সেগী ইউনিভার্সিটি প্রায় ৪০ বছর ধরে মালয়েশিয়ার অন্যতম উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বজন স্বীকৃত । এটি মালয়েশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় যেটি ৫ স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছে। SEGi University ১৯৭৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সেগী বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবে পরিচিত ছিল। সেগীর পাঁচটি ক্যাম্পাস রয়েছে। কোতা দামানসারায় বিশ্ববিদ্যালয় অবস্থিত এটি কুয়ালামপুর জিরো পয়েন্ট থেকে ১১.৩৭ উত্তর দক্ষিণে অবস্থিত; আর বাকী স্থানে সেগী কলেজ ক্যাম্পাস। সেগী ইউনিভার্সিটি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এ প্রবন্ধে সেগী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
সেগি ইউনিভার্সিটি তে পড়বেন কেন?
কোটা দামানসায়ার ১০ একর জায়গায় কৌশলগতভাবে মালয়েশিয়ার অন্যতম প্রতিষ্ঠিত এবং অত্যন্ত সম্মানিত ও শীর্ষস্থানীয় বেসরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান সেগি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসটি আমাদের দোরগোড়ায় নতুন নির্মিত কোটা দামসারা এমআরটি স্টেশন দ্বারা খুব অ্যাক্সেসযোগ্য। উদ্দেশ্য নির্মিত ক্যাম্পাস ফাউন্ডেশন স্টাডিজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত বিভিন্ন বিস্তৃত প্রোগ্রাম সরবরাহ করে। বিভিন্ন দেশের 90 টিরও বেশি শিক্ষার্থীর সাথে, বিশ্ববিদ্যালয়টি প্রকৃতপক্ষে সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গলিত পাত্র, যা আমাদের শিখারদের তাদের জ্ঞানের সাধনা পরিপূরক করতে এবং মানবিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার জটিলতা এবং nessশ্বর্যের বৃহত্তর বোঝাপড়া এবং উপলব্ধি বিকাশ করতে সহায়তা করে।
এক নজরে সেগী ইউনিভার্সিটি
- অবস্থান: ১. কোতা দামানসারা ২. কুয়ালালামপুর ৩. সুবাং জায়া ৪. পেনাং ৫. কুচিং।
- ধরন: বেসরকারি।
- শিক্ষার্থীর সংখ্যা: প্রায় ২৫০০০।
- কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং এ ফাইভ স্টার।
- উল্লেখযোগ্য ফ্যাকাল্টি: বিজনেস এন্ড একাউন্টিং, হেল্থ সাইন্স, কমিউনিকেশন স্টাডিজ, ক্রিয়েটিভ ডিজাইন, প্রকৌশল, আইন, এমিরিকান ডিগ্রী প্রোগ্রাম, টুরিজম, ব্যবসা শিক্ষা ইত্যাদি।
- ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন প্রগ্রামে বিভিন্ন রকম।
- ইনটেক: ফাউন্ডেশন ও ব্যাচেলর এ বছরে ৬ টি এবং পোস্ট গ্রাজুয়েট এ ৩ টি।
আন্তর্জাতিক যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করা যাবে
- University of Sunderland, UK
- Abertay University, UK
- University of London
- University of Greenwich
- Troy University, UK
- University of Southern Queensland, Australia
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা:
- ফাউন্ডেশন প্রগ্রামের জন্য ও লেভেল বা এসএসসি।
- ব্যাচেলর এর জন্য এইচএসসি।
- পোস্ট গ্রাজুয়েট এর জন্য ব্যাচেলর ডিগ্রী।
ভাষাগত যোগ্যতা:
- ফাউন্ডেশন প্রগ্রামের জন্য আই.ই.এল.টি.এস দরকার হয় না।
- ব্যাচেলর এ সাধারণত আই.ই.এল.টি.এস ৬ লাগে।
- পোস্ট গ্রাজুয়েট এ আই.ই.এল.টি.এস দরকার হয় না যদি ব্যাচেলর এ মিডিয়াম অব এডুকেশন ইংলিশ আছে এ মর্ লেটার থাকে।
SEGi University সাবজেক্ট ও ফি-
ফাউন্ডেশন প্রগ্রামের জন্য টোটাল ১৮০০০ থেকে ২০০০০ হাজার রিঙ্গিত লাগে। অর্থাৎ ৪-৫ লাখ টাকা দরকার হয়। ব্যাচেলর এ ৬০ থেকে ৯০ হাজার রিঙ্গিত লাগে। এম বি বি এস এর জন্য ৩.৫ লাখ রিঙ্গিত প্রায় দরকার হয়। সেগী’র সব সাবজেক্টের ফি বিস্তারিত নিচে দেওয়া আছে।
সেগী ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ ওয়েব লিংক-
Web sites:
https://segiuniversity.edu.my/
BMSCL you tube link
https://www.youtube.com/watch?v=Rj7DwOVNZxk
Courses link:
https://segiuniversity.edu.my/undergraduates/
Wikipedia:
https://en.wikipedia.org/wiki/SEGi_University
Intake calendar:
https://segiuniversity.edu.my/intakes/
Fees:
https://segiuniversity.edu.my/tuition-fees/
https://segiuniversity.edu.my/international-students/
Download Brochures:
https://segiuniversity.edu.my/download-brochures/
Scholarship:
https://segiuniversity.edu.my/segi-university-scholarships/
Online education
https://segiuniversity.edu.my/segi-university-online/
বাংলাদেশ ইউনিভার্সিটি ও সেগী ইউনিভার্সিটির মধ্যে ২২ আগষ্ট ২০১৯ একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সমঝোতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় দুটি পরস্পরের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন কর্মকান্ড, যৌথ সম্মেলন ও শিক্ষাবৃত্তি প্রভৃতি বিষয় নিয়ে যৌথভাবে কাজ করবে।
বিদেশে কাজের ভিসা পেতে কি করবেন?
অনলাইন সেমিনারে অংশ নিন
যারা ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বিষয়ে দক্ষ হতে চান তাদের জন্যই মূলত আমরা একটি অনলাইন সেমিনারে ব্যবস্থা করেছি।
যার মাধ্যমে পরিপূর্ণ তথ্য জেনে নিতে পারবেন এবং প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে পারেন। বিস্তারিত এখানে
ওয়ার্ক ভিসা ফেসবুক গ্রুপে মেম্বার হোন
আপনাদের সাথে যোগাযোগ আরও দৃঢ় করতে চালু হয়েছে Work Visa Helpline Facebook Group.
এই গ্রুপ এ থাকছে নতুন নতুন আপডেট। সেই সাথে আপনিও এ গ্রুপ গুলোতে যে কোন ধরনের মতামত ও প্রশ্ন করতে পারবেন।
গ্রুপ লিংক নিচে দেওয়া হল। আশা করি গ্রুপ থেকে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পুরণ হবে।
কাজের ভিসা গ্রুপ লিংক: https://web.facebook.com/groups/workvisahelpline/
ইউটিউবে বিদেশে কাজের ভিসার খবর জানুন
বাংলা টাইমস নামের এই ইউটিউব চ্যানেলটিতে কানাডা, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশের জব ভিসাসহ
বিদেশে অবস্থিত বাংলাদেশীদের খবর পাওয়া যায়। তাই আপনিও নিয়মিত এসব খবর জানতে সেবারু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন
স্টুডেন্ট ভিসা বিষয়ে প্রশ্ন থাকলে নিচের লাইনটি ফলো করুন। সেবারু ডটকম (shebaru.com) আপনার পাশে আছ সবসময়।
এই লিংক গুলোতে ক্লিক করুন: স্টুডেন্ট ভিসা ফ্রি পরামর্শ ফরম।। স্টুডেন্ট ভিসা ফেসবুক গ্রুপ।। ইউটিউব চ্যানেল।। সরাসরি যোগাযোগ
Mobile & What’s App: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।