Shebaru

হেলথ টেকনোলজিত ও প্যারামেডিকেল কোর্স এ ভর্তি ও ক্যারিয়ার

হেলথ টেকনোলজি ভর্তি

হেলথ টেকনোলজিত ও প্যারামেডিকেল কোর্স এ ভর্তি ও ক্যারিয়ার

হেলথ টেকনোলজির সাথে সংশ্লিষ্ট আরও সাবজেক্ট সমূহ:

আরো বেশ কয়েকটি বিষয় রয়েছে যেগুলি কোন না কোনভাবে চিকিৎসা সেবার সাথে জড়িত এবং যে কেউ ক্যারিয়ার হিসেবে এ পেশাগুলো গ্রহণ করতে পারেন।
যেমন, ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন প্যারামেডিকেল কোর্স, ৬ মাস মেয়াদি প্রফেসনাল সার্টিফিকেট ইন আল্ট্রাসাউন্ড কোর্স ইত্যাদি।
নিচে এদের কয়েকটি সম্পর্কে ধারণা দেওয়া হল।

হেলথ ইকোনমিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন-ব্যান্ড ইউনিভার্সিটিতে হেলথ ইকনোমিক্স পড়া যায়। বড় বড় এনজিও WHO, UNICEF ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো খুব লোভনীয় বেতনের চাকরির সুযোগ রয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে এ বিষয়ে স্কলারশীপ দেওয়া হয়। তবে প্রার্থীকে অবশ্যই ভাল অংকের মেধা থাকতে হবে।

পুষ্টিবিবজ্ঞান : হাসপাতালের ডায়েটিশিয়ান হিসেবে চাকরির সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়া যায়।
হেলথ ম্যানেজমেন্ট : বড় বড় হসপিটাল পরিচালনা করার কৌশল নিয়ে এ বিষয় গড়ে উঠেছে। এমবিবিএস করার পর এ বিষয়ে মাস্টার্স করা যায় অথবা সরাসরি বিবিএ করে হেলথ ম্যানেজমেন্টে মাস্টার্স করা যায়।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top