কানাডা চাকুরী ও স্থায়ী বসবাস বাংলাদেশী ও ইন্ডিয়ানদের কাছে এক নম্বর পছন্দের তালিকায় রয়েছে। আর বর্তমানে কানাডা কাজের ভিসা সহজ করেছে কানাডার প্রধান মন্ত্রি ট্রডো। কানাডা জব ভিসা ২০২২ সালের জন্য জব অফার ও জব কার্ডসহ ওয়ার্ক পারমিট তুলনামূলক সহজ হয়েছে। তবে কানাডা যাওয়া যতাটা বলা হয় ততটা সহজ নয়। আর তা হলে তো পুরো বাংলাদেশের মানুষ কানাডায় চলে যেতে।
কেউ আর সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েতমালয়েশিয়া ইত্যাদিতে যেত না। সুতরাং নিচের লেখাগুলো ভালো ভাবে বুঝে পড়ুন ।
তার পর ভেবে দেখুন আপনি কানাডায় যাওয়ার উপযুক্ত কি না?
কানাডা কাজের ভিসা পেতে কি কি যোগ্যতা লাগে?
আগে মিলিয়ে দেখুন নিচের যোগ্যতা গুলো আপনার আছে কি না? থাকলে বেশ ভালো। আপনি আজ হোক কাল হোক কানাডায় যেতে পারবেন। আর যদি কোন একটিতে ঘাটতি থাকে তাহলে দয়া করে কানাডা ভিসা লাভের আশা ছেড়ে দিন। নিচে অন্যান্য দেশের ভিসার লিংক আছে সে গুলোতে ঘুরে দেখতে পারেন। অনেকে আছে এগুলো ভালোভাবে না পড়েই আমাদের কে কল দেয়।
তার ফলে নিজের সময় ও অর্থ নস্ট করে। আমাদেরও সময়ের অপচয় হয়। আশা করি বিদেশ যেতে ইচ্ছুক প্রিয় ভাই ও বোনেরা বুঝতে পেরেছেন।
১. কমপক্ষে HSC বা সমমানের পাস থাকতে হবে।
২. IELTS 4.0 ( আইইএলটিএস কি বুঝতে না পারলে এই লিংকে ক্লিক করুন (আইএএলটিএস কি? এবং কেন করতে হয়?)
৩. ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা। যে কোন চাকরি হলেই হবে। শুরু প্রপার ডকুমেন্ট থাকতে হবে। সংশ্লিষ্ঠ বিষয়ে হলে ভালো হয়।
৪. পর্যাপ্ত ব্যাংক সলভেন্সি। সাধারণত দশ থেকে ত্রিশ লাখ টাকা ব্যাংকে দেখাতে হয়।
কানাডার জব অফার পেতে কি কি ডকুমেন্ট লাগে?
কানাডায় জব ভিসার জন্য শুধু প্রয়োজন সঠিক ডকুমেন্ট। অর্থাৎ আপনার সকল তথ্য কানাডা গর্ভামেন্টের নির্দেশনা অনুযায়ী হতে হবে।
সঠিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে হয়ে যাবে আপনার সাকসেসফুল কাজের ভিসা তথা মাইগ্রেশন।
সাধারণত কানাডার ভিসার জন্য নিচের ডকুমেন্ট গুলো প্রয়োজন হয়,
- অনলাইন এপ্লিকেশন ফরম পুরুন।
- পাসপোর্ট এর Information Page এর স্কান কপি।
- ফটোগ্রাফ (8 কপি ব্যাকগ্রাউন্ড সাদা (Size 35″x 45″) অথবা সফট্ কপি।
- সার্টিফিকেট: সকল শিক্ষা সনদের স্কান কপি।
- অভিজ্ঞতার সনদ পত্র।
সেবারু ডটকমের সহয়াতায় আপনি জব অফার গ্রহণ থেকে শুরু করে ওয়ার্ক পারমিট ভিসা ও জব কার্ডও করতে পারবেন। সেক্ষেত্রে নিচের বিজ্ঞপ্তিটি ফলো করুন।
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখুন!!!
যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং/ফ্রি ল্যান্সিং করে প্রতি মাসে নিশ্চিত আয় করতে চান তাদের জন্যই মূলত এ কোর্সটি।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
ফেসবুক গ্রুপ:
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে নানা প্রশ্নের সামাধান পেতে মেম্বার হতে পারেন “ডিজিটাল মার্কেটিং হেল্পলাইন” ফেসবুক গ্রুপটিতে।
গ্রুপ লিংক https://www.facebook.com/groups/digitalhelp
কানাডা জব ভিসার ব্যাপারে আমরা কি সেবা দেই?
আমরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ও Migration Specialist এর সহযোগীতা ও পরামর্শ নেওয়ার সেতু বন্ধন হিসেবে কাজ করে আসছি।
যারা বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে কানাডার কাজের ভিসা লাভের আগ্রহী তাদের বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে ট্রেনিংসহ নিম্নক্ত সেবা দিয়ে আসছে সেবারু।
- ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং ।
- সঠিকভাবে ভিসা প্রসেসিং ।
- প্রি-ডিপার্চার ট্রেনিং।
- অভিজ্ঞ কাউন্সেলরের জব ভিসা প্রসেস করা হয়।
- আমাদের কোন প্রকার হিডেন চার্জ নেই।
- দ্রুত সময়ে অফার লেটার প্রদান ।
- ছাত্রদের জন্য পার্টম চাকরির ব্যবস্থা করা।
আরও পড়ুন: বর্তমানে যে সকল দেশের জব ভিসা পাওয়া যাচ্ছে…
বিদেশে হোটেল জব ভিসার প্রচুর চাহিদা!
বিদেশে রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।এ পেশার লোককে শেফ বলা হয়।
মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
এ পেশায় জব ভিসা নিতে চাইলে আগে পুষ্টিকর ভালো ভালো রান্নার রেসিপি জানতে হবে।
বিদেশে ফাইভস্টার হোটেল, রেস্টুরেন্ট, বার, কফিশপ, ইত্যাদিতে চাকরির জন্য বা ট্রেনিং এর জন্য আমাদের ইউটিউব ও ফেসকুকের সাথেই থাকুন।
শেষ কথা
আর হাঁ, উপরের আলোচনার আলোকে আপনি যদি মনে করেন আপনার এই ধরনের কানাডা কাজের ভিসা নিয়ে যাওয়ার যোগ্যতা নেই তবে বিজনেস ভিসায় যেতে পারেন। তবে এখানে শুধু টাকাটা বেশি লাগবে। তাহলে আপনার টাকায় কানাডার অর্থনীতি সম্মৃদ্ধ হবে। সুতরাং আর দেরি নয় এই বিনিয়োগের মাধ্যমে একজন সম্মানীয় ব্যবসায়ী হিসেবে আপনার পরিবারসহ কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ নিন এখনই। আপনার কানাডায় স্থায়ী বসবাসের এই ধরনের ভিসার নাম Business Migration Program ( বিজনেস মাইগ্রেশন প্রোগ্রাম)। এ বিষয়ে বিস্তারিত আরও পড়ুন- কানাডায় বিজনেস ভিসা লাভের সহজ উপায়… ও কানাডা ইমিগ্রেশন রুরাল নর্দান প্রগ্রাম…
I want to go outside of the country specially canada
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,ভাই আমি, ডি কেটাগরিতে কানাডা যেতে চাই, আমার এডুকেশন লেবেল কম আমি কি যেতে পারব। দয়াকরে একটু জানাবেন।
আপনারা কিভাবে বাহিরে লোক নিয়ে থাকেন? টাকা পেমেন্ট করে না কি কাজ করে টাকা পেমেন্ট করতে পারে এমন সুবিধা দিয়ে?
ভাই এক জন ড্রাইভার হেভী লাইসেন্স আছে শিক্ষাগত জগতা অষ্টম শেণি আমি কি যাইতে পারমু
প্রিয় ইলিয়াস মিয়া, যেতে পারবেন।
আমার ielts করা নাই,এইসএসসি পাশ করেছি,আমি কি যেতে পারবো?
না
আমি সরকারি চাকুরী করি।আমার পাসপোর্ট ও অফিসিয়াল।আমি মাস্টার্স কমপ্লিট করা আছে।এখন আমি কোন ক্যাটাগরিতে এবং কিভাবে যেতে পারি একটু জানালে খুশি হতাম মহোদয়।
**আমার ILTS করা নেই।
** সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা আছে।
Ami Canada krisi visay jete chai
ভাই আমাকে বাংলাদেশী একটা এজেন্সি কানাডিয়ান ওয়ার্ক পারমিট লেটার দিছে এখন কিছু টাকা চাচ্ছে কিন্তু আমি চাচ্ছি আগে এটাকে চেক করিয়ে নিতে দয়া করে আমাকে একটু হেল্প করুন
আপনারা কি ফ্যামিলি ভিসার জন্য কাজ করেন।করলে কি কি কাগজ লাগবে।আর কত জনের জন্য কত টাকা লাগবে। এবং পারলে কত বছরের জন্য পারবেন দয়া করে জানালে উপকৃত হব।আর আপনাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার টা দিলে ভাল হয়।
আমি কানাডা যেতে চাই কাজ করে টাকা পরিসদ করবো কেউ নিতে পারবেন
I want go outside from Bangladesh work
Can any body go without IELTS to Canada
না ভাই।
আমি কার ওয়ারকসপ এ যেতে চাই আমার কাজের বিশ এক কাজে আছি
বুঝি নাই ভাই।
১ বছরের অভিজ্ঞতা বলতে কি বোঝানো হয়েছে? বিদেশে চাকরীর অভিজ্ঞতা নাকি দেশে চাকরির অভিজ্ঞতা?
দেশে চাকরির অভিজ্ঞতা বোঝানো হয়েছে রজোত সুবরা মণ্ডল ভাই।
এস এস সি পাশ হলে কি কাজের ভিসা প্রসেসিং হবে?
প্রিয় মিসবা, এসএসসি পাশ করে অনেক দেশেই জব ভিসা নিয়ে যাওয়া যায়। তবে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। তাই টেকনিকেল কাজের দক্ষতা অর্জন করুন।
ভাই আমাকে অফার লেটার দিয়েছে কিন্তু আমার কোন ielts নাই আমি ssc পাশ কাজের অভিঙ্গতা নাই। আমার ভিসা হবে
কিসের অফার লেটার? কারা দিয়েছে তা না জানলে বলাতো যায় না ভাই। ধন্যবাদ।
রাজু ভাই
ড্রাইভার ভিসা কি হয়
আমি গত আট বছর জাবত গারমেনস এর মাকানিক হিসাবে কাজ করিতেছি আমীকি কোনও দেশে জেতে পারবো আর পারলেও কাজ করে টাকা পরিসোদ করার ওপায় থাকলে জানাবেন আমার অনেক দিনের সপনো 01745336901
প্রিয় মাইনুদ্দীন, এই মূহুর্তে মেকানিক ভিসা নেই। ফেসবুক গ্রুপে জয়েন করেন জানতে পাবেন। ধন্যবাদ।
ভাই,,আপনার ঠিকানা দিন। আমার অনেক দিনের সপ্ন ইউরোপ যাবো।
আমি মো: মাইনুল হাসান আরিফ দীর্ঘ ২০ বছর যাবত বাংলাদেশের সনাম ধন্য টেইলারিং প্রতিষ্ঠান সমুহের প্রধান স্যুট মাস্টার হিসাবে সুনামের সাথে কাজ করছি এবং গত ৬ বছর যাবত নিজের বড় মাপের টেইলারিং ব্যাবসা পরিচালনা করে আসতেছি এমত অবস্থায় আমি কাজের ভিসায় কানাডা যেতে পারবো কিনা এবং আমার শিক্ষাগত যোগাতা ৮ম শ্রেনী অনুগ্রহ করে আমাকে জানাবেন অনুগহ করে আপনাদের ফোন নামবার দিবেন
চেস্টা করলে যেতে পারবেন।
ভাই, আমি 20 বছর যাবৎ বাংলাদেশের একটি স্থানীয় এনজিওতে কাজ করে আসছি। এছাড়া বাংলাদেশে বিভিন্ন দূর্যোগে ত্রাণ ও পূণর্বাসন কাজের অভিজ্ঞতা রয়েছে। আমি কি কানাডা/ইউরোপ/অস্ট্রেলিয়া/সৌদি আরব/ অন্যান্য দেশে অফিস জবে যেতে পারবো কি না?
আসসালামু আলাইকুম, ভাই আমি কানাডায় যেতে চাই। এর আগে আমি দালালের মাধ্যমে ২ বার ধরা খেয়েছি। দয়া করে আমার কাজ করে দিবেন? ফোন নাম্বার ০১৭৬৪৯৯৮৭৮২. 01764998782.
আসসালামু আলাইকুম কেমন আচেন ভাই আমি একজন মেয়ে আমি কি জেতে পারবো কানাডায় আপনার কাচে কোন কাজের ভিসা আচে পড়াশোনা কম class 8 পাশ দয়া করে জানাবেন
ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো?
যদি যোগ্যতা গুলো থাকে তাহলে ছেলে মেয়ে নেই, সাবাই যেতে পারবে।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কানাডা যাওয়ার ইচ্ছুক আমি কি যেতে পারবো অভিজ্ঞতা কি কি লাগবে প্লিজ একটু জানাবেন
কাজের জন্য IELTS কতো পেলে যেতে পারব
আমি এসএসসি পাস করেছি বিদ্যুতের কাজ জানি পাঁচ বছর কাজের অভিজ্ঞতা আছে আমি কি ভিসা পাব
আমার বিশ্বাস Ielts দিলে আমি ৪ উঠাতে পারবো। তবে বয়সের ব্যপারে আপনারা কিছু বলেননি। এটা ক্লিয়ার করলে ভালো হতো
I want to go in Canada.in this year….so i need to know how can i go in the country.
