Shebaru

ফ্রিল্যান্সিং কি হালাল?

ফ্রিল্যান্সিং কি হালাল

ফ্রিল্যান্সিং কি হালাল?

ফ্রিল্যান্সিং কি হালাল? এই প্রশ্ন আসতে পারে যখন আপনি এর আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত জানেন না। আজ আমরা জানাব
আসেলেই ফ্রিল্যান্সিং কি হালাল এই সম্পর্কে। অনেকেই জানেন না ফ্রিল্যান্সিং কি তা সম্পর্কে। তাই চলুন শুরুতেই জেনে নেই
ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে।

ফ্রিল্যান্সিং এর কাজ কি?

আসুন তা্র আগে জেনে নেই ফ্রিল্যান্সিং কি । তাবেই বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং এর কাজগুলো কি। ফ্রিল্যান্সিং হল অনলাইনে নিজের
কাজের মাধ্যমে আয়। আপনি যে বিষয়ে দক্ষ তার উপর ভিত্তি করে ইন্টারনেট এর মাধ্যমে আপনি ঘরে বসে ইনকাম করতে
পারবেন। আর একেই ফ্রিল্যান্সিং বলা হইয়। যেখানে আপনি স্বাধীনভাবে নিজের মত করে কাজ করতে পারবেন।

এবার চলুন ফ্রিল্যান্সিং এর কাজ কি তা জেনে নেই। ফ্রিল্যান্সিং এর কাজ হল আপনি যে বিষয়ে দক্ষ তার মাধ্যমে ইন্টারনেট
এরমাধ্যমে মার্কেটপ্লেস বা ওয়েবসাইটে কাজ করে আয় করা। মার্কেটপ্লেস হল মূলত ফ্রিল্যান্সারদের মূল কাজের ক্ষেত্র। এখানে
সহজেই কাজ পাওয়া যায়। তাছাড়া এখানে কাজের স্বচ্ছতা থাকে। কাজ পেতে আর টাকা নিয়ে ঝামেলা হইয় না। এর জন্য
আপনার প্রয়োজন ভালো একটি পোর্টফোলিও। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি সুন্দর পোর্টফোলিও পারে
আপনাকে মার্কেটপ্লেসে সহজেই কাজের সুযোগ। এরজন্য টুইটার, ইন্সটাগ্রাম, ফেইসবুক, লিংকডইন ইত্যাদি হল পোর্টফোলিও
তৈরির সবচেয়ে ভালো মাধ্যম।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে আগে বিষয় বেছে নিতে হবে। জেনে নিতে হবে আপনি কি নিয়ে কাজ করতে আগ্রহী। আর তার
জন্য আপনি যেকোন প্রশিক্ষন কেন্দ্র বা অনলাইনে এই নিয়ে জেনে নিতে পারেন। তাছাড়া সরকারি ভাবেও এখন ফ্রিল্যান্সিং
শেখানো। সরকারের আইটি বিভাগের উদ্যোগে আপনিও অংশ নিতে পারবেন বিনামূল্যে এই কোর্স সমূহতে।

ফ্রিল্যান্সিং শিখতে কি কি লাগে

আমরা অনেকেই জানি না ফ্রিল্যান্সিং শিখতে মূলত কি কি লাগে? এই বিষয় নিয়ে। এই বিষয় শিখতে গেলে আপনাকে মূলত ৪টি শর্ত পূরণ করতে হবে।

  • নিজস্ব ল্যাপটপ থাকতে হবে
  • একটি স্মার্টফোন থাকা দরকার
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে পোর্টফলিও থাকা জরুরী
  • কমিউনিকেশনের জন্য শুদ্ধভাবে ইংরেজি জানা আবশ্যক

ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো কি?

ফ্রিল্যান্সিং এর অনেক গুলো কাজ আছে। তবে আজকাল জনপ্রিয় ৫ টি কাজের নাম হল

  1. ওয়েবডেভোলাপমেন্ট
  2. ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন
  3. কন্টেন্ট রাইটিং
  4. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
  5. ডিজিটাল মার্কেটিং

এছাড়া আরও অনেকগুলো ফ্রিল্যান্সিং এর কাজ আছে। যেমন- ব্লগ রাইটিং, কপি রাইটিং, এপ ডেভোলাপার,ডাটা এন্ট্রি, কম্পিউটার
প্রোগ্রামার ও অন্যান্য। আপনি যে কাজেই দক্ষ হোন না কেন সেই কাজের জন্য আপনি অনলাইনে কাজ পাবেন।

ফ্রিল্যান্সিং আয় কিভাবে হয়?

