Shebaru

বাংলাদেশী শিক্ষার্থীদের ডেনমার্কে ফুল ফ্রি স্নাতকোত্তর স্কলারশিপ

বাংলাদেশী শিক্ষার্থীদের ডেনমার্কে ফুল ফ্রি স্নাতকোত্তর স্কলারশিপ

বাংলাদেশী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয় (আরইউসি)। বাংলাদেশি শিক্ষার্থীসহ নন-ইউরোপিয়ান শিক্ষার্থীরা এই স্কলারশিপের  জন্য আবেদন করতে পারবেন।

ছয়টি বিষয়ে স্নাতকোত্তরে এই স্কলারশিপ দেওয়া হচ্ছে 

মাস্টার্স ইন নর্ডিক আরবান প্ল্যানিং স্টাডিজ[ Nordic Urban planning Studies]

মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স [Computer science]

মাস্টার্স ইন গ্লোবাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ [Global & Development Studies]

মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড গভর্ন্যান্স [International Politics & Governance]

মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন [Media & Communication]

মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। [Environmental Science]

সুযোগ-সুবিধাসমূহ:

‍নিম্নলিখিত সুযোগ-সুবিধাসমূহ এই স্কলারশিপ দিচ্ছে 

  • টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
  • প্রতি মাসে ৭ হাজার ৮০০ ডেনিশ ক্রোন (প্রায় ১ লাখ ৫ হাজার টাকা) প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

  • আবেদনকারীকে নন-ইউরোপিয়ান দেশের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • আবেদনকারীর ইংরেজিতে দক্ষতার সনদ জমা দিতে হবে। IELTS–এ ন্যূনতম ৬.৫পেতে হবে। অথবা TOEFL আইবিটিতে ন্যূনতম ৮৩ স্কোর থাকতেহবে। IELTS ও TOEFL স্কোর পাওয়ার মেয়াদ দুই বছরের বেশি হওয়া যাবে না।
  • আবেদনকারীকে ডেনিশ ভাষায় দক্ষতা প্রদর্শন করতে হবে।

আবেদনের শেষ সময়:আগামী ১৫ জানুয়ারি 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top