Shebaru

বাংলা গল্প লিখে টাকা আয় ও নিয়মাবলী

বাংলা গল্প লিখে আয়

বাংলা গল্প লিখে টাকা আয় ও নিয়মাবলী

বাংলা গল্প লিখে টাকা আয় কথাটি শুনে আমরা অনেকেই হয়ত শুরুতে বিশ্বাস করি না যে বাংলা গল্প লিখে টাকা কামানো
যায়। তবে আজকাল বাংলা গল্পের চাহিদা অনেক। আর বাংলা গল্প লিখে টাকা আয় করা সহজ অনেক। কারন নিজ ভাষায় লেখক
যেভাবে মনের ভাব প্রকাশ করে তা অন্য ভাষায় করতে পাবে না। আর ভাষার গভীরতা আর প্রাচুর্যে বাংলা ভাষা সবার চেয়ে
উপরে, বাংলা ভাষাভাষি মানুষের কাছে।

আজকে আমরা জানব কিভাবে বাংলা গল্প লিখে টাকা আয় করা যায়। আর এর নিয়ম আর উপায়গুলো সম্পর্কে। তবে তার আগে
জেনে নেই গল্প বলতে আমরা কি বুঝি তা নিয়ে।

গল্প বলতে কি বুঝি?

গল্প হল একটি ঘটনার বিবরন যা লেখক তার ভাষার মাধ্যমে সুন্দর ভাবে পাঠকের কাছে উপস্থাপন করে। লেখকের লেখনি প্রানবন্ত
হলে গল্পে তার প্রাণ প্রতিষ্ঠা পায়। আর তা পাঠক প্রিয় হয়। আর তাই লেখার কিছু অব্যক্ত নিয়ম থাকে।যা মেনে লিখলে
লেখা লোক প্রিয় হয়।

বাংলা গল্প লেখার সাইটগুলো কি?

বাংলা গল্প লেখার সাইট খুব বেশি নেই। তবে যে কয়টি আছে তা বেশ জনপ্রিয়। বাংলা গল্পের চাহিদা বৃদ্ধির সাথে সাথে
বিভিন্ন সাইট অন্যান্য লেখার পাশাপাশি গল্পের জন্যেও আলাদা জায়গা করে দিচ্ছে। তেমনই কিছু বাংলা গল্প লেখার
সাইটগুলো হলঃ

এই সাইটগুলোতে আপনি আপনার গল্প পাব্লিশ করতে পারেন। আর গল্পের মান অনুযায়ী নির্দিষ্ট গল্পের জন্য আপনি আয়
করতে পারবেন। আর এতে সুবিধা হল আপনি টাকা ডিজিটাল পদ্ধতিতে পাবেন। বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে।

গল্প লেখার নিয়মাবলি

আপনি কোন মাধ্যমে আপনার গল্প ছাপাতে চান তার উপর নির্ভর করে আপনার নিয়মাবলি মেনে চলতে হবে। আপনি যদি
প্রকাশনার মাধ্যমে আপনার গল্প ছাপাতে চান তবে মোটামুটি আপনাকে ৫০০ শব্দের চেয়ে বেশি লিখতে হবে। আর আপনি
যদি ওয়েবসাইটে ছাপাতে চান তবে সেই নির্দিষ্ট সাইটের নিয়ম অনুযায়ী আপনাকে তা মেনে লিখতে হবে। যেমন যদি গ্রাথোর
এ লেখা ছাপাতে চান তবে মিনিমাম আপনার ৩৫০ শব্দের গল্প হতে হবে। তাছাড়া ৩০০*৫০০ মেগা পিক্সেল এর ছবিও দিতে
হবে গল্পের সাথে সম্পর্কযুক্ত। কারন অনলাইনে পাঠক পড়ার সাথে সাথে ছবি দেখতে পছন্দ করে। আর এতে গল্পের
চাহিদা বৃদ্ধি পায় দ্বিগুণ।

অনলাইনে গল্প লিখে আয়

গতানুগতিক ধারার থেকে বেরিয়ে অনলাইনে গল্প এখন নতুন ট্রেন্ড। যার ফলে আপনার গল্প নিমিষেই সবার কাছে পৌঁছে
যাচ্ছে। আর এতে লেখক যেমন তার লেখনি সম্পর্কে ধারনা পাচ্ছে তেমনি পাঠকের অনুভূতি সম্পর্কেও সে সচেতন হতে
পারছে। যা তার লেখার মান বৃদ্ধিতে পরিপূরক ভূমিকা পালন করছে। আর তাই অনেকেই নিজের লেখনির মান ও নিজের
প্রতিভা বিকাশের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গল্প লিখে আয় করছে।

কিভাবে ওয়েবসাইটে গল্প লিখব?

অনেকেরই মনে প্রশ্ন জাগে কিভাবে অনলাইনে গল্প লিখব? তবে আপনি যদি একটু ভালো করে খোঁজ নিন তবে দেখবেন
ওয়েবসাইটে লিখা অনেক সহজ। আপনি তার জন্য কিছু আর্টিকেল বা ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন। আর
অনায়াসেই শুরু করতেন পারেন আপনার লেখা। আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে তবে মার্কেটপ্লেস বা অন্যের
ওয়েবসাইটে আপনার লেখা ছাপাতে পারেন। আর চাইলে কম খরচে আপনার নিজের ওয়েবসাইট খুলে আজই লিখে ফেলুন
রোমাঞ্চকর কোন গল্প। আর প্রচার করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে পাঠক পড়তে পারে। আর এতেই আপনি
গল্প লিখে আয় করতে পারবেন।

গল্প লিখায় আয় কত করা হয়?

লিখে তেমন বেশি আয় করা যায় না এটা অনেকের ভুল ধারনা। কারন লেখার মানের উপর নির্ভর করেই লেখক তার
টাকা পেয়ে থাকে। তবে লেখনি ভালো হলে লেখক বেশ ভালো সম্মানি পান। আর ওয়েবসাইটে লেখার মান প্রথমে
নির্ধারন হয় শব্দের আর পাঠক জণপ্রিয়তার উপর । আর আপনার লেখনি যদি পাঠক প্রিয় হয় তবে তাতে লেখকের
আয় বাড়ে। তাই গল্প লিখে আয় করে, আপনি আপনার জীবন সুন্দর রূপে চালাতে পারবেন।

চাহিদা কেমন বাংলা গল্পের?

আজকাল বিভিন্ন মাধ্যম হওয়ায় বাংলা গল্পের অনেক চাহিদা আছে। কারন অনলাইন প্ল্যার্টফর্ম ছাড়া এখন ডিজিটাল মাধ্যম
যেমন টিভি বা কমার্শিয়াল মাধ্যমে আপনি চাইলে আপনার গল্প বিক্রি করতে পারেন বেশ মোটা অংকের বিনিময়ে। আর চাইলে
ইউটিউব বা শর্ট ভিডিও এর জন্যও লিখতে পারেন গল্প। আজকাল অনেক চাহিদা আছে। বিভিন্ন বাংলা চ্যানেল হওয়ায় এই
গল্পের চাহিদা এখন সর্বোচ্চ। আর তাই এই ক্ষেত্রে চাহিদার সাথে মানের উন্নতি হয়েছে। আর নতুন লেখকের জায়গা বেড়েছে।
যার ফলে যারা সৃজনশীল তারা তাদের মেধার পরিচয় এর বিনিময়ে আয় করতে পারে।

এছাড়া আপনি যদি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে দিতে চান আপনার গল্প ,তবে আপনাকে অবশ্যই ডিজিটাল ভাবে তা ছাপিয়ে তাতে
ইমেজ দিয়ে মার্কেটপ্লেসে আপলোড দিতে হবে। আর তা পাঠাক যত ডাউনলোড করবে আপনি তত টাকা আয় করতে পারবেন।
আর এভাবে আপনি আপনার লেখক হবার স্বপ্ন পূরণের সাথে আয়ও করতে পারবেন সহজেই।

