ভাড়াটিয়া চুক্তিপত্র করার ঝামেলা শেষ! হাঁ, সত্যি বলছি। বাসা ভাড়া দেওয়া বা নেওয়ার সময় প্রত্যেকেই এই চুক্তিপত্র
তৈরি নিয়ে নানা বিড়ম্বনায় পড়েন। কেউ ছুটেন কম্পিউটারের দোকানে। আবার কেউ ছুটেন উকিলের কাছে।
অথচ ঘরে বসেই চুক্তিপত্র রেডি কারা যায়। নিচের ফরমেটটি জাস্ট কপি করুন। আর প্রিন্ট করে কাজ সেরে ফেলুন।
বিসমিল্লাহ্হির রাহ্মানির রাহীম
ভাড়াটিয়া চুক্তিপত্র
১. নাম: ————————– পিতা: —————————-মাতা:——————-বর্তমান ও স্থায়ী ঠিকানা: বাড়ী নং: ———গ্রাম: ———————ইউনিয়ন:—————– উপজেলা: কেরানীগঞ্জ, জেলা: ঢাকা, বাংলাদেশ। … ২য় পক্ষ (মালিক)
২. মো. সিদ্দি, পিতা: মুহাম্মদ আব্দুল , মাতা: জাহানারা বেগম, বর্তমান ঠিকানা- বাড়ী নং-১১, রাস্তা নং-০১, ব্লক এ, সেক্টর-১১,
মিরপুর পল্লবী, ঢাকা-১২০৫।
স্থায়ী ঠিকানা: গ্রাম ও পোস্ট- নবাবগঞ্জ, থানা- সদর, জেলা-ঢাকা। … ১ম পক্ষ (ভাড়াটিয়া)
পরম করুণাময় আল্লাহ তায়ালার নাম স্বরণ করে ভাড়াটিয়া চুক্তির আইনানুগ বর্ণনা আরম্ভ করলাম। আমি প্রথম পক্ষ (ভাড়াটিয়া)
আপনি দ্বিতীয় পক্ষের (মালিক) ঠিকানা: বাড়ী নং: ——— গ্রাম: ——————— ইউনিয়ন:—————– উপজেলা: কেরানীগঞ্জ, জেলা: ঢাকা, বাংলাদেশ
এর ২য় তলার একটি ফ্ল্যাট বসবাসের জন্য ভাড়া দেওয়ার প্রস্তাব করলে আপনি দ্বিতীয় পক্ষ (মালিক) নিম্নক্ত শর্তে ভাড়া দিতে সম্মত হয়ে উক্ত প্রস্তাব গ্রহণ করেন।
পাতা-দুই
ভাড়াটিয়া চুক্তিপত্র এর চুক্তির শর্তসমূহ:
১. অত্র চুক্তি প্রাথমিকভাবে ডিসেম্বর ২০১৮ এবং পরবর্তীতে আলোচনার ভিত্তিতে পুনঃরায় ২ বছরের জন্য কার্যকর থাকবে।
পুনরায় চুক্তি করতে হলে, তা দুই পক্ষের আলোচনা সাপেক্ষে ৭% বর্ধিতহারে নবায়ন করা যাবে।
২. উক্ত ফ্লাটটির মাসিক ভাড়া ৭৫০০/= (সাত হাজার পাঁচশত টাকা) নির্ধারণ করা হলো। যা প্রথম পক্ষ প্রতি মাসের
১০ তারিখের মধ্যে পরিশোধ করবেন।
৩. প্রথম পক্ষ ভাড়াটিয়া দ্বিতীয় পক্ষ মালিককে অগ্রিম হিসেবে ৭৫০০/= (সাত হাজার পাঁচশত টাকা) টাকা প্রদান করবেন
যা শেষ মাসে ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে।
৪. প্রথম পক্ষ প্রতিমাসে বিদ্যুৎ, পানি বাবদ (১০০/= টাকা) এবং ময়লার বিল ১০০ টাকা পরিশোধ করবেন।
৫. প্রথম পক্ষ উক্ত ফ্লাটটিতে কোন প্রকার অবৈধ কার্যকলাপ পরিচালনা করতে পারবেন না।
৬. দ্বিতীয় পক্ষ বাড়ি ছাড়ার জন্য কমপক্ষে ১ মাস আগে জানাবেন, আর প্রথম পক্ষ কমপক্ষে ১ মাস আগে জানাবেন।
স্টুডেন্ট ভিসার পরামর্শ চান?
তাহলে গুগল ফরম টি পুরন করুন এখনি… এখানে ক্লিক করুন
অথবা যোগাযোগ করুন এখানে…
আমাদের ফেসবুক গ্রূপ এ যুক্ত হোন:
স্টুডেন্ট ভিসা সম্পর্কে যোগাযোগ করতে “স্টূডেন্ট ভিসা হেল্পলাইন” ফেসবুক গ্রুপ এ জয়েন করুন।
এই গ্রুপে পাবেন সকল দেশের স্কলারশিপ তথ্য। আবার মতামত ও প্রশ্ন করতে পারবেন যে কোন সময়।
গ্রূপ লিংক: www.facebook.com/groups/studentvisahelpline
পাতা-তিন
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ্য শরীরে আমরা প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ অত্র চুক্তিনামার সকল শর্ত পুঃখানুপুঃখভাবে পাঠ করে এর বর্তমান ও ভবিষ্যৎ মর্ম ও ভালমন্দ ফলাফল উপলব্ধি করে কারো বিনা প্ররোচনায় অদ্য অদ্য ৮ ডিসেম্বর ২০২০ তারিখে স্বাক্ষীগণের সম্মুখে নিজ নিজ হাতে অত্র চুক্তিনামা দলিলে সহি সম্পাদন করলাম।
স্বাক্ষিগণের স্বাক্ষর: | প্রথম পক্ষ (ভাড়াটিয়া) |
১. জান্নাতুল বাকী ২.হেমন্ত সরকার | দ্বিতীয় পক্ষ (মালিক) |
ডিজিটাল মার্কেটিং বিষয়ে ফ্রি পরামর্শ চান? বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
আরও জানতে ভিজিট করুন: অনলাইন ইনকাম ।। ফেসবুক গ্রুপ ।। ইউটিউব চ্যানেল।। যোগাযোগ
মোবাইল+হোয়াটসঅ্যাপ (shebaru): 01711981051 (সকাল ১০ – রাত ৯ টার মধ্যে কল করুন)