shebaru.com

কানাডা কাজের ভিসা

কানাডা কাজের ভিসা লাভের সঠিক উপায় জানেন কি?

কানাডা চাকুরী ও স্থায়ী বসবাস বাংলাদেশী ও ইন্ডিয়ানদের কাছে এক নম্বর পছন্দের তালিকায় রয়েছে। আর বর্তমানে কানাডা কাজের ভিসা সহজ করেছে
কানাডার প্রধান মন্ত্রি ট্রডো। ২০২৩ সালের জন্য জব কানাডা জব ভিসা ও ওয়ার্ক পারমিট তুলনামূলক সহজ হয়েছে।
তবে কানাডা যাওয়া যতাটা বলা হয় ততটা সহজ নয়। আর তা হলে তো পুরো বাংলাদেশের মানুষ কানাডায় চলে যেতে তাই না?
কেউ আর সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েতমালয়েশিয়া ইত্যাদিতে যেত না। বাংলাদেশ ও ইন্ডিয়ায় প্রচুর দালাল প্রতারকচক্র আছে যারা
কানাডায় নিশ্চিত ভিসার কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে।সুতরাং এদের থেকে সাবধান! আপনাকে আপনার জন্য কি কি ডকুমেন্ট জরুরী তা জানতে হবে।
সেই অনুযায়ী আপনি যোগ্য হলে অবশ্যই কানাডা কাজের ভিসা নিয়ে যাওয়া আপনার জন্য সহজ। আর এ জন্য আপনাকে সঠিক তথ্য জানতে হবে।
আর তাই নিচের লেখাগুলো ভালো ভাবে বুঝে পড়ুন । আরও আপডেট তথ্য জানতে আপনার পরিচিত অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নিন।

কানাডা কাজের ভিসা পেতে কি কি যোগ্যতা লাগে?

আগে মিলিয়ে দেখুন নিচের যোগ্যতা গুলো আপনার আছে কি না? থাকলে বেশ ভালো। আপনি আজ হোক কাল হোক কানাডায় যেতে পারবেন। আর যদি কোন একটিতে ঘাটতি থাকে তাহলে দয়া করে কানাডা ভিসা লাভের আশা ছেড়ে দিন। নিচে অন্যান্য দেশের ভিসার লিংক আছে সে গুলোতে ঘুরে দেখতে পারেন। অনেকে আছে এগুলো ভালোভাবে না পড়েই আমাদের কে কল দেয়।
তার ফলে নিজের সময় ও অর্থ নস্ট করে। আমাদেরও সময়ের অপচয় হয়। আশা করি বিদেশ যেতে ইচ্ছুক প্রিয় ভাই ও বোনেরা বুঝতে পেরেছেন।

১. কমপক্ষে HSC বা সমমানের পাস থাকতে হবে।
২. IELTS 4.0 ( আইইএলটিএস কি বুঝতে না পারলে এই লিংকে ক্লিক করুন (আইএএলটিএস কি? এবং কেন করতে হয়?)
৩. ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা। যে কোন চাকরি হলেই হবে। শুরু প্রপার ডকুমেন্ট থাকতে হবে। সংশ্লিষ্ঠ বিষয়ে হলে ভালো হয়।
৪. পর্যাপ্ত ব্যাংক সলভেন্সি। সাধারণত দশ থেকে ত্রিশ লাখ টাকা ব্যাংকে দেখাতে হয়।

কানাডার জব অফার পেতে কি কি ডকুমেন্ট লাগে?

কানাডায় জব ভিসার জন্য শুধু প্রয়োজন সঠিক ডকুমেন্ট। অর্থাৎ আপনার সকল তথ্য কানাডা গর্ভামেন্টের নির্দেশনা অনুযায়ী হতে হবে।
সঠিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে হয়ে যাবে আপনার সাকসেসফুল কাজের ভিসা তথা মাইগ্রেশন।
সাধারণত কানাডার ভিসার জন্য নিচের ডকুমেন্ট গুলো প্রয়োজন হয়,

  • অনলাইন এপ্লিকেশন ফরম পুরুন।
  • পাসপোর্ট এর Information Page এর স্কান কপি।
  • ফটোগ্রাফ (8 কপি ব্যাকগ্রাউন্ড সাদা (Size 35″x 45″) অথবা সফট্ কপি।
  • সার্টিফিকেট: সকল শিক্ষা সনদের স্কান কপি।
  • অভিজ্ঞতার সনদ পত্র।

সেবারু ডটকমের সহয়াতায় আপনি জব অফার গ্রহণ থেকে শুরু করে ওয়ার্ক পারমিট ভিসা ও জব কার্ডও করতে পারবেন। সেক্ষেত্রে নিচের বিজ্ঞপ্তিটি ফলো করুন।

কানাডা জব ভিসার ব্যাপারে আমরা কি সেবা দেই?

আমরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ও Migration Specialist এর সহযোগীতা ও পরামর্শ নেওয়ার সেতু বন্ধন হিসেবে কাজ করে আসছি।
যারা বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে কানাডার কাজের ভিসা লাভের আগ্রহী তাদের বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে ট্রেনিংসহ নিম্নক্ত সেবা দিয়ে আসছে সেবারু।

  • ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং ।
  • সঠিকভাবে ভিসা প্রসেসিং ।
  • প্রি-ডিপার্চার ট্রেনিং।
  • অভিজ্ঞ কাউন্সেলরের জব ভিসা প্রসেস করা হয়।
  • আমাদের কোন প্রকার হিডেন চার্জ নেই।
  • দ্রুত সময়ে অফার লেটার প্রদান ।
  • ছাত্রদের জন্য পার্টম চাকরির ব্যবস্থা করা।

আরও পড়ুন: বর্তমানে যে সকল দেশের জব ভিসা পাওয়া যাচ্ছে…

হোটেল জব ভিসার প্রচুর চাহিদা!

কানাডায় রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।
এ পেশার লোককে শেফ বলা হয়। মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল
শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
বিস্তারিত জানতে দেখুন ফুড লিংক বিডি ডট কম

আরও খুজুন

নিচের টপিক গুলো কপি করে গুগলে সার্চ করতে পারেন,

truck driver jobs,high demand jobs canada,canada immigration,moon raj chowdhury,how to apply for canada job visa,temporary foreign worker program canada,canada immigration 2023,canada work permit 2023 bangladesh,canada visa,canada job visa for bangladeshi 2023,canada work permit 2023,canada work permit visa 2023 bangladesh

কানাডা কাজের ভিসার সর্বশেষ বার্তা

আর হাঁ, উপরের আলোচনার আলোকে আপনি যদি মনে করেন আপনার এই ধরনের কানাডা কাজের ভিসা নিয়ে যাওয়ার যোগ্যতা নেই তবে বিজনেস ভিসায় যেতে পারেন।
তবে এখানে শুধু টাকাটা বেশি লাগবে। তাহলে আপনার টাকায় কানাডার অর্থনীতি সম্মৃদ্ধ হবে। সুতরাং আর দেরি নয় এই বিনিয়োগের মাধ্যমে
একজন সম্মানীয় ব্যবসায়ী হিসেবে আপনার পরিবারসহ কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ নিন এখনই। আপনার কানাডায় স্থায়ী বসবাসের এই ধরনের ভিসার নাম
Business Migration Program ( বিজনেস মাইগ্রেশন প্রোগ্রাম)। এ বিষয়ে বিস্তারিত আরও পড়ুন- কানাডায় বিজনেস ভিসা লাভের সহজ উপায়…কানাডা ইমিগ্রেশন রুরাল নর্দান প্রগ্রাম…

Comments

69 responses to “কানাডা কাজের ভিসা লাভের সঠিক উপায় জানেন কি?”

  1. Songbad Sarker Avatar
    Songbad Sarker

    I want to go outside of the country specially canada

    1. Zahid Hasan Avatar
      Zahid Hasan

      আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,ভাই আমি, ডি কেটাগরিতে কানাডা যেতে চাই, আমার এডুকেশন লেবেল কম আমি কি যেতে পারব। দয়াকরে একটু জানাবেন।

  2. md tofajjal Avatar

    আপনারা কিভাবে বাহিরে লোক নিয়ে থাকেন? টাকা পেমেন্ট করে না কি কাজ করে টাকা পেমেন্ট করতে পারে এমন সুবিধা দিয়ে?

    1. elias miha Avatar
      elias miha

      ভাই এক জন ড্রাইভার হেভী লাইসেন্স আছে শিক্ষাগত জগতা অষ্টম শেণি আমি কি যাইতে পারমু

      1. আবু জাফর রাজু Avatar

        প্রিয় ইলিয়াস মিয়া, যেতে পারবেন।

        1. nazmul shanto Avatar
          nazmul shanto

          আমার ielts করা নাই,এইসএসসি পাশ করেছি,আমি কি যেতে পারবো?

          1. Jahangir Nintu Avatar
            Jahangir Nintu

            আমি সরকারি চাকুরী করি।আমার পাসপোর্ট ও অফিসিয়াল।আমি মাস্টার্স কমপ্লিট করা আছে।এখন আমি কোন ক্যাটাগরিতে এবং কিভাবে যেতে পারি একটু জানালে খুশি হতাম মহোদয়।
            **আমার ILTS করা নেই।
            ** সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা আছে।

          2. Md Yousuf Ali Avatar
            Md Yousuf Ali

            Ami Canada krisi visay jete chai

        2. হোসেন সাইদুল হক Avatar
          হোসেন সাইদুল হক

          ভাই আমাকে বাংলাদেশী একটা এজেন্সি কানাডিয়ান ওয়ার্ক পারমিট লেটার দিছে এখন কিছু টাকা চাচ্ছে কিন্তু আমি চাচ্ছি আগে এটাকে চেক করিয়ে নিতে দয়া করে আমাকে একটু হেল্প করুন

    2. Jakia Sultana Avatar
      Jakia Sultana

      আপনারা কি ফ্যামিলি ভিসার জন্য কাজ করেন।করলে কি কি কাগজ লাগবে।আর কত জনের জন্য কত টাকা লাগবে। এবং পারলে কত বছরের জন্য পারবেন দয়া করে জানালে উপকৃত হব।আর আপনাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার টা দিলে ভাল হয়।

    3. সোহেল রানা Avatar
      সোহেল রানা

      আমি কানাডা যেতে চাই কাজ করে টাকা পরিসদ করবো কেউ নিতে পারবেন

  3. sojon Avatar

    I want go outside from Bangladesh work

  4. S.M.Shahidul Islam from Gazipur. Avatar
    S.M.Shahidul Islam from Gazipur.

    Can any body go without IELTS to Canada

      1. আয়ন Avatar
        আয়ন

        আমি কার ওয়ারকসপ এ যেতে চাই আমার কাজের বিশ এক কাজে আছি

        1. আবু জাফর রাজু Avatar

          বুঝি নাই ভাই।

  5. Rajat Subhra Mondal Avatar
    Rajat Subhra Mondal

    ১ বছরের অভিজ্ঞতা বলতে কি বোঝানো হয়েছে? বিদেশে চাকরীর অভিজ্ঞতা নাকি দেশে চাকরির অভিজ্ঞতা?

    1. আবু জাফর রাজু Avatar

      দেশে চাকরির অভিজ্ঞতা বোঝানো হয়েছে রজোত সুবরা মণ্ডল ভাই।

  6. Misbah Avatar
    Misbah

    এস এস সি পাশ হলে কি কাজের ভিসা প্রসেসিং হবে?

    1. আবু জাফর রাজু Avatar

      প্রিয় মিসবা, এসএসসি পাশ করে অনেক দেশেই জব ভিসা নিয়ে যাওয়া যায়। তবে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। তাই টেকনিকেল কাজের দক্ষতা অর্জন করুন।

      1. Somun Avatar
        Somun

        ভাই আমাকে অফার লেটার দিয়েছে কিন্তু আমার কোন ielts নাই আমি ssc পাশ কাজের অভিঙ্গতা নাই। আমার ভিসা হবে

        1. আবু জাফর রাজু Avatar

          কিসের অফার লেটার? কারা দিয়েছে তা না জানলে বলাতো যায় না ভাই। ধন্যবাদ।

      2. md balal hossain raju Avatar
        md balal hossain raju

        রাজু ভাই
        ড্রাইভার ভিসা কি হয়

  7. mainuddin Avatar

    আমি গত আট বছর জাবত গারমেনস এর মাকানিক হিসাবে কাজ করিতেছি আমীকি কোনও দেশে জেতে পারবো আর পারলেও কাজ করে টাকা পরিসোদ করার ওপায় থাকলে জানাবেন আমার অনেক দিনের সপনো 01745336901

    1. আবু জাফর রাজু Avatar

      প্রিয় মাইনুদ্দীন, এই মূহুর্তে মেকানিক ভিসা নেই। ফেসবুক গ্রুপে জয়েন করেন জানতে পাবেন। ধন্যবাদ।

  8. মিজানুর রহমান Avatar

    ভাই,,আপনার ঠিকানা দিন। আমার অনেক দিনের সপ্ন ইউরোপ যাবো।

  9. K.m Mainul Hasan Arif Avatar
    K.m Mainul Hasan Arif

    আমি মো: মাইনুল হাসান আরিফ দীর্ঘ ২০ বছর যাবত বাংলাদেশের সনাম ধন্য টেইলারিং প্রতিষ্ঠান সমুহের প্রধান স্যুট মাস্টার হিসাবে সুনামের সাথে কাজ করছি এবং গত ৬ বছর যাবত নিজের বড় মাপের টেইলারিং ব্যাবসা পরিচালনা করে আসতেছি এমত অবস্থায় আমি কাজের ভিসায় কানাডা যেতে পারবো কিনা এবং আমার শিক্ষাগত যোগাতা ৮ম শ্রেনী অনুগ্রহ করে আমাকে জানাবেন অনুগহ করে আপনাদের ফোন নামবার দিবেন

    1. আবু জাফর রাজু Avatar

      চেস্টা করলে যেতে পারবেন।

  10. মোঃ ফারুক আহমেদ Avatar
    মোঃ ফারুক আহমেদ

    ভাই, আমি 20 বছর যাবৎ বাংলাদেশের একটি স্থানীয় এনজিওতে কাজ করে আসছি। এছাড়া বাংলাদেশে বিভিন্ন দূর্যোগে ত্রাণ ও পূণর্বাসন কাজের অভিজ্ঞতা রয়েছে। আমি কি কানাডা/ইউরোপ/অস্ট্রেলিয়া/সৌদি আরব/ অন্যান্য দেশে অফিস জবে যেতে পারবো কি না?

  11. Monzur Rahman Avatar
    Monzur Rahman

    আসসালামু আলাইকুম, ভাই আমি কানাডায় যেতে চাই। এর আগে আমি দালালের মাধ্যমে ২ বার ধরা খেয়েছি। দয়া করে আমার কাজ করে দিবেন? ফোন নাম্বার ০১৭৬৪৯৯৮৭৮২. 01764998782.

    1. সুমনা Avatar

      আসসালামু আলাইকুম কেমন আচেন ভাই আমি একজন মেয়ে আমি কি জেতে পারবো কানাডায় আপনার কাচে কোন কাজের ভিসা আচে পড়াশোনা কম class 8 পাশ দয়া করে জানাবেন

      1. আবু জাফর রাজু Avatar

        ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো?
        যদি যোগ্যতা গুলো থাকে তাহলে ছেলে মেয়ে নেই, সাবাই যেতে পারবে।

        1. MD:BELLAL HOSSAIN Avatar
          MD:BELLAL HOSSAIN

          আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কানাডা যাওয়ার ইচ্ছুক আমি কি যেতে পারবো অভিজ্ঞতা কি কি লাগবে প্লিজ একটু জানাবেন

  12. Sajol Avatar
    Sajol

    কাজের জন্য IELTS কতো পেলে যেতে পারব

  13. K H SHAKIB Avatar
    K H SHAKIB

    আমি এসএসসি পাস করেছি বিদ্যুতের কাজ জানি পাঁচ বছর কাজের অভিজ্ঞতা আছে আমি কি ভিসা পাব

  14. Jakir hossen Avatar
    Jakir hossen

    আমার বিশ্বাস Ielts দিলে আমি ৪ উঠাতে পারবো। তবে বয়সের ব্যপারে আপনারা কিছু বলেননি। এটা ক্লিয়ার করলে ভালো হতো

  15. Shekh Tuhin Avatar
    Shekh Tuhin

    I want to go in Canada.in this year….so i need to know how can i go in the country.