\"\"

এবার চলুন জেনে নেই কিভাবে ফ্রিল্যান্সিং আয় হয়। আপনি আপনার কাজের বিনিময়ে একটি নির্দিষ্ট পারিশ্রমিক পাবেন। তা ডিজিটালি
বা অনলাইন কার্ড বা ব্যাংক এর মাধ্যমে আপনি পাবেন। আর কাজের পূর্বেই আপনি কত আয় করবেন তা নিয়ে অবশ্যই বিস্তারিত
আলোচনা করে নিবেন ক্লায়েন্ট এর সাথে। এতে পরে ঝামেলা হয় না। মার্কেটপ্লেসে অবশ্য এই নিয়ে কোন ঝামেলা নেই। কারন তা
নির্দিষ্ট নিয়ম দ্বারা পরিচালিত। তাই সব ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে কাজে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর এই আয় সম্পূর্ন বৈধ। কারন তা
মনিটরিং করা হয় এক্সপার্টিজ দ্বারা।

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়?

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয় তা জানা যায় যখন আপনি মার্কেটপ্লেসে কাজ করবেন তখনই। মার্কেটপ্লেসে কাজের নিয়ম
হল আপনাকে একটি নির্দিষ্ট একাউন্ট নাম্বার দিতে হবে। যার মাধ্যমে সমস্ত লেনদেন হবে। আর এর জন্য আপনি চাইলে মাস্টার
কার্ড বা তাদের অনুমোদিত ব্যাংকের মাধ্যমে লেনদেন কএতে পারবেন। যখনই আপনি কাজ জমা দিবেন, আপনার পারিশ্রমিক
আপনার একাউন্টে পৌঁছে যাবে। আর আপনি চাইলে যেকোন সময়ে তা উঠাতে পারবেন। তবে মার্কেটপ্লেসে কাজ করলে তারা
একটি নির্দিষ্ট অংশ কেটে রেখে দেয়। যা ফরম পূরণের সময়ই জানিয়ে দেয়া হয়। ঝামেলা মুক্ত উপায়ে পেয়ে যাবেন আপনার
কষ্টার্জিত আয়।

ফ্রিল্যান্সিং বাংলাদেশে ও এর চিত্র

বর্তমান সরকার বাংলাদেশকে একটি আধুনিক ডিজিটাল বাংলা গড়ার স্বপ্নে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। যার ফলে আজ বিশ্বে
ফ্রিল্যান্সিং এর দুনিয়ায় বাংলাদেশের নাম সেরা ১০ এর ভিতরে। প্রতি বছর শুধু এই খাত থেকে ব্যাপক আয় হচ্ছে। যা বেকারত্ব আর
দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। সরকার তাই নিজ উদ্যোগে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। যাতে ফ্রিল্যান্সিং দুনিয়ায় এক নাম্বার
এ বাংলাদেশের নাম থাকে। আইসিটি বিভাগের নানা উদ্যোগে বিভিন্ন আইটি কোম্পানি জড়িত হচ্ছে এর প্রসারের জন্য। অক্সফোর্ড
ইন্টারনেট ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অনলাইন কর্মী সরবরাহে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। এখানে নিয়মিত কাজ
করছে ৫ লাখ ফ্রিল্যান্সার। আর মোট নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা ৬ লাখ ৫০ হাজার। এই একটি পরিসংখ্যানের মাধ্যমে আপনি
বুঝতে পারবেন কেন আমরা ফ্রিল্যান্সিং করব।

ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স !

২০২৩ সালের নতুন বছর উপলক্ষ্যে ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স করে ”গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অনলাইন ইনকাম” করার দারুন সযোগ দিচ্ছে সেবারু ডট কম।
নিচের লিংক এ দেওয়া গুগল ফরমটি ক্লিক করুন এবং পুরণ করুন। আমাদের টিমমেম্বাররা আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাশের লিংক দিয়ে দেবে ইনশাআল্লাহ।

উপরোক্ত বিষয় পড়ার পরে নিশ্চয়ই আপনি বুঝতে ও জানতে পেরেছেন কেন ফ্রিল্যান্সিং হালাল। কারন এটি বৈধ আয়ের উৎস।
আর ইসলামে অবৈধ বা হারাম কাজ করে উপার্যনকে হারাম করা হয়েছে। এটি মুক্ত পেশা বিধায় মানুষ এর দিকে দিন দিন ঝুঁকে
পড়ছে। তাই আর দেরি না করে আজই জেনে নিন আপনি কি কাজে দক্ষতা রাখেন আর যুক্ত হোন ফ্রিম্যান্সিং দুনিয়ায়। যা সম্পূর্ন
হালাল মাধ্যম রোজগাড়ের।

আরও জেনে নিন আমাদের কিছু সেবা সম্পর্কে ।আর গড়ে তুলুন নিজের ভবিষৎ।

ডিজিটাল মার্কেটিং কি? ও আমাদের ডিজিটাল মার্কেটিং সেবা

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top