Shebaru

নার্সারি থেকে পৌঁছে যাবে আপনার অফিস কিংবা ঘর সাজানোর গাছ

নার্সারি থেকে পৌঁছে যাবে আপনার অফিস কিংবা ঘর সাজানোর গাছ

কষ্ট করে নার্সারিতে যাওয়ার দরকার নেই, সেবারু আপনার বাসায় কিংবা অফিসে সুন্দর সিরামিকের টবে করে নানা রকম ঘর সাজানোর গাছ পৌঁছে দেবে। এছাড়াও অফিসে গাছ ভাড়া নেওয়ার ব্যবস্থাও রয়েছে। আমাদের গাছ পাবেন ঝকঝকে সিরামিক পাত্রে যেটি রক্ষনাবেক্ষন সুবিধায়জনক।
অল্প খরচে আপনার অফিসের লোগো দিয়ে গাছ ব্রান্ডিং করে অফিসের প্রতিটি টেবিলে একটি করে গাছ রাখতে পারেন। অথবা অফিসের কোন প্রোগ্রামে একটি করে গাছ উপহার দিতে পারেন। লোগো ব্যতিত ব্যক্তিগত কোন নাম, বা কথা থাকলে সেটা দিয়েও ব্রান্ডিং করতে পারেন। আপনার বাজেটের মধ্যে আমাদের কাছে সব ধরনের অপশন খোলা আছে।

আমাদের নার্সারির গাছের সুবিধা সমূহ:

  • ঢাকা সিটি, রংপুর সিটিসহ সমগ্র বিভাগীয় শহরে ডেলিভারির সুবিধা।
  • বাসা, অফিস, ছাদ, বারান্দার জন্য যেকোনো ইনডোর অথবা আউটডোর গাছ আর সেটআপ সুবিধা।
  • প্রতি মাসে আমাদের নিজিস্ব গাছের ডাক্টার পৌঁছে যাবে গাছ গুলো দেখতে ( ঢাকা ও রংপুর শহরের মধ্যে)
  • ভাড়াকৃত গাছ মারা বা দুর্বল হয়ে গেলে নিদিষ্ট সময় পযন্ত ফ্রি রিপ্লেসমেন্ট।
  • খুব কম সার্ভিস চার্জের বিনিময় গাছ ভাড়া সুবিধা।
  • পরিচর্যার লিফলেট।
  • দেশি দুর্বা ঘাস অথবা বারমুডা/চীনা কার্পেট ঘাস
  • ল্যান্ডস্ক্যাপিংয়ের জন্য অপরিহার্য সব ধরণের রেডি সাইজের গাছ (ফুল, ফল, এভিনিউ অথবা সিজনাল) স্বল্প মূল্যে পাবেন সেবারুতে!
  • স্বল্প মূল্যে রোল কার্পেট ঘাস বিক্রি করি – মূল্যে (৩৫ টাকা/বর্গ ফুট থেকে শুরু )
  • পিপি সাইজের ঘাস ও উন্নতজাতের বীজ তো আছেই!
  • সবচেয়ে কম খরচে আর দীর্ঘস্থায়ী ভাবে ভার্টিকাল গার্ডেনের সব সুবিধাও আছে সেবারুতে (৭৫০ টাকা থেকে শুরু/বর্গ ফুট )
  • আর্টিফিশিয়াল টার্ফ / গ্রাস কার্পেট (ন্যাচারাল লুক আর দশ বছরের গ্যারান্টি – দাম শুরু ১৪০ টাকা/বর্গ ফুট)

আমাদের উদ্দেশ্য সমূহ:

গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে সাথে নানা রকম সুবিধা আমরা পেতে পারি। এছাড়াও অনলাইন নার্সারি সেবার উদ্দেশ্য নিম্নরূপ-
ক) গ্রীণ হাউজ প্রতিক্রিয়ারকবল থেকে রক্ষা পাওয়া;
খ) বৃষ্টির পানি গড়িয়ে যেতে বাঁধা দেয়;
গ) পুষ্টির চাহিদা যোগান দেয়া ;
ঘ) বিষমুক্ত খাবারের চাহিদা নিশ্চিত করা ;
ঙ) পরিবেশ দূষণমুক্ত রাখতে সহায়তা করা ;
চ) বিনোদন তথা মানসিক প্রশান্তি লাভ করা;
ছ) বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি পাওয়া;
জ) ছাদ বাগান কিভাবে সৌন্দর্য চর্চায় ভুমিকা রাখতে পারে।

মরিচা পড়ে নষ্ট হয় না এমন সিরামিক টবে ঘরের মধ্যে ভালো থাকে এমন সব গাছ আমরা সরবরাহ করে থাকি। মূল্য ২২০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে। বিস্তারিত: ০১৭১৬৪৭৪৬৭৬

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top