  16. mohammad khalilur rahman Avatar

    আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,ভাই আমি, ডি কেটাগরিতে কানাডা যেতে চাই, আমার এডুকেশন লেবেল কম আমি কি যেতে পারব। দয়াকরে একটু জানাবেন।আমি দুবাই আছি

  17. Khaled Avatar
    Khaled

    ভাই, ইংরেজি দক্ষতার পরীক্ষা IELTS বাংলাদেশে দেওয়া যায়।বাট আমি জানতে চাই কানাডার ২য় ভাষা মানে ফরাসি ভাষার দক্ষতা প্রমাণের পরীক্ষা বাংলাদেশের কোন জায়গায় দিতে হয়।

  18. MD ABDUL MANNAN Avatar
    MD ABDUL MANNAN

    আমি সৌদিতে ৭+ বছর গ্লাস ক্লাডিং এর কাজ করছি। একাজে আমি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে?

    1. আবু জাফর রাজু Avatar

      যোগাযোগ রাখেন পেলে জানানো হবে।

  19. Md Mosharraf Hossain Avatar
    Md Mosharraf Hossain

    আমি তিন মাস আগে ঢাকা মিরপুরে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, মেডিনেট মেডিকেল সেন্টারে, ৮,৩০০/- দিয়েমেডিকেল টেষ্ট করি।তিনমাস পর ফোন দিয়ে বলে, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলএমাই এর, লয়ার ফি বাবত ২২,০০০/টাকা দিতে।তারা আগে এই খরচের কথা বলেনি,বর্তমানে আমিও সঠিক সিদ্ধান্তের অপেক্ষায়

    1. আবু জাফর রাজু Avatar

      এরকম সমস্যা আগেও অনেকে বলেছে। ফাইনালী কেউ সমাধান পেয়েছে বলে আমার জানা নেই। ধন্যবাদ।

      1. MD Faruk However Avatar
        MD Faruk However

        আমি কানাডা জেতে চাই আমার কি করতে হবে আর কত টাকা খরচ করতে হবে

  20. নয়ন মোল্লা Avatar
    নয়ন মোল্লা

    ভাই আমার H S C কমপ্লিট আছে but Ielts করা নেই!
    আমি কি যেতে পারবো?

      1. MD: RAVET Avatar
        MD: RAVET

        ভাই আমি ৪ বছর সিংগাপুর থেকে আইছি।কনস্ট্সন সাইটে কাজ করছি।আমি SSC পাশ। IELTS করা নেই।আমি যেতে পারবো।এখন আমি দেশে।

      2. মোঃইমরান হাওলাদার Avatar
        মোঃইমরান হাওলাদার

        আসসালামুআলাইকুম ভাই,
        আমি HSC,পাশ,
        আমার হাসপাতালে নার্সিং এর কাজের অভিঙ্গতা আছে,তিন বছরের।আমি কি আবেদন করলে যেতে পারবো কিনা?
        আর গেলে জব পাবো কিনা।

  21. ধীমান দাশ Avatar
    ধীমান দাশ

    কানাডার ভিসার খরচ কত হতে পারে?

