Shebaru

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয় দিচ্ছে  ফুল ফ্রি স্কলারশিপ 

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয় দিচ্ছে  ফুল ফ্রি স্কলারশিপ 

উন্নত শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রা, গবেষণা ও চাকরির ভালো ক্ষেত্র থাকার কারণে বাংলাদেশের অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের দিকে  ঝুঁকছেন।বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও স্নাতক পর্যায়ে অনেক স্কলারশিপের সুযোগ আছে। স্নাতকে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়।

ম্যাসাচুসেটসে অবস্থিত এ বিশ্ববিদ্যালয় বেসরকারি।পোশাক প্রস্তুতকারক জন সিমন্স ১৮৯৯ সালে এটি প্রতিষ্ঠা করেন।  \’কোটজেন স্কলারশিপ\’-এর আওতায় বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

নারীদের জন্য বিশেষ আন্ডারগ্র্যাজুয়েট কর্মসূচি ও স্নাতক পর্যায়ে সহশিক্ষা কার্যক্রম রয়েছে। আবেদনকারীদের ৮০ শতাংশের বেশি এ বৃত্তিতে সুযোগ পান।

 \’কোটজেন স্কলারশিপ\’-এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থা ও ৪ বছর মেয়াদী এ স্কলারশিপে ৩ হাজার ডলারের উপবৃত্তি দেওয়া হবে বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।

গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনার সুযোগ মিলবে বাংলাদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের। \’আমেরিকান ইউনিভার্সিটি এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ\’-এর আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাঁদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ :

 এই ফুল ফ্রি স্কলারশিপ এর আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা যে সকল সুযোগ-সুবিধা পাবেন নিচে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-

  • শিক্ষার্থীদের সব খরচ বহন করা হবে
  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • বিনামূল্যে একটি রুম সুবিধা
  • ৩ হাজার ডলারের উপবৃত্তি 
  • যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যা তাঁদের প্রফেশনাল দক্ষতা বাড়িয়ে তুলবে

আবেদনের যোগ্যতা:

নিচে আবেদনের সঠিক নিয়ম ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত বলা হল-

  • উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
  • মেধার ভিত্তিতে এ স্কলারশিপ দেওয়া হবে।
  • আইইএলটিএস ও টোফেল স্কোর জমা দিতে হবে।শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য টোয়েফেল, আইইএলটিস, স্যাট বা এসিটি স্কোর হলেও চলবে। এসিটি স্কোর ২৮ ও স্যাট স্কোর ১৩০০-এর বেশি থাকতে হবে।
  • আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, স্কুল পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা জমা দিতে হবে।
  • যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া:

নিচে উল্লেখিত নিয়ম মেনে সঠিকভাবে ফুল ফ্রি স্কলারশিপ এব জন্য আবেদন করুন-

  • অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, স্কুল পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা জমা দিতে হবে।
  • তিন হাজার ডলার কীভাবে একাডেমিক কাজে ব্যবহার করবেন, সে বিষয়ে শিক্ষার্থীকে ২৫০ শব্দের মধ্য লিখে পাঠাতে হবে।
  • সব ডকুমেন্ট ‘কোটজেন অ্যাপ্লিকেশন’ উল্লেখ করে পিডিএফ বা ওয়ার্ড ফরম্যাটে পাঠাতে হবে।
  • বৃত্তির জন্য দুটি প্রবন্ধসহ জীবনবৃত্তান্ত, বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা (ugadm@simmons.edu.) ই-মেইলে পাঠাতে হবে।

আবেদন পত্র গ্রহনের শেষ তারিখ:

আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

বিস্তারিত জানতে  এখানে ক্লিক করুন

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top