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,ভাই আমি, ডি কেটাগরিতে কানাডা যেতে চাই, আমার এডুকেশন লেবেল কম আমি কি যেতে পারব। দয়াকরে একটু জানাবেন।আমি দুবাই আছি
yes you can.
ভাই, ইংরেজি দক্ষতার পরীক্ষা IELTS বাংলাদেশে দেওয়া যায়।বাট আমি জানতে চাই কানাডার ২য় ভাষা মানে ফরাসি ভাষার দক্ষতা প্রমাণের পরীক্ষা বাংলাদেশের কোন জায়গায় দিতে হয়।
আমি সৌদিতে ৭+ বছর গ্লাস ক্লাডিং এর কাজ করছি। একাজে আমি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে?
যোগাযোগ রাখেন পেলে জানানো হবে।
আমি তিন মাস আগে ঢাকা মিরপুরে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, মেডিনেট মেডিকেল সেন্টারে, ৮,৩০০/- দিয়েমেডিকেল টেষ্ট করি।তিনমাস পর ফোন দিয়ে বলে, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলএমাই এর, লয়ার ফি বাবত ২২,০০০/টাকা দিতে।তারা আগে এই খরচের কথা বলেনি,বর্তমানে আমিও সঠিক সিদ্ধান্তের অপেক্ষায়
এরকম সমস্যা আগেও অনেকে বলেছে। ফাইনালী কেউ সমাধান পেয়েছে বলে আমার জানা নেই। ধন্যবাদ।
আমি কানাডা জেতে চাই আমার কি করতে হবে আর কত টাকা খরচ করতে হবে
ভাই আমার H S C কমপ্লিট আছে but Ielts করা নেই!
আমি কি যেতে পারবো?
na
ভাই আমি ৪ বছর সিংগাপুর থেকে আইছি।কনস্ট্সন সাইটে কাজ করছি।আমি SSC পাশ। IELTS করা নেই।আমি যেতে পারবো।এখন আমি দেশে।
না ভাই।
কানাডার ভিসার খরচ কত হতে পারে?
আমি কানডা যেতে চাই, আপনাদের সাথে কি ভাবে যোগাযোগ করবো, আপনাদের ঠিকানা ও মোবাইল নাম্বার কি পাওয়া যাবে
আমাদের ঠিকানা নিচে দেওয়া আছে।
আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল। বর্তমানে বি এস সি ফইনাল ইয়ারের ছাত্র। আগামী ডিসেম্বর মাসে আমার বি এস সি ইঞ্জিনিয়ারিং শেষ হবে। আমার প্রায় পনেরো বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কি কোন সুযোগ আছে। তাছাড়া আমি আগামী অক্টোবর মাসে আই ই এল টি এস (জি,টি) পরীক্ষা দেবো। দয়া করে জানাবেন। ০১৭১৪৭২৮৬৭৮
আপনার জন্য বিদেশে চাকরির ভালো সুযোগ আছে।
Sir I am somun miah. I have SSC pass. I know something English language. Canada d category job possible for me. Can I go to Canada on a work visa?
আমি এমবিএ শেষ করে ছয় বছর একটি সরকারি চাকরি করছি। কিন্তু ITEL করা না আমি যেতে পারব।
কানাডা কাজের ভিসা নিয়ে যেতে এত টাকা ব্যাংকে দেখানো লাগবে কেনো,
ব্যাংকে টাকা না থাকলে যাওয়া যাবে না,
আমি টেক্সটাইলে বি এস সি করেছি।
এবং ২ বছর জব করেছি গারমেন্ট ওয়াশিং এ।
এখন যদি IELTS করি তাহলে কানাডা যেতে পারবো? এবং কি কাজ পেতে পারি ওই দেশে? জানাবেন প্লিজ
আমি কানাডা জেতে চাই আমার কি করতে হবে আর কত টাকা খরচ করতে হবে
আমি৷ হাউজ ওয়ারিং পাইবফিলটার plumber বিসা আছে
আমি এইচ এস সি পাস আমি কি কানাডায় যেতে পারবো????? দয়া করে একটু জানাবেন প্লিজ।
আমি একজন সিনিয়র স্টাফ নার্স । 5 বছর কাজের অভিজ্ঞতা আছে । আই ইএল টিএস করা নাই । আমার জন্য যেতে হলে কি করতে হবে।
Vai ami Mechanical Diploma korechi . Textile division a 23 yrs jabot kaj korchi but IELTS nai. Amar ki canada jawar sujog ase?
আসসালামু আলাইকুম
আমি একজন আর্টিস্ট ডিজাইনার এবং লিখায় এক্সপার্ট , কম্পিউটারেও অভিজ্ঞতা আছে কোনো জব থাকলে জানাবেন
০১৮৩০৬৩৪৮০০