Shebaru

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ প্রতিষ্ঠান এ্যাফিলিয়েশনের আবেদন

এক ঠিকানায় সকল সেবা- সেবারু

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ প্রতিষ্ঠান এ্যাফিলিয়েশনের আবেদন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীন একটি বিএম কলেজ প্রতিষ্ঠার জন্য নমুনা আবেদন নিচে দেওয়া হল।
আশা করি আপনার উপকারে আসবে।

বরাবর
চেয়ারম্যান
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
আগারগাঁও, ঢাকা।

বিষয়: প্রতিষ্ঠান এ্যাফিলিয়েশনের জন্য ফরম সরবরাহের আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা রংপুর জেলার সদর উপজেলার নগর মীরগঞ্জে “মহানগর বিএম কলেজ (প্রস্তাবিত)” নামে একটি কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো সংগ্রহ করেছি। যথেষ্ট সংখ্যক যোগ্য শিক্ষক এখানে পাওয়া সম্ভব। বাংলাদেশ জাতীয় সংসদ ৩০৩ মহিলা আসন-৩ এর সংসদ সদস্য এডভোকেট ফাতেমা মহোদয় প্রতিষ্ঠানটি স্থাপনের জন্য ডিও পত্র ইস্যু করেছেন। এবং আমাদের এই কলেজ সস্থাপনের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
মহোদয়ের নিকট প্রতিষ্ঠানটি স্থাপনের জন্য প্রয়োজনীয় ফরম ও অন্যান্য নীতিমালা সমূহ সরবরাহের জন্য আবেদন জানাচ্ছি।

অতএব মহোদয়ের কাছে নিবেদন আবেদনটি বিবেচনা করে বাধিত করবেন।

বিনিত

(মো. আব্দুল্লাহ)
অধ্যক্ষ (প্রস্তাবিত)
মহানগর বিএম কলেজ (প্রস্তাবিত)

সংযুক্তি:

ডিও পত্র

PLEASE SHARE THIS

Scroll to Top