Shebaru

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ

বুয়েট শিক্ষার্থী আবরার

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার, সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ,শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত,ছাত্র রাজনীতি নিষিদ্ধের পাঁয়তারা বন্ধ ও ভারতের সাথে সম্পাদিত সকল অসম চুক্তি বাতিলের দাবিতে গতকাল ১২ অক্টোবর সকাল ১১ টায় \”বৈষম্য ও নিপীড়ণের বিরুদ্ধে রংপুর\”এর ব্যানারে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে ও নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক চিনু কবীর, লেখক ও গবেষক ডঃ মিজানুর রহমান নাসিম, উদীচি\’র অধ্যাপক কাফি সরকার, শিক্ষক নেতা বনমালী পাল, বিজ্ঞান চেতনা পরিষদের অ্যাডভোকেট রায়হান কবীর, প্রজন্ম একাত্তরের নেতা দেবদাস ঘোষ দেবু, শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, সমাজকর্মী সাইফুল্ল্যা খাঁন,সালাউদ্দিন বাবু,দুরন্ত বাংলা কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গোবিন্দ চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা, খুন,সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানান।
সেইসাথে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বার্তাপ্রেরক
পলাশ কান্তি নাগ
মোবাইল-০১৭১২৮৭৬০৪৯

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top