Shebaru

গুগল এডসেন্স পাওয়ার ১০ টি নির্ভুল উপায় ২০২৪

গুগল এডসেন্স পাওয়ার উপায়

গুগল এডসেন্স পাওয়ার ১০ টি নির্ভুল উপায় ২০২৪

গুগল অ্যাডসেন্স থেকে আয় সম্পর্কে যারা প্রাথমিক ধারণা রাখেন বা গুগল এডসেন্স একাউন্ট থেকে আয় বিষয়ক এই লেখাটি মূলত তাদের জন্য।
এই লেখাটি পড়লে আশা করি এ বিষয়ে আর অন্য লেখা বা ভিডিও দেখার দরকার হবে না। এ লেখাটিতে মুলথ গুগল অ্যাডসেন্স পাওয়ার ১০ টি সহজ
উপায় বলে দেওয়া হয়েছে। যা গুগল এর নিজস্ব ওয়েবসাইট ও আমার নিজের সাইটে এডসেন্স এপ্রুভ করার অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে।
একটি কথা বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র হল, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। AdSense লাভের যুদ্ধটা তখনই সহজ হবে যখন আপনি
কঠিন পরিশ্রম করে আপনার ওয়েব সাইটটা রেডি করবেন। তাহলে আসুন জেনে নেই গুগল এডসেন্স পাওয়ার ১০ টি নির্ভুল উপায়

গুগল এডসেন্স পাওয়ার জন্য এই ১০ টি উপায় মেনে চলুন

আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে আর্টিকেল বা লেখা। এর পরই আসে ছবি বা ভিডিও।
এর পর আসে এসইও বা সাইটের আভ্যান্তরিন সেটাপ। এখন চলুন জেনে নেই লেখা, ছবি ও এসইও এর জন্য নিদিষ্টভাবে কি কি দরকার,

১. কপিরাইট কন্টেন্ট বর্জন করুন। Google এর বিজ্ঞাপন ব্যবহার হয় এমন ওয়েবসাইটের কন্টেন্ট বর্জন করা সবচেয়ে জরুরী।

২. Google AdSense এপ্রূভ হওয়ার জন্য Google প্রকাশকদের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করেছে তা মেনে চলতে হবে। ড্রাগ সংক্রান্ত, রাইফেল বা বিস্ফরক বিষয়ক, এডাল্ট ওয়েব সাইটে, হ্যাক সংক্রান্ত ব্লগ বা ওয়েবসাইট, অসাধু আচরণ, বিভ্রান্তিকর কন্টেন্ট, ক্ষতিকারক সফ্টওয়্যার, যৌনতাপূর্ণ কন্টেন্ট, মেল অর্ডার ব্রাইড,বাচ্চাদের শোষণমূলক কন্টেন্ট ওয়েব সাইট ইত্যাদি।

৩. মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ওয়েব সাইট হতে হবে।

৪. Google প্রকাশকের ক্ষেত্রে যে বিজ্ঞাপন প্রকাশক নীতি মালা প্রণয়ন করেছে তা মেনে চলুন। অর্থাৎ- বেআইনি কন্টেন্ট, মেধাসম্পত্তির অপব্যবহার, নকল প্রডাক্ট বিক্রি থেকে দূবে থাকুন।

৫. বিপন্ন প্রজাতি সংক্রান্ত প্রচারণা। যেমন, বাঘ, হাঙ্গরের পাখনা, হাতির দাঁত, বাঘের চামড়া ইত্যাদি বিক্রি করা বা এ সংক্রান্ত প্রচারণা।

৬. About us, Contact us, Privecy policy, terms and condition পেজ গুলি অবশ্যই এ্যাড করতে হবে।

৭. বানান ভুলের সংখ্যা যত কম হবে আপনার গুগল অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে।

৮. কন্টেন্ট বা প্রবন্ধ কমপক্ষে ২০-২৫ টি লিখুন। মিনিমাম ১০০০ ওর্য়াড এর মধ্যে লিখুন।

৯. কন্টেন্ট পোস্ট করার ক্ষেত্রে রেগুলারিটি মেনে চলুন। আজ একটা লিখলেন আবার ১০ দিন পর একসাথে ৫ টা কন্টেন্ট দিলেন এমন হলে চলবে না।

১০. ওয়েবসাইটে কিছু সংখ্যক হলেও ভিজিটর থাকতে হবে । প্রতিদিন কমপক্ষে ৩০ জন হলেও চলে।

জেনে নিন, গুগল এডসেন্স একাউন্ট কি? কিভাবে আবেদন করবেন?

লেখা কেমন হবে?

গুগল থিন বা হালকা কন্টেন্ট এডসেন্সর জন্য গ্রহণ করে না। তাই গুগলের কন্টেন্ট পলিসি জানতে হবে।

ছবি কেমন হবে?

ইমেজের ক্ষেত্রে মনে রাখতে হবে যাতে করে ব্যবহার কারীরা ভালো ভাবে আপনার ইমেজ দেখেই বুঝতে পারে। এ ক্ষেত্রে নিচের টিপস গুলো মেনে চলুন,
এই টিপস গুলো মূলত গুগলের নিজস্ব পরামর্শ। যা নিচে তুলে ধরছি।
অল্টার টেক্স ব্যবহার করুন, মূল কথা ইমেজের ভিতর না লেখাই ভালো। ছবির ইউআরএল অর্থবোধক হতে হবে। ছবিটি একটি যৌক্তিক নামে সেভ করুন।
ইমেজের ক্যাপশন লিখুন।

ভিডিও কেমন হওয়া উচিৎ?

গুগলের ভিডিও গাইড লাইন অনুযায়ী হতে হবে যাতে করে থার্ড পার্টি ওয়েবসাইট ও আপনার নিজস্বওয়েবসাইট উভয়টিতে ভিডিওটি র‌্যাংক করে।

এডসেন্স এপ্রুভ না হলে কি করবেন?

অনেক সময় এডসেন্স আ্যাপ্লাই করার পর গুগল কতৃপক্ষ নিচের মত রিপ্লাই দেয়। সে ক্ষেত্রে উপরের নিয়ম মেনে আবার আ্যাপ্লাই করুন।

\"\"
এডসেন্স রিজেক্ট হলে যা দেখায়: ১

গুগল এডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে আরও পড়ুন

এছাড়াও গুগলের নিজস্ব ওয়েবসাইট থেকে একেবারে বাংলায় এ্যাডসেন্স তথ্য  যা আপডেটেড সবসময়ের জন্য। প্রতিনিয়ত Google AdSense এর
নতুন খবর পেতে গুগলের ওয়েবসাইট ভিজিট করুন। গুগলের সকল AdSense এ্যাপ্রূভ পরবর্তী নীতি যা AdSense এ্যাপ্রূভ হওয়ার পরও
মেনে চলতে হবে সে সম্পর্কে অন্য একটি আলোচনা করব ইনশাআল্লাহ।

এডসেন্স সম্পর্কে টুকিটাকি বিষয় গুলো নিয়মিত জানুন

নিচের বিষয়গুলো দিয়ে গুগলে বা ইউটিবে বা ফেসবুকে সার্চ দিতে পারেন। যাতে করে গুগল এডসেন্স পাওয়ার উপায় সম্পর্কে আপডেট থাকতে পারেন।
গুগল এডসেন্স পাওয়ার উপায়, গুগল এডসেন্স একাউন্ট তৈরি, Bangla Google Adsense tutorial, google Adsense, Adsense Bangla tutorial,
AdSense approval, learn google Adsense, create Adsense account, Adsense monetization, what is AdSense on youtube,
what is AdSense google, google AdSense Bangla tutorial, google Adsense payment method, what is Google Adsense,
website adsenseAdSense Approval, WordPress Adsense, AdSense Approval Bangla, get approval Adsense website
Approve Google Adsense Account Bangla Adsense tutorials, how to approve a Google AdSense account,
গুগল এডসেন্স পাওয়ার সহজ উপায়, how to approve Adsense for the website blog.

https://www.youtube.com/watch?v=V6cyyTaTEQM
Google adsense tutorial in Bangla

সবশেষ কথা হল,গুগল এডসেন্স এর ব্যাপারে সকলধরনের বিজনেজ সাপোর্ট পেতে অথবা গুগল এডসেন্স রেডি ওয়েব সাইট এর জন্য ফেসবুক গ্রুপ গুলোতে
সেল পোস্ট লক্ষ্য করতে পারেন। যদিও নিজে নিজেই এ্যপ্রুভ করানো ভালো।

কোন পরামর্শ বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন বা খুব প্রয়োজনে মোবাইল করতে পারেন।
লেখক: আবু জাফর রাজু, ডিজিটাল মার্কেটার ও অনলাইন ট্রেইনার
মোবাইল: +8801790550000 (হোয়াটসঅ্যাপ)
বি:দ্র: লেখাটি কপি না করার জন্য অনুরোধ করছি, তবে পোস্টের লিংক দিলে বৈধ হবে।
সর্বশেষ আপডেট: ৩ মার্চ ২০২৪।

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top