Shebaru

সেগী ইউনিভার্সিটি মালয়েশিয়া: স্কলারশিপ ও ভর্তি তথ্য

সেগী ইউনিভার্সিটি

সেগী ইউনিভার্সিটি মালয়েশিয়া: স্কলারশিপ ও ভর্তি তথ্য

আপনি যদি সাধ্যের মধ্যে মালয়েশিয়ার বিশ্বমানের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে থাকেন তাহলে মালয়েশিয়ার প্রথম সারির অন্যতম বিশ্ববিদ্যালয় SEGi University হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস, কারন SEGi University মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রনালয় এবং MQA (Malaysian Qualification Agency) কতৃক 5 STAR Ratings / Excellent Ranking পেয়েছে। এই রেটিং নির্ভর করে ইউনিভার্সিটির লেখাপড়া, পরিবেশ এবং ইউনিভার্সিটির সার্বিক মানের উপর।SEGi University আরো একটি বড় প্রাপ্তি হচ্ছে, এটি “World’s Best Brand University” খেতাব প্রাপ্ত।
ধৈর্য সহকারে এই প্রবন্ধ টি পড়লে আপনার এই ইউনিভার্সিটি এবং মালয়েশিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সেগী ইউনিভার্সিটি প্রায় ৪০ বছর ধরে মালয়েশিয়ার অন্যতম উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বজন স্বীকৃত । এটি মালয়েশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় যেটি ৫ স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছে। SEGi University ১৯৭৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সেগী বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবে পরিচিত ছিল। সেগীর পাঁচটি ক্যাম্পাস রয়েছে। কোতা দামানসারায় বিশ্ববিদ্যালয় অবস্থিত এটি কুয়ালামপুর জিরো পয়েন্ট থেকে ২১.১ কি.মি. উত্তর দক্ষিণে অবস্থিত; আর বাকী স্থানে সেগী কলেজ ক্যাম্পাস। সেগী ইউনিভার্সিটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ প্রবন্ধে সেগী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

♣ Global Prospective:
SEGi University বিশ্বের কিছু সনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এই ইউনিভার্সিটির রয়েছে “ THE WORLD’S BEST BRAND AWARD” সহ ৫০ টির বেশি আন্তর্জাতিক পুরষ্কার।

♣ অবস্থানঃ
SEGi University এর মেইন কেম্পাস মালোয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দামানসারাতে অবস্থিত। পৃথিবীর উন্নত এবং সুন্দর রাজধানীর মধ্যে কুয়ালালামপুর অন্যতম।

♣ক্যাম্পাসঃ
এই ইউনিভার্সিটির রয়েছে বিশ্বমানের সুবিশাল কেম্পাস। SEGi Univarsity এর মূল কেম্পাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাম্পুরের কোটা দামানসারাতে অবস্থিত। এছাড়াও এই ইউনিভার্সিটির রয়েছে আরো ৪ টি আন্তর্জাতিক মানের কেম্পাস। এগুলো জালান হাং লেকু, সুবাংযায়া, পেনাং এবং সারওয়াকে অবস্থিত। যার প্রতিটি মালয়েশিয়ার খুব গুরুত্বপূর্ণ জায়গা। SEGi Univarsity এর সব গুলো কেম্পাস মালয়েশিয়ার সবচাইতে আধুনিক কেম্পাস গুলোর মধ্যে অন্যতম।

♣ হোস্টেলঃ
এদের আছে সুবিশাল অন কেম্পাস হোস্টেল। SEGi University তে ছেলে এবং মেয়েদের জন্য রয়েছে আলাদা হোস্টেল ব্যবস্থা। এই ইউনিভার্সিটির হোস্টেলে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যেমনঃ WiFi, সুইমিংপুল, রেস্টুরেন্ট, জিম, এবং বিনোদনের জন্য আরো অনেক কিছু।

♣ সাবজেক্ট/ প্রোগ্রামঃ
SEGi Univarsity তে ছাত্রছাত্রীরা লেভেল/ প্রোগ্রাম হিসাবে বেছে নিতে পারবেনঃ