একটি ফেসবুক পেজ বা গ্রুপে একটি গল্প লিখুন

আজকাল সবচেয়ে জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হিসাবে, ফেসবুক একটি পুরানো শব্দ। নতুন বিষয় হল এই ফেসবুক দিয়ে আপনিও টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে তবে আপনি এটি করতে পারেন। আপনার পৃষ্ঠাটিকে বাংলা ছোট বা দীর্ঘ গল্পের একটি ভার্চুয়াল বই করুন।

এভাবে আপনার পেজে ভিজিটর আসবে এবং আপনার জনপ্রিয়তা বাড়বে। সুতরাং, আপনার জন্য আয়ের একটি অনন্য পথ খুলে যাবে। মূল কথা হল বই পড়ার পরিবর্তে, লোকেরা এখন এই সমস্ত অনলাইন গল্পের প্ল্যাটফর্মগুলিকে বইয়ের বিকল্প হিসাবে দেখে।

অজানা গল্পে – গল্প লিখে অর্থ উপার্জন করুন –

বাংলা গল্পের অন্যতম সেরা পাতা হল অজানা গল্প। সেই চেতনায় তারা আরও তরুণ লেখক খুঁজছেন। আপনি এই সুযোগ আপনার করতে পারেন.

কারণ তারা গল্পের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। এর মাধ্যমে আপনি সহজেই আপনার পকেট মানি চালিয়ে যেতে পারবেন। এটি আমাদের প্রথম পদ্ধতির মতোই। আপনি যেমন আগে নিজের পৃষ্ঠায় নিবন্ধ লিখে অর্থ উপার্জন করতেন, এখানে আপনি অন্যান্য পৃষ্ঠাগুলিতে নিবন্ধ লিখে অর্থ উপার্জন করতে পারেন। আজই ভিজিট করুন – আনটোল্ড স্টোরি

নিজের ব্লগে গল্প লিখে অর্থ উপার্জন করুন –

আপনি যেমন অন্যের ব্লগে লিখে অর্থ উপার্জন করতে পারেন, তেমনি আপনি নিজের ব্লগে গল্প লিখে অর্থ উপার্জন করতে পারেন। আপনার ওয়েবসাইটে গল্প লেখার মত হল আপনি আপনার ওয়েবসাইটে 10-20টি গল্প লেখেন এবং গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করেন। আবেদনটি সঠিক এবং পাস হলে, আপনি আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে সক্ষম হবেন এবং কিছু সময়ে, আপনি সেই বিজ্ঞাপনটি দেখার ওয়েবসাইট দর্শকদের কাছ থেকে আয় উপার্জন করবেন। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় উপায় এক. এর জন্য আপনার পকেট থেকে কিছু নেওয়ার দরকার নেই।

আশাকরি এই আর্টিকেল পড়ে আপনিও চেষ্টা করবেন বাংলা গল্প লিখে আয় করার। আর নিজের সৃজনশীলতা প্রকাশের এই সু্যোগ
কিছুতেই হাত ছাড়া করবেন না। এছাড়া টাকা আয়ের আরো কিছু উপায় সম্পর্কে জানতে আজই পড়ুন
১। মেয়েদের জন্য অনলাইন জব সম্ভাবনা ২০২২
২। সংবাদ লিখে অনলাইনে টাকা আয়।

আর্টিকেল সম্পর্কিত আপনাদের গুরুতপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর নিত্য নতুন তথ্যের আপডেট পেতে
চোখ রাখুন সেবারু ওয়েবসাইটে। আল্লাহ হাফেজ।

অবশেষে-
আপনি যদি সত্যিই অনলাইনে গল্প লিখে অর্থ উপার্জন করতে চান তবে আপনি এটি পেতে বাধ্য, তবে আপনাকে এটির সাথে লেগে থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি অবিচল থাকেন তবেই আপনি এটি করতে পারেন। যদি আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পায়, তাহলে আপনি কম পরিশ্রমে বেশি অর্থ উপার্জন করতে পারবেন।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top