Shebaru

পনেরই আগস্ট শীর্ষক এই কবিতাটি

15 august

পনেরই আগস্ট শীর্ষক এই কবিতাটি

পনেরই আগস্ট

মোঃ আব্দুল বাকী চৌধুরী নবাব

(পনেরই আগস্ট শীর্ষক এই কবিতাটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের জন্য প্রণীত)

অ)
পদ্মা-মেঘনা-যমুনা, হিজল-তমাল ও ধান-পাটের বাংলায়;
সাতচল্লিশ বছর ধরে পনেরই আগস্ট আসে আর চলে যায়।
কেন যেন সবাই কেঁদে উঠে টেকনাফ থেকে তেতুলিয়ায়;
শোকে দুঃখে বিহব্বল হয়ে কি যেন অবলা কথা বলতে চায়।
কিন্তু কিছু বলতে পারে না, কেবল স্থির নয়নে চেয়ে থাকে;
বঙ্গ জননী শুধু বলে কোথায় গেলিরে খোকা আমাকে ফেলে।
আয় না আমার কোলে বাবা, আর কত ব্যাথা দিবে মোরে;
দেখ না চেয়ে তোর বড় আদুরের হাসু এখন বাংলার মসনদে।

আ)
আর কত ঘুমাবি মুজিব বাবা দীর্ঘ প্রায় অর্ধশতাব্দি ধরে;
অসূররা ইতিমধ্যে খতম হয়েছে তোরই হাসুর বুদ্ধির বলে।
এখন পিক-পাপিয়া-গাংচিল তোর জন্যে সদা মাতম করে;
তটিনি মধুমতি ছোট ছোট তরঙ্গ তুলে দিবানিশি শুধু কাঁদে।
তমালের ডালে কানি বক ও সঙ্খ চিল চুপচাপ বসে থাকে;
মাঝে-মধ্যে ডেকে উঠে শোক-গাথা ভাটিয়ালি গান ধরে।

ই)
তুমি অঘোরে ঘুমাচ্ছো টুঙ্গিপাড়ায় দুঃখ এবং ব্যাথা নিয়ে;
এবং বনানীতে রেনু, কামাল, জামাল ও রাসেলসহ অনেকে।
ওঠ না বাবা, চেয়ে দেখ বাংলার জনপদের আনাচে কানাচে;
উন্নতির ছোঁয়া এবং জোয়ার বিভিন্ন আঙ্গিকে বইছে চারিদিকে।
অর্থনীতির ভিত এখন অনেক শক্ত, কেউ না খেয়ে থাকে না;
যোগাযোগের অবকাঠামোর উন্নয়নের উদহারণ সেতু যে পদ্মা।
উন্নতির সারথী ধরে তোর বাংলা এখন মধ্যম আয়ের দেশ;
তলাবিহীন ঝুড়ি কথাটির সত্যতা অনেক আগেই তো শেষ।

ঈ)
আর কত ঘুমাবি, চেয়ে দেখো সামনে দাঁড়িয়ে কিষান-কিষানী;
ফলন বৃদ্ধির সুবাদে দুঃখ থাকলেও এখন তাদের যে মুখে হাসি।
প্রচুর অর্থ আসছে গার্মেন্টস ও প্রবাসী স্বর্ণ সন্তানদের হাত ধরে;
এদিকে বাংলার সব মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে অনেক গুনে।
তোরই আদরের তনয়া হাসুর হাতে এখন দেশের সকল চাবি;
বর্তমানে রাতে হাসে তারকা-শশী এবং সারাদিন ধরে যে রবি।

উ)
উঠ না বাবা, আর কত ঘুমাবি, জানি তোর বুকে অনেক ব্যাথা;
এখন আর সেই অভাব না থাকলেও তব বিহনে আমি যে একা।
পনেরই আগস্ট আসে আর চলে যায় কালের অমোঘ পরিক্রমায়;
কিন্তু প্রতিটি এই অবাঞ্চিত দিন আমাকে যে নতুন করে কাঁদায়।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top