  • Foundation
  • Diploma
  • Bachelor
  • Masters
  • P.hD

SEGi Univarsity তে ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে সময়পযোগী শতাধিক সাব্জেক্ট। এই ইউনিভার্সিটির প্রতিটি প্রতিটি সাব্জেক্ট বিশ্বমানের। কিছু ফেকাল্টির নাম দেওয়া হলঃ
♦ Faculty of Health Sciences ♦ Faculty of Allied Health Sciences ♦ Faculty of Business, Accounting ♦ Faculty of Communication Studies ♦ faculty of Creative Arts & Design ♦ Early Childhood Care & Education ♦ Faculty of Engineering & The Built Environment ♦ faculty of Hospitality & Tourism ♦ Technology & Innovation ♦ Law ♦ American Degree Program ♦ Professional Studies ♦ Foundation Studies (Pre-University) সহ আরো শতাধিক সাব্জেক্ট।

ইনটেক: ফাউন্ডেশন ও ব্যাচেলর এর জন্য প্রায় সারা বছরেই এখানে ভর্তি হওয়া যায়। এছাড়া ভিন্ন ভিন্ন সাবজেক্টের ইনটেক ও আলাদা হয়।

♣ ক্রেডিট ট্রান্সফারঃ
SEGi University থেকে ইউরোপ, আমেরিকা, ইউ কে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চায়না, নেদারল্যান্ড সহ আরো অনেক দেশে খুব সহজেই ক্রেডিট ট্রান্সফার করা যাবে।

♣ ডুয়েল ডিগ্রী প্রোগ্রামঃ/ Dual Degree Program:
SEGi UNIVERSITY এর অনেক আকর্ষনের মধ্যে একটি হচ্ছে এদের ডুয়েল ডিগ্রী প্রোগ্রাম। অর্থাৎ স্টুডেন্ট মালয়েশিয়াতে থেকে তার সম্পুর্ন কোর্স শেষ করার পরে পাবে ২ টি দেশের ডিগ্রী। যেমনঃ কোন স্টুডেন্ট যদি SEGi University তে BBA করে তাহলে সে SEGi University থেকে একটি সার্টিফিকেট পাবে এবং Sunderland University, UK থেকে একটি BBA সার্টিফিকেট পাবে। এই ডুয়েল ডিগ্রী সুবিধা দেওয়ার জন্য SEGi University এর রয়েছে আরো অনেক ইউনিভার্সিটির সাথে এফিলিয়েশন। যেমনঃ

University Of Queensland, Australia

Troy University, USA

University Of Greenwich, UK

University Of London

York St John University

University Of St. Mark & St. Jhon, UK

Cardiff University সহ আরো অনেক।

♣ American Degree Program: / আমেরিকান ডিগ্রী প্রোগ্রামঃ
যারা শুধু মাত্র America তে Credit Transfer করতে চান বা American Certificate নিতে চান তাদের জন্য রয়েছে American Degree Transfer Program বা (ADP)আপনি যদি সাধ্যের মধ্যে মালয়েশিয়ার বিশ্বমানের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে থাকেন তাহলে মালয়েশিয়ার প্রথম সারির অন্যতম বিশ্ববিদ্যালয় SEGi University হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস, কারন SEGi University মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রনালয় এবং MQA (Malaysian Qualification Agency) কতৃক 5 STAR Ratings / Excellent Ranking পেয়েছে। এই রেটিং নির্ভর করে ইউনিভার্সিটির লেখাপড়া, পরিবেশ এবং ইউনিভার্সিটির সার্বিক মানের উপর।SEGi University আরো একটি বড় প্রাপ্তি হচ্ছে, এটি “World’s Best Brand University” খেতাব প্রাপ্ত।

স্কলারশিপ:

SEGi University তে তাদের নিজস্ব স্কলারশিপের পাশাপাশি বাহিরের স্কলারশিপও আছে। নিজস্ব স্কলারশিপ গুলো সাধারণত পারশিয়াল বা আংশিক হয়ে থাকে।

♣ SEGi University তে লেখাপড়া করার অন্যান্য কিছু সুবিধাঃ

  • মাল্টিমিডিয়া ক্লাস রুম * বিশ্বমানের কম্পিউটার ল্যাব * পড়াশোনার জন্য মালয়েশিয়ার অন্যতম বৃহৎ লাইব্রেরি * বিশ্বমানের আবাসন ব্যবস্থা * কোর্স অনুযায়ী ও ব্যক্তিগত কাউন্সেলিং এর ব্যবস্থা * ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের সব ধরনের সাপোর্ট * স্টুডেন্ট এরাইভাল গাইড ও মালয়েশিয়াতে বসবাসের সব ধরনের ইনফরমেশন সাপোর্ট দেয়া * ক্যারিয়ার সাপোর্ট সেন্টার *

❆❆কেন পড়বেন মালয়েশিয়াতেঃ❆❆
⌗ মালয়েশিয়াতে লেখাপড়ার খরচ অন্যান্য উন্নত বিশ্বের লেখাপড়ার খরচ থেকে অনেক কম।
⌗ ভর্তি এবং ভিসা প্রোসেস খুবই দ্রুত হয়।
⌗ মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে Visa Approval Letter হয়ে গেলে এম্বাসিতে কোন রকম জটিলতা হয় না।
⌗ ভিসা হওয়ার পরে টিউশন ফি দিতে হয়।
⌗ বছরের যেকোন সময় আবেদন করা যাবে।
⌗ নূন্যতম এস এস সি / O level / দাখিল পাশ করেও আবেদন করা যাবে।
⌗ কোন Bank Sponsor / Bank Statement দেখানোর প্রয়োজন হয় না।
⌗ কিছু কিছু প্রোগ্রাম / সাব্জেক্ট ছাড়া IELTS / TOELF বাধ্যতামূলক নয়।
⌗ স্টুডেন্টের সকল কাগজ ঠিক থাকলে মালয়েশিয়ার ভিসা সাধারনত রিজেক্ট হয় না।

কোটা দামানসায়ার ১০ একর জায়গায় মালয়েশিয়ার অন্যতম বেসরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান সেগি বিশ্ববিদ্যালয়। নব নির্মিত বিশাল ক্যাম্পাস। ফাউন্ডেশন, ডিপ্লমা থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম আছে এখানে। বিশ্বের ৯০ টিরও বেশি দেশের শিক্ষার্থীর সাথে সাংস্কৃতিক আদান প্রদান করার সুযোগ।
সব মিলে মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেগী ইউনিভার্সিটি অন্যতম। আর এ কারণেই এখানে পড়া আপনার জন্য খুব ভালো হবে তা বলা যায়।

এক নজরে সেগি বিশ্ববিদ্যালয়

  • অবস্থান যথাক্রমে ৫টি ক্যাম্পাস: ১. কোতা দামানসারা ২. কুয়ালালামপুর ৩. সুবাং জায়া ৪. পেনাং ৫. কুচিং।
  • ধরন: বেসরকারি।
  • শিক্ষার্থীর সংখ্যা: প্রায় ২৫০০০।
  • মালয়েশিয়ার স্থানীয় র‍্যাংকিং এ ফাইভ স্টার মানের এ বিশ্ববিদ্যালয়।
  • উল্লেখযোগ্য ফ্যাকাল্টি: বিজনেস এন্ড একাউন্টিং, হেল্থ সাইন্স, কমিউনিকেশন স্টাডিজ, ক্রিয়েটিভ ডিজাইন, প্রকৌশল, আইন, এমিরিকান ডিগ্রী প্রোগ্রাম, টুরিজম, ব্যবসা শিক্ষা ইত্যাদি।
  • ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকম।

আন্তর্জাতিক যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করা যাবে

  • University of Sunderland, UK
  • Abertay University, UK
  • University of London
  • University of Greenwich
  • Troy University, UK
  • University of Southern Queensland, Australia

ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা:

  • ফাউন্ডেশন প্রগ্রামের জন্য ও লেভেল বা এসএসসি।
  • ব্যাচেলর এর জন্য এইচএসসি।
  • পোস্ট গ্রাজুয়েট এর জন্য ব্যাচেলর ডিগ্রী।

আবেদনের জন্য ডকুমেন্টস

যে কোন কোর্সে ভর্তির জন্য সাধারণত তার আগের ক্লাশের সার্টিফিকেট ও মার্কসিট লাগে। সেই সাথে পাসপোর্ট ও ছবি প্রয়োজন হয়।
নিচে একটি ডকুমেন্টস এর তালিকা দেওয়া হল। তবে সময় সময় এগুলো ভেরি করে বা আপডেট হয়।

  • সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট/ট্রান্সক্রিপ্ট।
  • এম.এস. ও পিএইচডি’র এর জন্য সিভি, মোটিভেশনাল লেটার ও রিকমেন্ডেশন লেটার।
  • পাসপোর্টের ইনফরমেশন পেজের ছবি/ কপি ও পাসপোর্ট সাইজের ছবি।
  • IELTS সার্টিফিকেটের কপি/ এম.ও.আই/ডুয়েলিঙ্গ প্রযোজ্য ক্ষেত্রে।

ভাষাগত যোগ্যতা কি লাগে?

  • ফাউন্ডেশন প্রগ্রামের জন্য আই.ই.এল.টি.এস দরকার হয় না।
  • ব্যাচেলর এ সাধারণত আই.ই.এল.টি.এস ৬ লাগে।
  • পোস্ট গ্রাজুয়েট এ আই.ই.এল.টি.এস দরকার হয় না যদি ব্যাচেলর এ মিডিয়াম অব এডুকেশন ইংলিশ আছে এ মর্ লেটার থাকে।
  • আবেদনের জন্য ডকুমেন্টস
  • যে কোন কোর্সে ভর্তির জন্য সাধারণত তার আগের ক্লাশের সার্টিফিকেট ও মার্কসিট লাগে। সেই সাথে পাসপোর্ট ও ছবি প্রয়োজন হয়।
  • নিচে একটি ডকুমেন্টস এর তালিকা দেওয়া হল। তবে সময় সময় এগুলো ভেরি করে বা আপডেট হয়।
  • সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট/ট্রান্সক্রিপ্ট।
  • এম.এস. ও পিএইচডি’র এর জন্য সিভি, মোটিভেশনাল লেটার ও রিকমেন্ডেশন লেটার।
  • পাসপোর্টের ইনফরমেশন পেজের ছবি/ কপি ও পাসপোর্ট সাইজের ছবি।
  • IELTS সার্টিফিকেটের কপি/ এম.ও.আই/ডুয়েলিঙ্গ প্রযোজ্য ক্ষেত্রে।

সেগী ইউনিভার্সিটি পড়তে যাওয়ার খরচ

প্রগ্রাম ও সাবজেক্ট খরচ ভিন্ন ভিন্ন হয়। ব্যাচেলর প্রোগ্রামের জন্য টিউশন ফি হিসাবে অন্তত বছরে অন্তত ৩/৫ লাখ টাকা লাগে। এর সঙ্গে শিক্ষার্থীর থাকা-খাওয়া, যাতায়াত, পোশাক, হাতখরচ, চিকিৎসা বাবদ বছরে আরও ১/২ লাখ টাকা যোগ করতে হবে।

যেমন, ফাউন্ডেশন প্রগ্রামের জন্য টোটাল ১৮০০০ থেকে ২০০০০ হাজার রিঙ্গিত লাগে। অর্থাৎ মোট ৪-৫ লাখ টাকা দরকার হয়।
ব্যাচেলর এ ৬০ থেকে ৯০ হাজার রিঙ্গিত লাগে। এম বি বি এস এর জন্য ৩.৫ লাখ রিঙ্গিত প্রায় দরকার হয়।

সেগী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

আমাদের ঠিকানাঃ সেবারু,৩য়-তলা,ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।অথবা কল করুনঃ ০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top