালোচনা করব এবং ব্যক্তিগতভাবে আপনি
কোন প্রোগ্রাম এর জন্য যোগ্য তার মূল্যায়ন করে কানাডা ইমিগ্রেশন অভিবাসন সাফল্যের সম্ভাবনা সম্পর্কে আপনাকে পরামর্শ দেব।
আপনি আমাদের সাথে আপনার যোগ্যতা এবং আমরা যেসকল কানাডা ইমিগ্রেশন সার্ভিস বা সেবা দিয়ে থাকি সে সম্পর্কে
সরাসরি কথা বলতে পারেন। আপনার প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের ইমিগ্রেশন বিশেষজ্ঞদের সাথে
টেলিফোনে আলোচনা করুন। নিচে লিংক দেখুন ভিসার জন্য যোগাযোগ

কানাডায় হোটেল জব ভিসার প্রচুর চাহিদা!

বিদেশে রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।এ পেশার লোককে শেফ বলা হয়।
মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
এ পেশায় জব ভিসা নিতে চাইলে আগে পুষ্টিকর ভালো ভালো রান্নার রেসিপি জানতে হবে।

বিদেশে ফাইভস্টার হোটেল, রেস্টুরেন্ট, বার, কফিশপ, ইত্যাদিতে চাকরির জন্য এখানে ক্লিক করুন, বিদেশে হোটেল জব ভিসা পাওয়ার উপায়

আরও পড়ুন: ‍

বিদেশে ইমিগ্রেশন ভিসা পেতে কি করবেন?

ওয়ার্ক ভিসা ফেসবুক গ্রুপে মেম্বার হোন

আপনাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় করতে চালু হয়েছে Work Visa Helpline Facebook Group.
এই গ্রুপ এ থাকছে নতুন নতুন আপডেট। সেই সাথে আপনিও এ গ্রুপ গুলোতে যে কোন ধরনের মতামত ও প্রশ্ন করতে পারবেন।
গ্রুপ লিংক নিচে দেওয়া হল। আশা করি গ্রুপ থেকে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পুরণ হবে।
কাজের ভিসা গ্রুপ লিংক: https://web.facebook.com/groups/workvisahelpline/

ইউটিউবে বিদেশে কাজের ভিসার খবর জানুন

বাংলা টাইমস নামের এই ইউটিউব চ্যানেলটিতে কানাডা, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশের জব ভিসাসহ
বিদেশে অবস্থিত বাংলাদেশীদের খবর পাওয়া যায়। তাই আপনিও নিয়মিত এসব খবর জানতে সেবারু ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
লিংক: https://www.youtube.com/channel/UC_x6KyLJWSm7OFJN_JSiB6w?sub_confirmation=1

ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ

সেবারু ডটকম বিদেশের সকল তথ্য তাদের নিজস্ব ফেসবুক পেজে আপডেড করে থাকে।
সেবারু ডটকম ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।সেবারু ডটকম পেজ লিংক : https://www.facebook.com/shebarubd

আশা করি উপরের আলোচনাটি আপনার কাজে লাগবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top