কানাডা কাজের ভিসা

কানাডা কাজের ভিসা লাভের সঠিক উপায় জানেন কি?

কানাডা চাকুরী ও স্থায়ী বসবাস বাংলাদেশী ও ইন্ডিয়ানদের কাছে এক নম্বর পছন্দের তালিকায় রয়েছে। আর বর্তমানে কানাডা কাজের ভিসা সহজ করেছে
কানাডার প্রধান মন্ত্রি ট্রডো। ২০২৩ সালের জন্য জব কানাডা জব ভিসা ও ওয়ার্ক পারমিট তুলনামূলক সহজ হয়েছে।
তবে কানাডা যাওয়া যতাটা বলা হয় ততটা সহজ নয়। আর তা হলে তো পুরো বাংলাদেশের মানুষ কানাডায় চলে যেতে তাই না?
কেউ আর সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েতমালয়েশিয়া ইত্যাদিতে যেত না। বাংলাদেশ ও ইন্ডিয়ায় প্রচুর দালাল প্রতারকচক্র আছে যারা
কানাডায় নিশ্চিত ভিসার কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে।সুতরাং এদের থেকে সাবধান! আপনাকে আপনার জন্য কি কি ডকুমেন্ট জরুরী তা জানতে হবে।
সেই অনুযায়ী আপনি যোগ্য হলে অবশ্যই কানাডা কাজের ভিসা নিয়ে যাওয়া আপনার জন্য সহজ। আর এ জন্য আপনাকে সঠিক তথ্য জানতে হবে।
আর তাই নিচের লেখাগুলো ভালো ভাবে বুঝে পড়ুন । আরও আপডেট তথ্য জানতে আপনার পরিচিত অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নিন।

কানাডা কাজের ভিসা পেতে কি কি যোগ্যতা লাগে?

আগে মিলিয়ে দেখুন নিচের যোগ্যতা গুলো আপনার আছে কি না? থাকলে বেশ ভালো। আপনি আজ হোক কাল হোক কানাডায় যেতে পারবেন। আর যদি কোন একটিতে ঘাটতি থাকে তাহলে দয়া করে কানাডা ভিসা লাভের আশা ছেড়ে দিন। নিচে অন্যান্য দেশের ভিসার লিংক আছে সে গুলোতে ঘুরে দেখতে পারেন। অনেকে আছে এগুলো ভালোভাবে না পড়েই আমাদের কে কল দেয়।
তার ফলে নিজের সময় ও অর্থ নস্ট করে। আমাদেরও সময়ের অপচয় হয়। আশা করি বিদেশ যেতে ইচ্ছুক প্রিয় ভাই ও বোনেরা বুঝতে পেরেছেন।

১. কমপক্ষে HSC বা সমমানের পাস থাকতে হবে।
২. IELTS 4.0 ( আইইএলটিএস কি বুঝতে না পারলে এই লিংকে ক্লিক করুন (আইএএলটিএস কি? এবং কেন করতে হয়?)
৩. ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা। যে কোন চাকরি হলেই হবে। শুরু প্রপার ডকুমেন্ট থাকতে হবে। সংশ্লিষ্ঠ বিষয়ে হলে ভালো হয়।
৪. পর্যাপ্ত ব্যাংক সলভেন্সি। সাধারণত দশ থেকে ত্রিশ লাখ টাকা ব্যাংকে দেখাতে হয়।

কানাডার জব অফার পেতে কি কি ডকুমেন্ট লাগে?

কানাডায় জব ভিসার জন্য শুধু প্রয়োজন সঠিক ডকুমেন্ট। অর্থাৎ আপনার সকল তথ্য কানাডা গর্ভামেন্টের নির্দেশনা অনুযায়ী হতে হবে।
সঠিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে হয়ে যাবে আপনার সাকসেসফুল কাজের ভিসা তথা মাইগ্রেশন।
সাধারণত কানাডার ভিসার জন্য নিচের ডকুমেন্ট গুলো প্রয়োজন হয়,

  • অনলাইন এপ্লিকেশন ফরম পুরুন।
  • পাসপোর্ট এর Information Page এর স্কান কপি।
  • ফটোগ্রাফ (8 কপি ব্যাকগ্রাউন্ড সাদা (Size 35″x 45″) অথবা সফট্ কপি।
  • সার্টিফিকেট: সকল শিক্ষা সনদের স্কান কপি।
  • অভিজ্ঞতার সনদ পত্র।

সেবারু ডটকমের সহয়াতায় আপনি জব অফার গ্রহণ থেকে শুরু করে ওয়ার্ক পারমিট ভিসা ও জব কার্ডও করতে পারবেন। সেক্ষেত্রে নিচের বিজ্ঞপ্তিটি ফলো করুন।

কানাডা জব ভিসার ব্যাপারে আমরা কি সেবা দেই?

আমরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ও Migration Specialist এর সহযোগীতা ও পরামর্শ নেওয়ার সেতু বন্ধন হিসেবে কাজ করে আসছি।
যারা বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে কানাডার কাজের ভিসা লাভের আগ্রহী তাদের বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে ট্রেনিংসহ নিম্নক্ত সেবা দিয়ে আসছে সেবারু।

  • ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং ।
  • সঠিকভাবে ভিসা প্রসেসিং ।
  • প্রি-ডিপার্চার ট্রেনিং।
  • অভিজ্ঞ কাউন্সেলরের জব ভিসা প্রসেস করা হয়।
  • আমাদের কোন প্রকার হিডেন চার্জ নেই।
  • দ্রুত সময়ে অফার লেটার প্রদান ।
  • ছাত্রদের জন্য পার্টম চাকরির ব্যবস্থা করা।

আরও পড়ুন: বর্তমানে যে সকল দেশের জব ভিসা পাওয়া যাচ্ছে…

হোটেল জব ভিসার প্রচুর চাহিদা!

কানাডায় রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।
এ পেশার লোককে শেফ বলা হয়। মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল
শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
বিস্তারিত জানতে দেখুন ফুড লিংক বিডি ডট কম

আরও খুজুন

নিচের টপিক গুলো কপি করে গুগলে সার্চ করতে পারেন,

truck driver jobs,high demand jobs canada,canada immigration,moon raj chowdhury,how to apply for canada job visa,temporary foreign worker program canada,canada immigration 2023,canada work permit 2023 bangladesh,canada visa,canada job visa for bangladeshi 2023,canada work permit 2023,canada work permit visa 2023 bangladesh

কানাডা কাজের ভিসার সর্বশেষ বার্তা

আর হাঁ, উপরের আলোচনার আলোকে আপনি যদি মনে করেন আপনার এই ধরনের কানাডা কাজের ভিসা নিয়ে যাওয়ার যোগ্যতা নেই তবে বিজনেস ভিসায় যেতে পারেন।
তবে এখানে শুধু টাকাটা বেশি লাগবে। তাহলে আপনার টাকায় কানাডার অর্থনীতি সম্মৃদ্ধ হবে। সুতরাং আর দেরি নয় এই বিনিয়োগের মাধ্যমে
একজন সম্মানীয় ব্যবসায়ী হিসেবে আপনার পরিবারসহ কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ নিন এখনই। আপনার কানাডায় স্থায়ী বসবাসের এই ধরনের ভিসার নাম
Business Migration Program ( বিজনেস মাইগ্রেশন প্রোগ্রাম)। এ বিষয়ে বিস্তারিত আরও পড়ুন- কানাডায় বিজনেস ভিসা লাভের সহজ উপায়…কানাডা ইমিগ্রেশন রুরাল নর্দান প্রগ্রাম…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *