সেগী ইউনিভার্সিটি

সেগী ইউনিভার্সিটি মালয়েশিয়া: স্কলারশিপ ও ভর্তি তথ্য

সেগী ইউনিভার্সিটি প্রায় ৪০ বছর ধরে মালয়েশিয়ার অন্যতম উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সর্বজন স্বীকৃত । এটি মালয়েশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় যেটি ৫ স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছে। SEGi University ১৯৭৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সেগী বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবে পরিচিত ছিল। সেগীর পাঁচটি ক্যাম্পাস রয়েছে। কোতা দামানসারায় বিশ্ববিদ্যালয় অবস্থিত এটি কুয়ালামপুর জিরো পয়েন্ট থেকে ১১.৩৭ উত্তর দক্ষিণে অবস্থিত; আর বাকী স্থানে সেগী কলেজ ক্যাম্পাস। সেগী ইউনিভার্সিটি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এ প্রবন্ধে সেগী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

সেগি ইউনিভার্সিটি তে পড়বেন কেন?

কোটা দামানসায়ার ১০ একর জায়গায় মালয়েশিয়ার অন্যতম বেসরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান সেগি বিশ্ববিদ্যালয়। নব নির্মিত বিশাল ক্যাম্পাস। ফাউন্ডেশন, ডিপ্লমা থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম আছে এখানে। বিশ্বের ৯০ টিরও বেশি দেশের শিক্ষার্থীর সাথে সাংস্কৃতিক আদান প্রদান করার সুযোগ।
সব মিলে মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেগী ইউনিভার্সিটি অন্যতম। আর এ কারণেই এখানে পড়া আপনার জন্য খুব ভালো হবে তা বলা যায়।

এক নজরে সেগি বিশ্ববিদ্যালয়

  • অবস্থান যথাক্রমে ৫টি ক্যাম্পাস: ১. কোতা দামানসারা ২. কুয়ালালামপুর ৩. সুবাং জায়া ৪. পেনাং ৫. কুচিং।
  • ধরন: বেসরকারি।
  • শিক্ষার্থীর সংখ্যা: প্রায় ২৫০০০।
  • মালয়েশিয়ার স্থানীয় র‍্যাংকিং এ ফাইভ স্টার মানের এ বিশ্ববিদ্যালয়।
  • উল্লেখযোগ্য ফ্যাকাল্টি: বিজনেস এন্ড একাউন্টিং, হেল্থ সাইন্স, কমিউনিকেশন স্টাডিজ, ক্রিয়েটিভ ডিজাইন, প্রকৌশল, আইন, এমিরিকান ডিগ্রী প্রোগ্রাম, টুরিজম, ব্যবসা শিক্ষা ইত্যাদি।
  • ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন প্রগ্রামে বিভিন্ন রকম।
  • ইনটেক: ফাউন্ডেশন ও ব্যাচেলর এর জন্য প্রায় সারা বছরেই এখানে ভর্তি হওয়া যায়। এছাড়া ভিন্ন ভিন্ন সাবজেক্টের ইনটেক ও আলাদা হয়।

স্কলারশিপ:

SEGi University তে তাদের নিজস্ব স্কলারশিপের পাশাপাশি বাহিরের স্কলারশিপও আছে। নিজস্ব স্কলারশিপ গুলো সাধারণত পারশিয়াল বা আংশিক হয়ে থাকে।

আন্তর্জাতিক যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করা যাবে

  • University of Sunderland, UK
  • Abertay University, UK
  • University of London
  • University of Greenwich
  • Troy University, UK
  • University of Southern Queensland, Australia

ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা:

  • ফাউন্ডেশন প্রগ্রামের জন্য ও লেভেল বা এসএসসি।
  • ব্যাচেলর এর জন্য এইচএসসি।
  • পোস্ট গ্রাজুয়েট এর জন্য ব্যাচেলর ডিগ্রী।

ভাষাগত যোগ্যতা কি লাগে?

  • ফাউন্ডেশন প্রগ্রামের জন্য আই.ই.এল.টি.এস দরকার হয় না।
  • ব্যাচেলর এ সাধারণত আই.ই.এল.টি.এস ৬ লাগে।
  • পোস্ট গ্রাজুয়েট এ আই.ই.এল.টি.এস দরকার হয় না যদি ব্যাচেলর এ মিডিয়াম অব এডুকেশন ইংলিশ আছে এ মর্ লেটার থাকে।

সেগী ইউনিভার্সিটি পড়তে যাওয়ার খরচ

প্রগ্রাম ও সাবজেক্ট খরচ ভিন্ন ভিন্ন হয়। ব্যাচেলর প্রোগ্রামের জন্য টিউশন ফি হিসাবে অন্তত বছরে অন্তত ৩/৫ লাখ টাকা লাগে। এর সঙ্গে শিক্ষার্থীর থাকা-খাওয়া, যাতায়াত, পোশাক, হাতখরচ, চিকিৎসা বাবদ বছরে আরও ১/২ লাখ টাকা যোগ করতে হবে।

যেমন, ফাউন্ডেশন প্রগ্রামের জন্য টোটাল ১৮০০০ থেকে ২০০০০ হাজার রিঙ্গিত লাগে। অর্থাৎ মোট ৪-৫ লাখ টাকা দরকার হয়।
ব্যাচেলর এ ৬০ থেকে ৯০ হাজার রিঙ্গিত লাগে। এম বি বি এস এর জন্য ৩.৫ লাখ রিঙ্গিত প্রায় দরকার হয়।
সেগী’র সব সাবজেক্টের ফি বিস্তারিত এখানে


Student Visa পেতে চান? কোন চিন্তা নেই, সেবারু ডটকম আছে আপনার পাশে।
আমাদের কাছ থেকে কল পেতে এখানে ক্লিক করে গুগল ফরম পুরন করুন- রেজিস্ট্রেশন ফরম
ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে বা আমাদের লাইভ দেখতে জয়েন করুন- https://fb.com/groups/studentvisahelpline
নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন: ইউটিউব চ্যানেল
Mobile: +8801711981051 / What’s app (10 am-9pm)। এই সময়ের মধ্যে কল করুন প্লিজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *