তুরস্কে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা লাভ করার সুযোগ করে দিয়েছে এরদোগান সরকার। সেখানে ভাতার সঙ্গে মিলবে বিমান টিকিটও ।
আজকাল বিদেশে উচ্চশিক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন সকলে। তাই উন্নত দেশগুলোর দেওয়া শিক্ষাবৃত্তিতে আবেদনের হার প্রতিবছরই বেড়ে চলেছে দারুন গতিতে। শীর্ষে থাকা মুসলিম দেশ তুরস্কও সব প্রয়োজনীয় সুযোগ–সুবিধা দিয়ে প্রতিবছরের মতো এ বছরও তাদের সরকারি শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে।
কেন তুরস্কে স্কলারশিপ পড়াশুনা করবেন ?
- তুরস্ক ইউরোপের মধ্যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী অন্যতম দেশ এবং এটি ইউরোপের দ্বার হিসেবে পরিচিত ।
- তুরস্কে স্কলারশিপ পড়াশোনার পাশাপাশি ও শেষে পার্ট টাইম ও ফুলটাইম কাজের সুযোগ । রয়েছে স্বল্প খরচে ইউরোপিয়ান পরিবেশে আবাসন সুবিধা
- Schengen Country –তে ক্রেডিট ট্রান্সফার এর সুযোগ ।
- বিশ্ব ব্যাপি গ্রহণযোগ্য সার্টিফিকেট
তুরস্কে স্কলারশিপ এ কি কি সুবিধা থাকছে?
তুরস্কে স্কলারশিপের জন্য পৃথিবীর প্রায় ১৮০টি দেশ থেকে শিক্ষার্থীরা আবেদন করে থাকেন। এই শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা তুরস্কের ৫৫টি শহরে প্রতিষ্ঠিত শতাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি থেকে মুক্তি পান, যা তাদের শিক্ষাজীবনকে অনেক সহজ করে তোলে।
স্কলারশিপের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এক বছরের ভাষা কোর্স। এই কোর্স শিক্ষার্থীদেরকে তুর্কি ভাষা শিখতে সহায়তা করে, যা তাদের দৈনন্দিন জীবনে এবং শিক্ষাজীবনে অনেক সহায়ক হয়। ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা তুরস্কের সংস্কৃতি ও সমাজের সাথে আরও ভালোভাবে মিশে যেতে পারে।
এছাড়াও, স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সুযোগ পান এবং তাদের খাবারের খরচও স্কলারশিপের আওতায় আসে। এটি শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে অনেকটা স্বস্তি দেয় এবং তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে সহায়তা করে।
স্বাস্থ্যবিমা সুবিধাও এই স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীরা তুরস্কে অবস্থানকালে স্বাস্থ্যবিমার আওতায় থাকেন, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হয়। এই সুবিধাগুলো শিক্ষার্থীদেরকে তুরস্কে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আরও উৎসাহিত করে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করে তোলে।
কত মাসিক ভাতা পাবেন?
মাসিক সম্মানী ভাতা (স্নাতক ৮০০ লিরা, স্নাতকোত্তর ১,১০০ লিরা ও পিএইচডিতে ১,৬০০ লিরা দেওয়া হয়)। ১ লিরা সমান ১১ টাকার বেশি।
প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকিট।
আবেদনকারীর যোগ্যতা কি?
তুরস্কে স্কলারশিপ আবেদন করতে হলে স্নাতকের জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৭০ শতাংশ এবং স্নাতকোত্তর-পিএইচডির জন্য স্নাতক-স্নাতকোত্তরে ৭৫ শতাংশ নম্বর থাকতে হয়। তবে মেডিকেলে ভর্তি হতে চাইলে ৯০ শতাংশ নম্বর লাগবে। তুরস্কে পড়াশোনার ভাষা তুর্কি হলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পড়ার সুযোগ দেয়। এ ক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী টোফেল বা জিআরই স্কোর থাকতে হয়। আইইএলটিএস (IELTS) স্কোর তুরস্কে গ্রহণযোগ্য নয়।
বি. দ্র. অনার্সের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৭০ শতাংশ মার্ক সমান বাংলাদেশের জিপিএ-৩.৪০। মাস্টার্স ও পিএইচডির জন্য: এসএসসি ও এইচএসসিতে ৭৫ শতাংশ মার্ক সমান বাংলাদেশের জিপিএ-৩.৬৭ এবং অনার্সে সিজিপিএ-২.৯৩ (মাস্টার্সের জন্যও প্রযোজ্য)। তবে মেডিকেলের জন্য দুটোতেই গোল্ডেন ৫ থাকা চাই।
বয়স কত লাগে?
স্নাতকের জন্য আবেদন করতে হলে বয়স হতে হবে ২১ বছরের নিচে। এই বয়সসীমা নিশ্চিত করে যে শিক্ষার্থীরা তাদের তুরস্কে স্কলারশিপ উচ্চশিক্ষার প্রথম ধাপ শুরু করার জন্য যথেষ্ট তরুণ এবং উদ্যমী। স্নাতক পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি গড়ে তুলতে সহায়তা করে।
স্নাতকোত্তরে আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ বছরের নিচে। এই বয়সসীমা শিক্ষার্থীদেরকে তাদের স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুত হতে সহায়তা করে। স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীরা তাদের বিশেষজ্ঞতার ক্ষেত্র আরও গভীরভাবে অধ্যয়ন করতে পারে এবং গবেষণার সুযোগ পায়।
পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ বছরের নিচে। এই বয়সসীমা নিশ্চিত করে যে শিক্ষার্থীরা তাদের স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর গবেষণার ক্ষেত্রে আরও উচ্চতর পর্যায়ে যেতে পারে। পিএইচডি প্রোগ্রাম শিক্ষার্থীদেরকে তাদের গবেষণার দক্ষতা বৃদ্ধি করতে এবং নতুন জ্ঞান সৃষ্টিতে সহায়তা করে।
রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে হলে বয়স হতে হবে ৪৫ বছরের নিচে। এই বয়সসীমা নিশ্চিত করে যে গবেষকরা তাদের কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে গবেষণার সুযোগ পেতে পারে। রিসার্চ প্রোগ্রাম শিক্ষার্থীদেরকে নতুন নতুন গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করতে এবং তাদের গবেষণার দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগে?
- সাদা ব্যাকগ্রাউন্ড একটা পাসপোর্ট সাইজের ছবি।
- পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যান কপি। (ইংরেজি কপি হতে হবে)
- এএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিমের মূল সার্টিফিকেট ও মার্কশিটের স্ক্যানকপি। (কোথাও থেকে সত্যায়িত করতে হবে না।)
- সব পরীক্ষার সার্টিফিকেট।
- সব পরীক্ষার মার্কশিট।
- জন্মনিবন্ধন (ইংরেজিতে), জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের স্ক্যান কপি।
- টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)।
- দুটি রেফারেন্স লেটার (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের হলে ভালো হয়)।
- যত ধরনের এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট আছে (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি, জিপিএ–৫ সংবর্ধনা, কোনো এনজিও বা অন্য প্রতিষ্ঠানে কাজ করা ইত্যাদি)।
আবেদনের সময়
নতুন সেশনে আবেদন ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আবেদন শেষ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। আগ্রহীরা এ সময়ের মধ্য আবেদন সম্পন্ন করবেন।
স্কলারশিপ ছাড়া জানুয়ারি, সেপ্টেম্বর ও ডিসেম্বর ইনটেকেও আবেদন করা যায়।
সবশেষে বলা যায় মুসলিম ও ইউরোপের দেশ হিসেবে তুরস্কে পড়ালেখার সুযোগ সত্যিই অসাধারণ। আবার যদি স্কলারশিপ হয়
তবে তো সোনায় সোহাগা।