Shebaru

মাঝারি ব্যবসার আইডিয়া

মাঝারি ব্যবসার আইডিয়া

মাঝারি ব্যবসার আইডিয়া

মাঝারি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করছি এজন্যই যে অনেকে বড় ব্যবসার বিনিয়োগ করতে পারে না।
আর ছোট ব্যবসা করার মত ইচ্ছা বা সামাজিক অবস্থা অনেকের অনুকুলে থাকে না। যেমন চা- পানের দোকান বা ফুটপাথে ব্যবসা।
যদিও এসকল ক্ষুদ্র ব্যবসাতে কম বিনিয়োগে ভালো আয় করার সুযোগ থাকে। ব্যবসা রানিং হতে সময়ও কম লাগে।
যাই হোক মোটামুটি এক লাখ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা দিয়ে কিছু মাঝারি ব্যবসার আইডিয়া নিচে দেওয়া হল।

শিশুদের খেলনা বিক্রির ব্যবসা

শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক পণ্যসামগ্রীর চাতিদা সবসময়ই রযেছে। দিন দিন এই চাহিদা আরও বাড়ছে।
এটি সর্বসময়ের চাহিদাসম্পন্ন ব্যবসা। মূলত এমন ব্যবসায় সবাই করতে চায়। শহরে এবং গ্রামে উভয় জায়গায় এই ব্যবসা চলে।
আপনার এলাকায় না থেকে থাকে তাহলে এখনই শুরু করে করে দিতে পারেন শিশুদের খেলনা সামগ্রির ব্যবসা।

ছেলে-মেয়েদের খেলাধূলার সামগ্রী বিক্রি

ভালো একটি ব্যাট, জার্সি, ট্রাউজার, ক্যাপ, না হলে যেন খেলাই জমে উঠে না। সবসময় কোনো না কোনো খেলা চলতেই থাকে।
খেলাধুলার আইটেম যদি আপনার দোকানে থাকে তাহলে তা জনপ্রিয় হতে বেশি সময় লাগবে না।
অনলাইনে বা অফলাইনে এ ব্যবসাটি করা যায়। এমনকি ঘরে বসেও এ ব্যবসা করা যায়।

গিফ্ট বা উপহার বিক্রির ব্যবসা

যখন ভালো কোনো উপহার কিনতে চাই তখন সত্যিকারের ভালো মানের উপহার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।
প্রত্যেকে চায় তার প্রিজনকে সুন্দর উপহার দিতে। গিফট আইটেমের শপ হতে পারে একটি আদর্শ মাঝারি ব্যবসা।
তবে আপনার লোকেশন হতে হবে কোনো স্কুল কলেজের পাশে, তাহলে তা হবে উত্তম জায়গা। ফিক্সড প্রাইস নিতে পারেন।

ওয়ান টু নাইনটি নাইন শপ

এই সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি মাঝারি ব্যবসা হলো ১ টু ৯৯ শপ বা 1-99 এর ব্যবসায়। আপনি যখনই এই দোকানে যাবেন তখনই দেখবেন ভিড় লেগে আছে। অন্য ব্যবসা যেমন কাপড়ের ব্যবসার মতো আপনাকে বসে থাকবে হবে না।
প্রতি পণ্যে হয়ত অনেক বেশি লাভ হবে না; কিন্তু সবমিলিয়ে আপনি অন্য ব্যবসার চেয়ে বেশি লাভ করতে পারবেন।

ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা

ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা বলতে সাধারণত স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদির যন্ত্রাংশ এবং সহকারী পণ্যগুলোকে বুঝানো হয়।
যেমন, মোবাইলের সুন্দর নতুন নতুন কাভার, গ্লাস পেপার, চার্জার, হেডফোন, মেমোরি কার্ড, ল্যাপটপের জন্য মাউস, কি-বোর্ড, মাউস প্যাড, গ্লাস ক্লিনার, বিভিন্ন কাজের সফটওয়্যার ইত্যাদি আরও অনেক কিছু।
এটি এমন এক ধরণের মাঝারি ব্যবসা যার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ প্রযুক্তির সাথে সাথে মানুষও বাড়ছে।

ইলেকট্রিক পণ্যের ব্যবসা

আজকাল ইলেকট্রিক পণ্যের ব্যবসা ছোট শহরে খুব একটা দেখা যায় না। তাই গ্রামে এবং গ্রামীণ বাজারে এমন একটি ইলেকট্রিক পণ্যের ব্যবসা দেয়া যেতে পারে। শুধুমাত্র একটি গ্রামকে কেন্দ্র করে একটি ইলেকট্রিক পণ্যের দোকান চলতে পারে। আবার ফেসবুকে পেজ খুলে, এক থেকে
দুইলাখ টাকা বিনিয়োগের মাধ্যমে এটা পাওয়া যেতে পারে।

ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং ট্রেনিং

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং অনেক জনপ্রিয় হয়ে উঠছে। দিন দিন কম্পিউটার শেখার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
এ জন্য ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার একটি সেরা মাঝারি ব্যবসা এই সময়ে।

আশা করা যায় উপরের লেখাটি আপনার ব্যবসায় উদ্যোক্তা হতে সাহায্য করবে।

সূত্র: ইন্টারনেট।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top