Shebaru

ফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা স্ট্যাম্পসহ ডাউনলোড কপি

ভাড়াটিয়া চুক্তিপত্র

ফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা স্ট্যাম্পসহ ডাউনলোড কপি

ভাড়াটিয়া চুক্তিপত্র করার ঝামেলা শেষ! হাঁ, সত্যি বলছি। ফ্ল্যাট বা বাসা অথবা অফিস ভাড়া দেওয়া বা নেওয়ার সময় প্রত্যেকেই এই চুক্তিপত্র
তৈরি নিয়ে নানা বিড়ম্বনায় পড়েন। কেউ ছুটেন কম্পিউটারের দোকানে। আবার কেউ ছুটেন উকিলের কাছে।
অথচ ঘরে বসেই চুক্তিপত্র রেডি কারা যায়। নিচের ফরমেটটি জাস্ট কপি করুন। আর প্রিন্ট করে কাজ সেরে ফেলুন।

বিসমিল্লাহ্হির রাহ্মানির রাহীম
ভাড়াটিয়া চুক্তিপত্র

১. নাম: ————————– পিতা: —————————-মাতা:——————-বর্তমান ও স্থায়ী ঠিকানা: বাড়ী নং: ———গ্রাম: ———————ইউনিয়ন:—————– উপজেলা: কেরানীগঞ্জ, জেলা: ঢাকা, বাংলাদেশ। … ২য় পক্ষ (মালিক)

২. মো. সিদ্দি, পিতা: মুহাম্মদ আব্দুল , মাতা: জাহানারা বেগম, বর্তমান ঠিকানা- বাড়ী নং-১১, রাস্তা নং-০১, ব্লক এ, সেক্টর-১১,
মিরপুর পল্লবী, ঢাকা-১২০৫।
স্থায়ী ঠিকানা: গ্রাম ও পোস্ট- নবাবগঞ্জ, থানা- সদর, জেলা-ঢাকা। … ১ম পক্ষ (ভাড়াটিয়া)

পরম করুণাময় আল্লাহ তায়ালার নাম স্বরণ করে ভাড়াটিয়া চুক্তির আইনানুগ বর্ণনা আরম্ভ করলাম। আমি প্রথম পক্ষ (ভাড়াটিয়া)
আপনি দ্বিতীয় পক্ষের (মালিক) ঠিকানা: বাড়ী নং: ——— গ্রাম: ——————— ইউনিয়ন:—————– উপজেলা: কেরানীগঞ্জ, জেলা: ঢাকা, বাংলাদেশ
এর ২য় তলার একটি ফ্ল্যাট বসবাসের জন্য ভাড়া দেওয়ার প্রস্তাব করলে আপনি দ্বিতীয় পক্ষ (মালিক) নিম্নক্ত শর্তে ভাড়া দিতে সম্মত হয়ে উক্ত প্রস্তাব গ্রহণ করেন। 

পাতা-দুই

ভাড়াটিয়া চুক্তিপত্র এর চুক্তির শর্তসমূহ:

১. অত্র চুক্তি প্রাথমিকভাবে ডিসেম্বর ২০১৮ এবং পরবর্তীতে আলোচনার ভিত্তিতে পুনঃরায় ২ বছরের জন্য কার্যকর থাকবে।
পুনরায় চুক্তি করতে হলে, তা দুই পক্ষের আলোচনা সাপেক্ষে ৭% বর্ধিতহারে নবায়ন করা যাবে।
২. উক্ত ফ্লাটটির মাসিক ভাড়া ৭৫০০/= (সাত হাজার পাঁচশত টাকা) নির্ধারণ করা হলো। যা প্রথম পক্ষ প্রতি মাসের
১০ তারিখের মধ্যে পরিশোধ করবেন।
৩. প্রথম পক্ষ ভাড়াটিয়া দ্বিতীয় পক্ষ মালিককে অগ্রিম হিসেবে ৭৫০০/= (সাত হাজার পাঁচশত টাকা) টাকা প্রদান করবেন
যা শেষ মাসে ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে।
৪. প্রথম পক্ষ প্রতিমাসে বিদ্যুৎ, পানি বাবদ (১০০/= টাকা) এবং ময়লার বিল ১০০ টাকা পরিশোধ করবেন।
৫. প্রথম পক্ষ উক্ত ফ্লাটটিতে কোন প্রকার অবৈধ কার্যকলাপ পরিচালনা করতে পারবেন না।
৬. দ্বিতীয় পক্ষ বাড়ি ছাড়ার জন্য কমপক্ষে ১ মাস আগে জানাবেন, আর প্রথম পক্ষ কমপক্ষে ১ মাস আগে জানাবেন।

পাতা-তিন

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুস্থ্য শরীরে আমরা প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ অত্র চুক্তিনামার সকল শর্ত পুঃখানুপুঃখভাবে পাঠ করে এর বর্তমান ও ভবিষ্যৎ মর্ম ও ভালমন্দ ফলাফল উপলব্ধি করে কারো বিনা প্ররোচনায় অদ্য অদ্য ৮ ডিসেম্বর ২০২০ তারিখে স্বাক্ষীগণের সম্মুখে নিজ নিজ হাতে অত্র চুক্তিনামা দলিলে সহি সম্পাদন করলাম।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top