  22. রাজিবুল হাসান মুনীর Avatar
    রাজিবুল হাসান মুনীর

    আমি কানডা যেতে চাই, আপনাদের সাথে কি ভাবে যোগাযোগ করবো, আপনাদের ঠিকানা ও মোবাইল নাম্বার কি পাওয়া যাবে

    1. আবিদা সালহা Avatar

      আমাদের ঠিকানা নিচে দেওয়া আছে।

  23. PARTHA SHARTHI DHAR Avatar
    PARTHA SHARTHI DHAR

    আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল। বর্তমানে বি এস সি ফইনাল ইয়ারের ছাত্র। আগামী ডিসেম্বর মাসে আমার বি এস সি ইঞ্জিনিয়ারিং শেষ হবে। আমার প্রায় পনেরো বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কি কোন সুযোগ আছে। তাছাড়া আমি আগামী অক্টোবর মাসে আই ই এল টি এস (জি,টি) পরীক্ষা দেবো। দয়া করে জানাবেন। ০১৭১৪৭২৮৬৭৮

    1. আবিদা সালহা Avatar

      আপনার জন্য বিদেশে চাকরির ভালো সুযোগ আছে।

  24. Somun Avatar
    Somun

    Sir I am somun miah. I have SSC pass. I know something English language. Canada d category job possible for me. Can I go to Canada on a work visa?

    1. Md. Saimun Sohel Avatar
      Md. Saimun Sohel

      আমি এমবিএ শেষ করে ছয় বছর একটি সরকারি চাকরি করছি। কিন্তু ITEL করা না আমি যেতে পারব।

  25. GOBINDO GOLDAR Avatar
    GOBINDO GOLDAR

    কানাডা কাজের ভিসা নিয়ে যেতে এত টাকা ব্যাংকে দেখানো লাগবে কেনো,
    ব্যাংকে টাকা না থাকলে যাওয়া যাবে না,

  26. Hasan Al Noman Avatar
    Hasan Al Noman

    আমি টেক্সটাইলে বি এস সি করেছি।
    এবং ২ বছর জব করেছি গারমেন্ট ওয়াশিং এ।
    এখন যদি IELTS করি তাহলে কানাডা যেতে পারবো? এবং কি কাজ পেতে পারি ওই দেশে? জানাবেন প্লিজ

    1. MD Faruk However Avatar

      আমি কানাডা জেতে চাই আমার কি করতে হবে আর কত টাকা খরচ করতে হবে

  27. Mohammed Ali Hussain Avatar

    আমি৷ হাউজ ওয়ারিং পাইবফিলটার plumber বিসা আছে

  28. md Abdur rahim Avatar
    md Abdur rahim

    আমি এইচ এস সি পাস আমি কি কানাডায় যেতে পারবো????? দয়া করে একটু জানাবেন প্লিজ।

  29. Md. Raju Ahamed Avatar
    Md. Raju Ahamed

    আমি একজন সিনিয়র স্টাফ নার্স । 5 বছর কাজের অভিজ্ঞতা আছে । আই ইএল টিএস করা নাই । আমার জন্য যেতে হলে কি করতে হবে।

  30. Juyal Chowdhury Avatar
    Juyal Chowdhury

    Vai ami Mechanical Diploma korechi . Textile division a 23 yrs jabot kaj korchi but IELTS nai. Amar ki canada jawar sujog ase?

  31. Jubayer Ahmed Jishan Avatar
    Jubayer Ahmed Jishan

    আসসালামু আলাইকুম
    আমি একজন আর্টিস্ট ডিজাইনার এবং লিখায় এক্সপার্ট , কম্পিউটারেও অভিজ্ঞতা আছে কোনো জব থাকলে জানাবেন
    ০১৮৩০৬৩৪৮০০

  32. রিকো হাসান Avatar
    রিকো হাসান

    গার্মেন্টসের সুইং মেকানিক ভিসা কি পাওয়া যাবে ভাই বা যাওয়া যাবে

  33. Abdul Ahad Avatar
    Abdul Ahad

    আমি ডিগ্রী পাশ করেছি, আমার iltes নাই, আমি কানাডাতে কাজের ভিসাই যেতে চাই, কত টাকা লাগবে, আপনাদের এজেন্সির ঠিকানা দিবেন
    abdulahadbd0177@gmail.com

  34. মোঃ এনামুল হক Avatar
    মোঃ এনামুল হক

    কানাডায় বা অন্য কোন দেশে বয়স সীমা আছে কিনা? আমার বয়স ৪৮, আমি কানাডায় যেতে চাই, সম্ভব ভাই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *