থানায় জিডি করুন মোবাইল হারিয়ে গেলে

জিডি লেখার নিয়ম ও নমুনা কপি যা থানায় যাওয়ার আগেই রেডি করে নিয়ে যেতে পারবেন। প্রয়োজনে এমএস ওয়ার্ড এ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

তারিখ: ০৯-০৯-২০২১
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
কোতোয়ালী থানা, রংপুর সদর, রংপুর।
বিষয়ঃ সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন।

জনাব,
আমি নিম্ন স্বাক্ষরকারী নামঃ মোঃ আবু জাফর, বয়স ৩৯ বছর, পিতাঃ মোঃ আব্দুল মতিন।
ঠিকানাঃ নগর মীরগঞ্জ, ওয়ার্ড ৩২, রংপুর সিটি কর্পোরেশন।এই মর্মে জানাচ্ছি যে গত ০৮-০৯-২০২১ তারিখ আনুমানিক দুপুর দুপুর মিনিটে টুঙ্গি ইসতেমা ময়দানের পাশ থেকে আমার নিম্নবর্ণিত মোবাইল ফোনটি হারিয়ে গেছে।রবর্ণনা : কালো কালারের স্যমসাং মোবাইল ফোন।মডেলঃ- স্যমসাং জে৭।
আইএমইআই নম্বরঃ- ৮২৫১৭১৯০**২৮৯৭৯আুর

অতএব, বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।

বিনীত
নাম:মোঃ মনিরুজ্জামান
ঠিকানা:আরিচপুর,টুঙ্গি,গাজীপুর।
মোবাইল নম্বর:০১৮৪০১৫০৯ ইমেইলঃ- moni**sheikh@gmail.com

লেখাটিতে উপকার পেয়েছেন? আবার পড়তে চান? তাহলে শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *