Shebaru

কম পুজিতে ভাল ব্যবসা ড্রাইভিং স্কুল

কম পুজিতে ভাল ব্যবসা ড্রাইভিং স্কুল

কিভাবে ড্রাইভিং স্কুলের কম পুজিতে ভাল ব্যবসা শুরু করবেন? স্বনির্ভর হওয়ার সময়ে দাঁড়িয়ে আজ প্রায় অনেক মানুষই অন্যান্য কাজের মতো ড্রাইভিংও শিখে রাখার কথা ভাবছে। আর সেই বিষয়ে তারা সরকার অনুমোদিত ড্রাইভিং স্কুলের ওপরই নির্ভর করতে চায়। কয়েকটি ব্যাপার সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিয়ে আপনিও অনায়াসে ড্রাইভিং স্কুলের ব্যবসা শুরু করতে পারবেন। যেমন আপনার রাজ্যে ড্রাইভিং স্কুল খোলার কি কি নিয়ম আছে ,আপনার এলাকায় কাদের ড্রাইভিং স্কুল আছে,আপনার ব্যবসাকে কীভাবে প্রচার করবেন ইত্যাদি। যদি এই সব নিয়ম মেনে আপনি ড্রাইভিং স্কুল খুলতে পারেন তাহলে এই ব্যবসায় সাফল্য অবশ্যম্ভাবী।

যেকোনো ব্যবসা শুরুর থেকে দাঁড় করাতে অবশ্যই অনেক পরিশ্রমের প্রয়োজন, কিন্তু নিম্নলিখিত ১০ টি ধাপের মাধ্যমে আপনার ড্রাইভিং স্কুলের ব্যবসা শুরু করার পথ অনেকটাই সহজ হবে।

ড্রাইভিং স্কুল শুরুর ধাপ সমূহ:

একনজরে দেখে নেওয়া যাক ড্রাইভিং স্কুল শুরু করার ধাপ সমূহ

  • তথ্য সংগ্রহের মাধ্যমে পরিকল্পনা তৈরি করুন
  • ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় বাজেট তৈরি করুন
  • নিজের প্রতিযোগীদের জানুন
  • আপনার ড্রাইভিং স্কুলের বিভিন্ন পরিষেবা এবং মূল্যের তালিকা বানান
  • ড্রাইভিং প্রশিক্ষকের লাইসেন্স দেখুন
  • আপনার পরিষেবার পরিকল্পনা করুন
  • ব্যবসার প্রচার
  • ওয়েবে নিজের উপস্থিতি গড়ে তুলুন
  • আপনার গ্রাহকদের ইতিবাচক পর্যালোচনা করতে বলুন

চলুন এবার উপরোক্ত ধাপগুলি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানা যাক।

তথ্য সংগ্রহের মাধ্যমে পরিকল্পনা তৈরি করুন

শুরুতেই ড্রাইভিং স্কুল খোলার ব্যাপারে সমস্ত তথ্য সংগ্রহ করুন। যেমন কি কি নথি আপনাকে জমা দিতে হবে বা কত টাকা খরচ হবে
বা আপনার ব্যবসা শুরু করার অনুমতি পেতে কতদিন সময় লাগবে ইত্যাদি।

ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় বাজেট তৈরি করুন

ব্যবসা শুরুর আগে একটা বাজেট করা থাকলে মূলধন জোগাড় করা অনেকটাই সহজ হয়।নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি
খুব সহজেই আপনার ব্যবসা শুরু করার জন্য নুন্যতম কত মূলধন প্রয়োজন তা হিসেব করতে পারবেন।

  • ড্রাইভিং শেখানোর জন্য আপনাকে গাড়ি কিনতে হবে কিনা এবং কতটা কিনতে হবে?
  • আপনার অফিসের জন্য কি জায়গা ভাড়া লাগবে?
  • গাড়ির রক্ষনাবেক্ষনের খরচ কত?
  • পেট্রোল/ ডিজেল খরচ/ গ্যাস খরচ কেমন হবে?
  • ব্যবসার প্রচারের জন্য বিজ্ঞাপনের খরচ কেমন করতে চান?

নিজের প্রতিযোগীদের খবর নিন

আপনি যত ভালো করে আপনার প্রতিযোগীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারবেন তত ভালোভাবে ব্যবসা শুরু করতে পারবেন।
এবং ব্যবসায় তাদের দুর্বল জায়গা খুঁজে নিজেকে আর ভালো করে প্রস্তুত করতে পারবেন। ফলে অনায়াসে তাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন।
আপনার এলাকায় কতটি ড্রাইভিং স্কুল আছে এবং তারা কি কি সেবা ও সুবিধা দিচ্ছে তা জেনে তার চেয়ে ভালো অফার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করুন।

ড্রাইভিং স্কুলের সুবিধা এবং মূল্যের তালিকা বানান

ব্যবসা শুরু করার সময় সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করতে গেলে আপনাকে বিনামূল্যে বা ছাড়ে কোন পরিষেবা দিতে হতে পারে।
যেমন ১ মাসের মধ্যে ভর্তি হলে ২০% ছাড় অথবা ২ দিন ফ্রি ডেমো ক্লাস এর ব্যবস্থা ইত্যাদি। আপনি কোন জায়গার গ্রাহকদের লক্ষ্য করছেন?
তবে আপনার লক্ষ্য হওয়া উচিৎ আপনি যেন ব্যবসার প্রথম মাস থেকেই লাভ করতে পারেন বা আসলটি তুলতে পারেন।

ড্রাইভিং প্রশিক্ষক নিয়োগ দিন

আশা করা যায় এই মুহূর্তে আপনি ড্রাইভিং স্কুল খোলার ব্যাপারে প্রয়োজনীয় সকল তথ্য জেনে গেছেন। যেমন আপনি কি কি সেবা দেবেন,
ব্যবসা শুরুর ক্ষেত্রে আপনার বাজেট কত? ইত্যাদি। অতপর আপনি আপনার প্রশিক্ষকদের লাইসেন্স আছে কিনা তা দেখে ভালো মানের শিক্ষক
নিয়োগ দেবেন। অথবা নিজেই শেখাবেন।

আরও পড়ুন: ড্রাইভিং স্কুল ভালো মন্দ কিভাবে চিনবেন?

আপনার সেবাসমূহের পরিকল্পনা করুন

ধরুন আপনি ৩০ দিনের একটা ক্লাসের কথা ভাবলেন, সপ্তাহে ৭ দিন করে ৪ সপ্তাহের জন্য। আর যারা শনিবার বা রবিবার ছাড়া আসতে পারবেন না তাদের জন্য আলাদা একটা পরিষেবার কথা ভাবলেন। শুধুমাত্র মহিলাদের জন্য একটা ব্যাচ তৈরি করতে পারেন। এইভাবে সম্ভাবনীয় সকল প্রকার বিষয় ভেবে নিয়ে একটা তালিকা প্রস্তুত করুন এবং তাদের মূল্য নির্ধারণ করুন।

ব্যবসার প্রচার

এখন আপনার মূল লক্ষ্য হল প্রথম গ্রাহক খোঁজা ।এই জন্য আপনার ব্যবসার প্রচারের প্রয়োজন। আপনি অনেক উপায়ে ব্যবসার প্রচার করে থাকতে পারেন,তবে তাদের মধ্যে অন্যতম কয়েকটি কে নীচে তুলে ধরা হল

  • গুগল এর বিজ্ঞাপন বা এসইও করুন।
  • সামাজিক মাধ্যম ( সোশাল মিডিয়া ) যেমন ফেসবুক পেজ, গ্রুপ ইত্যাদিতে প্রচার করুন।
  • উচ্চ বিদ্যালয় বা কলেজের সামনে বিজ্ঞাপন দিন।
  • ছোট করে স্টিকার ও লিফলেট ছাপিয়ে পত্রিকার মাধ্যমে বা বিআরটিএ পরিক্ষার সময় বিলি করতে পারেন।

নিজস্ব ওয়েবসাইট বানিয়ে ফেলুন

আপনার ব্যবসাকে জনসাধারণের মাঝে তুলে ধরার জন্য সামাজিক মাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কয়েক বছর আগেও একটা ব্যবসাকে প্রচার করার জন্য লোকমুখই যথেষ্ট ছিল কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমাদের যেকোনো বিষয়েই কোন তথ্যের প্রয়োজন হলে আমরা সামাজিক মাধ্যমেই আগে তার খোঁজ করি। আর যেহেতু বিনামুল্যেই সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায় তাই তার সুবিধা নেওয়াই যেতে পারে। এর মাধ্যমে আপনি সম্ভাব্য অনেক গ্রাহকদের খুঁজে পাবেন। অবশ্যই খেয়াল রাখবেন যখন কেউ আপনার ব্যবসার নাম দিয়ে বা “ড্রাইভিং স্কুল + আপনার এলাকার নাম” দিয়ে গুগল করছে তখন আপনার স্কুলের নাম সার্চ ইঞ্জিন-এ দেখাচ্ছে কিনা।

আপনার গ্রাহকদের ইতিবাচক রিভিউ দিতে উৎসাহিত করুন

ফেসবুক বা অন্যান্য অনলাইন পর্যালোচনাগুলি আপনাকে সহায়তা করবে। গ্রাহকদের আপনাকে অনলাইনে ইতিবাচক পর্যালোচনা দেওয়ার জন্য অনুরোধ করুন।
ফলে আপনার অনলাইন খ্যাতি উন্নত করার সাথে আপনি আপনার প্রতিযোগিদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবেন।
এছাড়াও, আপনার অনলাইন পর্যালোচনাগুলির উন্নতির সাথে সাথে আপনি নিজের পরিষেবার মূল্য বাড়াতে সক্ষম হবেন।
এর মাধ্যমে আপনি নিজের এলাকায় নাম করা এক ড্রাইভিং স্কুল হিসেবে নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাআল্লাহ।

শিক্ষার্থীদের ডাটা সংরক্ষণ করুন ও ফলোআপ করুন

আপনার গ্রাহকদের তালিকা ঠিক করে রাখুন। এইজন্য আপনি অনেক রকমের সফটওয়্যারের সাহায্য নিতে পারেন।
এইভাবেই আপনি আপনার ড্রাইভিং স্কুলের ব্যবসা শুরু করতে পারেন। ড্রাইভিং শেখানোর পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যেন কোন দুর্ঘটনা না ঘটে এবং আপনার গ্রাহকদের কোন আঘাত না লাগে। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে যদি তাদের ভালো পরিষেবা দিতে সক্ষম হন তাহলে এই ব্যবসার মাধ্যমে আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন।

নিচে একটি ড্রাইভিং ট্রেনিং এর বিজ্ঞাপন দেওয়া হল

সেবারু-নজরুল ড্রাইভিং স্কুল এ বিশেষ ছাড়ে ভর্তি চলছে…

ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশে বিদেশে দক্ষ জনশক্তি তৈরির জন্য কাজ করে যাচ্ছে “সেবারু-নজরুল ড্রাইভিং স্কুল”।
নিচে এর উদেশ্য ও লক্ষ এবং কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।

  • মাদ্রাসার ছাত্র ও হাফেজদের জন্য জন্য বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ সুবিধা দেওয়া হয়।
  • দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা
  • থিওরি ক্লাস: প্রতি শুক্র ও শনিবার বিকাল ০৪.০০ থেকে সন্ধ্যা ০৬.০০।
  • মহিলা এবং পুরুষদের জন্য আলাদাভাবে প্রশিক্ষণ।
  • প্রশিক্ষণ শেষে চাকরি পাওয়ায় সহযোগীতা প্রদান।
  • বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য সহায়তা করা হয়।

বিস্তারিত: নিচের হোয়াটস আ্যাপ গ্রীণ বাটনে ক্লিক করুন, 01711981051

আশা করি উপরের আলোচনাটি আপনার কাজে লাগবে।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top