Shebaru

টিন সার্টিফিকেট: ডাউনলোড, তৈরি, সংশোধন, যাচাই ও বাতিল করার নিয়ম

টিন সার্টিফিকেট

টিন সার্টিফিকেট: ডাউনলোড, তৈরি, সংশোধন, যাচাই ও বাতিল করার নিয়ম

টিন সার্টিফিকেট সহ ট্যাক্স বিষয়ক সকল সেবার জন্য সেরারু ডট কমে রয়েছে একদল বাংলাদেশের সেরা নবীন ও প্রবীন ইনকাম ট্যাক্স প্রাক্টিশনার। যাদের মাধ্যমে আপনি নিরাপদে সকল ব্যাক্তিগত ও ব্যবসায়িক ট্যাক্স রিটার্ন সার্ভিস গ্রহণ করতে পারেন। হোকনা কেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বড় কিংবা ছোট তাতে কেন সমস্যা নেই। আয়করের পাশা পাশি আপনার প্রতিষ্ঠানের একাউন্টস্ ও অডিট করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। আর এর জন্য রয়েছে আমাদের নিজস্ব অডিট ফার্ম, শহিদুল্লাহ্ এ্যান্ড এ্যাসোসিয়েট। যার মাধ্যমে আপনি Income Tax, VAT, Audit & Accounts এর সকল সমাধান একটি জায়গা থেকে পেতে পারেন। আবার সেটি যদি হয় অনলাইনে, তাহল এই করোনার সময় নিশ্চই আপনার জন্য বেটার! সুতরাং আর দেরী না করে আজই যোগাগো করুন টিন সার্টিফিকেট হেল্পলাইন এ।

টিন সার্টিফিকেট কি?

টিন সার্টিফিকেট ইংরেজি শব্দ। এর বাংলা হল আয়কর সনদ। ব্যবসার লাইসেন্স, জমি কেনা বেচাসহ প্রায় সকল সরকারী কাজ করতে গেলেই এখন আয়কর সনদ প্রয়োজন হয়। এক কথায় সরকারী গুরুত্বপূর্ণ কাজের জন্য আবশ্যক কর অফিসের সনদই হচ্ছে টিন সার্টিফিকেট বা ই-টিন। এনবিআর এর ওয়েব সাইটে টিন সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে এভাবে,

\"This

আমাদের ট্যাক্স সেবাসমূহ:

  • ইনকাম ট্যাক্স সংক্রান্ত সকল পরামর্শ।
  • ই-টিন সার্টিফিকেটের ব্যবস্থা করা।
  • হারিয়ে যাওয়া ই-টিন পুনরুদ্ধার সেবা।
  • আয়কর রিটার্ণ ফরম পূরন।
  • আয়কর রিটার্ন পূরণ বিষয়ক অনলাইন ট্রেনিং চলমান।
  • ট্যাক্স এ্যাসেসমেন্ট করা।
  • ব্যাক্তি ও কম্পানী কর দাতার কর পরিকল্পনা করা।

ফেসবুক গ্রুপ:
আয়কর রিটার্ন ও টিন সার্টিফিকেট সম্পর্কে আপনাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় করতে চালু করেছি “ইনকাম ট্যাক্স হেল্পলাইন” ফেসবুক গ্রুপ।
এই গ্রুপে থাকছে নতুন নতুন আয়কর রিটার্ন আপডেট। সেই সাথে আপনিও এ গ্রুপে যে কোন ধরনের মতামত ও প্রশ্ন করতে পারবেন।
গ্রুপ লিংক www.facebook.com/groups/incometaxhelpline

কোথায় পাবেন আয়কর রিটার্ন ফরম পিডিএফ ডাউনলোড লিকং

বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ববোর্ড এর ওয়েবসাইট থেকে আয়কর রিটার্ন ফরম ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও সরকারের
বাংলাদেশ ফরম ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে আয়কর রিটার্ন ফরম। সেই সাথে sfdf.portal.gov.bd থেকেও পাওয়া যাবে আপনার
কাঙ্খিত আয়কর রিটার্ন ফরম এর ডাউনলোড লিংক

কিভাবে পাবেন টিন সার্টিফিকেট পুরুন সেবা?

