Shebaru

শীত বস্ত্র বিতরণ কর্মসূচি “উষ্ণতার ছোঁয়া”

শীত বস্ত্র বিতরণ

শীত বস্ত্র বিতরণ কর্মসূচি “উষ্ণতার ছোঁয়া”

প্রকৃতির নিয়ম মেনে বছর ঘুরে আবার চলে এসেছে শীত। আমরা যখন এই শীতের আমেজে পিঠা-পুলির উৎসবের ভাবনা নিয়ে ব্যস্ত,
ঠিক মুদ্রার বিপরীত পিঠের মানুষের আদৌ কি আছে শীত বস্ত্র? শীত বস্ত্র বিতরণ কর্মসূচি “উষ্ণতার ছোয়া”

তীব্র কুয়াশা, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না। এছাড়াও প্রতিবার তীব্র শৈত্যপ্রবাহ এসে
এসব দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় আরো বিরূপ প্রভাব ফেলে। কর্মসংস্থান বন্ধ সহ নানা অসুখ-বিসুখ মিলিয়ে এই খেটে খাওয়া
মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার তখন হয়, যখন এই হাড়কাপানো শীতেও তাঁরা শীত নিবারণের জন্য
পর্যাপ্ত শীত বস্ত্র না পায়। কিন্তু এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি,
তবে হয়ত তাঁদের ঠোটে তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা দেখতে পাবো। 

তাই তো সেবারু ডটকম নিয়ে এসেছে “উষ্ণতার ছোয়া”। মূলত দেশের উত্তরে রংপুর দিয়ে আমাদের এ কার্যক্রম শুরু হবে। এই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। হয়ত আমাদের ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা শীতার্ত সব দুঃস্থ লোকদের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় বস্ত্র শীত বস্ত্র পৌছে দেওয়া সম্ভবপর নাহ। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের ঠোটে ঐ তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পাই এবং এই উদ্যেগে অনুপ্রাণিত হয়ে আরো কিছু দায়িত্বশীল মানুষকে তাঁদের পাশে দাড়াতে দেখতে পাই তবেই তৃপ্তি। 

তাই আপনার মতো সমাজের দায়িত্বশীল মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি “উষ্ণতার ছোঁয়া” উদ্যেগে সামিল হোন এবং দুস্থ ঐ মানুষগুলোর বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পেতে সাহায্য করুন।

আসুন সাবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই

শীত বস্ত্র বিতরণ ক্যাপশন

শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা, আসুন শীর্তার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, একটা শীতের কাপড় দেবে? আসুন সাবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

ট্যাগ: শীত বস্ত্র বিতরণ ব্যানার, স্লোগান, ছবি, বক্তব্য, ব্যানার ডিজাইন, ক্যাপশন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ কবিতা

উষ্ণতার ছোঁয়া : Bkash: Nagad: Bank Account No: এর মাধ্যমে পাঠানোর সুযোগ আছে।

পরিশেষে বলা যায়, শীত বস্ত্র বিতরণ ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৈদ্দ্যসহ পৃথিবীর সকল ধর্মে একটি উত্তম মানবতার সেবা হিসেবে স্বীকৃত।
তাই আসুন শীতার্থা মানুষের পাশে দাঁড়াই।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top