অনলাইনে ঘরে বসে অথাবা অফিসে এসে যাবতীয় ট্যক্স সেবা পেতে পারেন। আয়কর রিটার্ন ও টিন সার্টিফিকেট সংক্রান্ত সঠিক ও সহজ সমাধান পেতে চাইলে নিঃসন্দেহে শহীদুল্লাহ আনসারী এ্যাসোসিয়েট এর সহযোগিতা নিতে পারেন।

আয়কর রিটার্ন ফরম খরচ কত?

শহীদুল্লাহ আনসারী এ্যাসোসিয়েট (সিএ ফার্ম) এর খরচও তুলনামূলক কম। ধরুন একজন শিক্ষক বা ব্যাংকার যার কোন লোন নেই তার আয়কর জমার যাবতীয় কাজ করতে ১০০০ (এক হাজার) টাকা নিয়ে থাকে। তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ৫০০০ হাজার টাকা থেকে খরচ শুরু হয়।

উপরের আলোচনা থেকে আয়কর বিষয়ক যদি কোন উপকার পেয়ে থাকেন তাহলে নিজেকে ধন্য মনে করব। আর ‍যদি কোন প্রকার প্রশ্ন থাকে তাহলে নিচের
কমেন্ট বক্সে লিখুন। আমরা গুরুত্বের সাথে আপনার উত্তর দেওয়ার চেস্টা করবো। সবশেষে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।

আয়কর রিটার্ন কেথায় পাওয়া যায় ?

জাতীয় রাজস্ব বোর্ডের Web page থেকে রিটার্ন ফ্রি download করা যায়। তাছাড়া আয়কর অফিস থেকে ও বিনামূল্যে এটি সংগ্রহ করা যায়। রিটার্ন ফরমের ফটোকপি ও গ্রহণযোগ্য।

আয়কর রিটার্ন কোথায় জমা দেবেন ?

প্রত্যেক শ্রেণীর করদাতার রিটার্ন দাখিলের জন্য আয়কর সাকেল নিধারণ করা আছে। সকল বেসামরিক সরকারী কর্মকর্তা/কর্মচারী ও পেনশনভূক্ত কর্মকর্তা/কর্মচারীর নাম শুরু হয়েছে তাঁদের কে নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সার্কেলে রিটার্ন জমা দিতে হবে। পুরানো করদাতারা তাঁদের বর্তমান সার্কেলে রিটার্ন জমা দিবেন। নতুন করদাতারা তাঁদের নাম, চাকুরীস্থল, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানার ভিত্তিতে নির্ধারিত সার্কেলে ১২ সংখ্যার ই-টিআইএন উল্লেখ করে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। করদাতারা প্রয়োজনে কাছাকাছি আয়কর অফিস বা কর পরামর্শ কেন্দ্র থেকে আয়র রিটার্ন দাখিল করার সার্কেল সম্পকেৃ জানতে পারবেন। প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আয়কর মেলায় করদাতাগণ আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাসেও রিটার্ন দাখিল করতে পারেন।

সময় মত আয়কর রিটার্ন দাখিল না করলে কি হবে ?

সময় মত রিটার্ন দাখিল না করলে জরিমানা করারা বিধান আছে । এ ক্ষেত্রে উপ কর কমিশনার সর্বশেষ কর নির্ধারণে প্রদেয় করের ১০% পর্যন্ত এককালীন জরিমানা করতে পারেন। তবে এককালীন এ জরিমানার পরিমান ১,০০০/- টাকার কম হবে না। এ ছাড়া ও আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় শেষ হওয়ার পরবর্তী প্রতিদিনের ব্যর্থতার জন্য ৫০/- টাকা হারেও জরিমানা করারা বিধান রয়েছে।

ই-টিন ফরম কোথায় পাওয়ো যায় ?

জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট থেকে টিআইএন ফরম ডাউন লোড করা যায়। সার্কেল অফিস থেকে বিনামূল্যে এটি সংগ্রহ করা যায়। টিআইএন ফরম এর ফটোকপি গ্রহণ যোগ্য

টিআইএন সনদ নিতে কিকি কাগজ পত্র জমা দিতে হয় ?

বাংলাদেশী নাগরিকগণের জাতীয় পরিচয় পত্র/পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হয়

টিআইএন সনদ পেতে টাকা লাগে কিনা ?

এর জন্য আলাদা কোন ফি নাই।

টিআইএন সনদ পেতে কতদিন সময় লাগে ?

অনলাইনে সকল তথ্য প্রদানের মাধ্যমে সাথে সাথে ইটিআইএন সনদ পাওয়া যায়।

অবসরে যাওয়ার পরে পেনশন ছাড়া অন্য কোন আয় না থাকা সত্ত্বে ও কি প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে ?

কোন আয় থাকুক না থাকুক প্রত্যেক টিআইএন ধারীর ক্ষেত্রে যেহেতু রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে তাই করযোগ্য আয় না থাকা সত্তেও রিটার্ন দাখিল করতে হবে। কোন কর যোগ্য আয় না থাকলে বা নির্ধারিত কর মুক্ত আয় সীমা অতিক্রম না করলে কোন আয়কর প্রদান করতে হবেনা।

যে সাকেলে আয়কর নথি খোলা হয় সারা জীবন কি সেই সার্কেলে রিটার্ন দাখিল করতে হয় ? নাকি বদলী জনিত কারণে বদলীকতৃ কর্মস্থলের জন্য ধার্য্যকৃত সার্কেলে রিটার্ন দাখিল করা সম্ভব ?

সাধারণত যে সার্কেলে আয়কর নথি রয়েছে সেই সার্কেলে আয়কর রিটার্ন দাখিল করা ভাল। তবে বদলীকৃত
কর্মস্থলের অধিক্ষেত্র অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে।। পুরোনো সার্কেলে চিঠি লিখে আয়কর নথিটি বদলী করাতে হবে

রিটান পূরণের সময় স্ত্রীর আয়ের উপর স্বামীকে আয়কর প্রদান করতে হবে কি না ?

স্ত্রীর নামে যদি আলাদা আয়কর নথি না থাকে এবং স্ত্রীর আয়ের উৎস যদি স্বামীর টাকাতে হয়ে থাকে তাহলে স্বামীর হাতেই
স্ত্রীর আয় কর যোগ্য।

স্বামী এবং স্ত্রীর উভয়ের আয়কর নথি থাকলে সংসার খরচ কার রিটার্নে প্রদর্শণ করতে হবে ?

যেকোন একটি নথিতে বা উভয়ের নথিতে অর্ধেক করে পারিবারিক খরচ দেখানো যেতে পারে।

পূর্ববর্তী বছরে সাধারণ পদ্বতিতে কর নির্ধারণ হয়ে থাকলে পরবর্তী বছরের সর্বজনীন স্ব-নির্ধা্রণী পদ্ধতি রিটার্ন দাখিল করা সম্ভব কি না ?

সবশেষ কথা হল এর পরও আপনার বুঝতে সমস্যা হলে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে পারেন। অথবা শহিদুল্লাহ এ্যাসেসিয়েটস এর
মাধ্যমে টিন সার্টিফিকেট সেবা সামান্য মূল্যে গ্রহণ করতে পারেন।

কোথায় পাবেন টিন সার্টিফিকেট সেবা?

শহীদুল্লাহ আনসারী এ্যাসোসিয়েট, প্রোপ্রাইটর, ড. শহীদুল্লাহ আনসারী ৪, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭৯০৫৫০০০০
দুই যুগেরও বেশি সময় ধরে এ প্রতিষ্ঠানটি সরকারী তালিকাভুক্ত এবং আইসিএবি এর মেম্বার হিসেবে সিএ (চার্টাড একাউন্টে ফার্ম)
হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এখান থেকে ছাত্ররা সিএ ডিগ্রিও করতে পারে।

সূত্র: ফেসবুক ও এনবিআর এর ওয়েবসাইট

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top