Shebaru

অনলাইন টাইপিং জব করে মাসে লাখ টাকা আয় করার সহজ উপায়

অনলাইন টাইপিং জব

অনলাইন টাইপিং জব করে মাসে লাখ টাকা আয় করার সহজ উপায়

বাংলাদেশ ও ইন্ডিয়ার ছেলে মেয়েরা ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠিত অথেন্টিক মার্কেট প্লেসের মাধ্যমে অনলাইন টাইপিং জব করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। সুতরাং তুমিও পারবে। এর জন্য চাই সঠিক সিন্ধান্ত, পরিশ্রম ও ভালো একটি মাধ্যম। এ তিনটি একটি না থাকলেও আয় করার স্বপ্ন বৃথা হবে!
সাথে ইন্টারনেট কানেকশন ও ইংরেজি অথবা বাংলা যে কোন একটি ভাষায় টাইপিং দক্ষতা থকলেই অনলাইনে আয় করা খুবই সহজ।
এখন আপনার দক্ষতা অনুযায়ি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আর এ সুযোগ করে দিচ্ছে সেবারু ডট কম।
এবার আসুন জেনে নেই, কিকি দক্ষতা ও যোগ্যতা লাগবে? কিভাবে কাজ করবেন? কিভাবে উত্তলন করবেন ইত্যাদি বিষয়।
এটি মূলত ছাত্রদের জন্য অনলাইনে আয় করার দারুণ সুযোগ করে দেবে। তা আবার ঘরে বসে।

অনলাইন টাইপিং জব এর জন্য

অনলাইন টাইপিং জবের জন্য কম্পিউটারে ইংরেজি ও বাংলা বিশেষ করে ইউনিকোডে বাংলা লেখা ছাড়াও যে সকল যোগ্যতা লাগে তা হল-

  • ইংরেজিতে জ্ঞান থাকতে হবে। যাতে করে কোন বাংলা আর্টিকেল লেখতে গিয়ে ইংরেজি আর্টিকেল থেকে তথ্য নিতে পারেন।
  • এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইউনিকোড এ কনর্ভাট করা জানতে হবে।
  • বিজয় বাংলায় ইউনিকোডে লেখার যোগ্যতা থাকতে হবে।
  • প্রতি মিনিটে ৩৫ থেকে ৫০টি শব্দ টাইপ করার মত দক্ষতা থাকতে হবে। যাতে করে প্রতি দিন কমপক্ষে ২ টি কন্টেন্ট রেডি করতে পারেন।
  • নির্ভুলভাবে বাংলা বা ইংরেজি লেখায় পারদর্শি হতে হেবে, যেন আপনার লেখা কন্টেট এ হাত দিতে না হয়। অথবা অল্প ইডিট করলেই চলে।
  • কন্টেন্ট লেখা কাজের বেশিচাপ পড়লে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া মত দক্ষতা থাকতে হবে।
  • আর্টিকেল রাইটিং এর সময় সিমার মধ্যেই কাজ শেষ করার মানসিকতা থাকতে হেবে।

কত টাকা উপার্জন করতে পারেন টাইপিং জব করে?

যদি অনলাইন টাইপিংয়ের কাজ বা ডেটা এন্ট্রি কাজের বিষয়ে সত্যিই আগ্রহী হন। যদি দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকে।
তাহলে আপনি প্রতি মাসে ৳২০,০০০-৩০০০০ হাজার টাকা খুব সহজে অনলাইনে আয় করতে পারবেন। শুধু তাই নয়
অনলাইন টাইপিং জব করে মাসে লাখ টাকা আয় করতে পারেন। এর থেকে অনলাইনে আয়ের আর সহজ উপায় কি?
বিভিন্ন মার্কেট প্লেসে একাউন্ট খুলে অনলাইনে আয় করতে পারেন।

ফাইভারে একাউন্ট খুলে অনলাইন টাইপিং জব এর জন্য আবেদন করতে পারেন। খুব সমস্যা হলে আমার ইউটিউব এর একটি ভিডিও দেখুন ফাইবার একাউন্ট খোলার নিয়ম। বা যোগাযোগ করুন সেবারু ডটকম মার্কেটিং টিমের সাথে।

ঘরে বসে সেরা ৭টি অনলাইন টাইপিং জব

করনা কালীন এই সময়ে হাজার হাজার ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের টাইপিং জব করে অনলাইন থেকে আয় করছে। আপনিও খুব সহজে
নিচের কাজ গুলো থেকে একটি বেছে নিতে পারেন।

  • কনটেন্ট বা ব্লগ রাইটিং জব
  • ডাটা এন্ট্রি জব (data entry)
  • ছবি থেকে লেখা (image to text)
  • ফরম পুরণ জব/ (form filling)
  • ক্যাপচা পুরণ জব (captcha entry)
  • ভাষান্তর জব (translation)
  • অনলাইন সার্ভে (Online survey)

কনটেন্ট বা ব্লগ রাইটিং

শুরূতে আপনাকে জানতে হবে কন্টেন্ট কি? কনটেন্ট মূলত অনলাইনে প্রকাশের জন্য তৈরি লেখা, ছবি, অডিও বা ভিডিও। যা ওয়েবসাইট এ প্রকাশ করা হয়।
ওয়েবসাইট বা ব্লগ সাইট এর জন্য ফিচার বা প্রবন্ধ লেখার জন্য আজকাল লেখক হায়ার করা হয়। চাহিদা অনুযায়ী রাইটার পাওয়া যায় না বিধায় এ কাজের
মাধ্যমে ভালো আয় করা যায়। বাংলাদেশে ছাত্রদের জন্য চাকরি পাওয়া কঠিন। তাই কনটেন্ট রাইটিং করে চাকরির মতই আয় করার একটা দারুন সুযোগ
ছাত্রদের জন্য । যেটা একটি চাকরির বিকল্প হতে পারে।

কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়?

এসইও ফ্রেন্ডলি কনটেন্ট ছাড়া আসলে কোন কন্টেট এর মূল্য নেই। বিশেষত যারা গুগল এডসেন্স একাউন্ট থেকে আয় করতে চায়।
এসইও ফ্রেন্ডলি কনটেন্ট রাইটিং টিপস নিয়ে খুব ভালো লিখেছে বিএন লাইট নামক একটি ওয়েবসাইট। সেখান থেকে বাংলা লেখার যাবতীয় টিপস
খুব সহজে পেতে পারেন। এ ছাড়াও গুগলে কিভাবে ভালো বাংলা কন্টেন্ট তৈরি করতে হয় সে বিষয়ে সার্চ দিন।

ডাটা এন্ট্রি জব

অনলাইন টাইপিং জবের নাম শুনলে প্রথমে আমাদের মাথাই ডাটা এন্ট্রি কাজের নাম খেয়ালে আসে। আমাদের দেশে বহু ছেলে-মেয়ে এই জবের মধ্যে নিযুক্ত আছেন।
শুধু ডাটা এন্ট্রি জব করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। শুধু আপনার ভালো টাইপিং স্কিল থাকতে হবে।
ডাটা এন্ট্রি জব এর মধ্যে বিভিন্ন ধরন আছে যেমন, ফরম ফিলাপ করা, ইমেজকে লেখায় পরিণত করা, কপি এবং পেস্ট এর মত সহজ কাজ ইত্যাদি।
ডাটা এন্ট্রি জব আগ্রহ হলে Fiverr, Elance, Upwork এর মত সাইটে ঘুরে দেখুন। এ ছাড়া আপনাদের ডাটা এন্টেরি কাজের ২-৩ বছর বা তার বেশি অভিজ্ঞতা
থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, কাজ দেব ইনশাআল্লাহ।

ছবি থেকে লেখা (image to text)

ধরুন একটি কোম্পনী আপনাকে কিছু ছবি বা পিডিএফ ফাইল দিলো এবং বলল আপনি এগুলো দেখে দেখে এমএস ওয়ার্ডে লিখে দেবেন। অথবা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করে দেবেন।
এধরনের কাজকে ছবি থেকে লেখার জব বলা হয়।

ফরম পুরণ জব/ (form filling)

ব্যাংকের মত অনেক প্রতিষ্ঠান আছে যাদের গ্রাহকরা ফরম পুরুন করে জমাদেন। সেই হার্ড কপিকে আবার ডাটাবেজ এ পোস্টিং দিতে হয়। এ কারণেই জব দাতা প্রতিষ্ঠান গুলো ফরম পুরণ করার
জন্য আপনাকে ভাড়া করবে।

ক্যাপচা পুরণ জব (captcha entry)

আজকাল যে কোন ফরম পুরুণ করতে গেলেই দেখা যায় এই ক্যাপচা পুরণ এর ব্যাপারটি । বিভিন্ন মার্কেটপ্লেসে গেলেই এধরনের অনেক কাজ পাবেন।

ভাষান্তর জব (translation)

আপনি যদি বাংলার পাশা পাশি ইংরেজী, আরবী বা অন্য যেকোন ভাষা ভালো জানেন তাহলে অনুবাদ করেও অনলাইনে ইনকাম করতে পারেন।
ফাইবার, ফ্রিল্যান্সার সহ বিভিন্ন ওয়েবসাইটে এ ধরনের কাজ পাওয়া যায়।

অনলাইন সার্ভে (Online survey)

আপনি জানেন, সার্ভে কি? মূলত অনলাইন সার্ভে মানে হলো, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে প্রশ্ন করা এবং এই প্রশ্নের উত্তর নেওয়া।
প্রশ্ন গুলো বিভিন্ন ধরনের হতে পারে। যেমন কোনো কোম্পনির পণ্য বা সেবার উপর প্রশ্ন করা হয়। কারণ, বেশি ভাগ কোম্পনি গুলো তাদের প্রডাক্ট বা সার্ভিসেস প্রতি মানুষের ধারণা বা প্রতিক্রিয়া জানার জন্য এই সার্ভে করে।

মেয়েদের জন্য অনলাইন জব

হাঁ, বর্তমানে মেয়েদের জন্য অনেক কোম্পানী ঘরে বসে টাইপিংসহ বিভিন্ন জবের সুযোগ করে দিয়েছে। আমাদের সাথেও মেয়েরা আর্টিকেল রাইটিং জব করতে পারে।
এছাড়াও কাস্টমার রিলেশন ম্যানেজার হিসেবেও জব করা যায়। বিস্তারিত জানতে কাজকি ডটকম, কর্ম ডটকম ওয়েবসাইট গুলি ভিজিট করতে পারেন।

অনলাইন ইনকাম বিষয়ে আরও পড়ুন:

প্রতিদিন ৫০০ টাকা অনলাইনে আয় করার সহজ উপায়।

বাংলা লেখা না পারলে কি করবেন?

অনেকেই কি বোর্ডে বাংলা লেখা জানেন না তাদের জন্য সদালাপ নামক ওয়েবসাইট এ ভালো ভাবে নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ঘুরে আসুন।

আর্টিকেল রাইটিং জব করুন আমাদের সাথে!

আপনি যদি নিজেকে বাংলা অথবা ইংরেজিতে দক্ষ মনে করেন । এবং ক্যানভা ব্যবহার করে ছবি ইডিট করতে পারেন তাহলে আমাদের সাথে অনলাইনে টাইপিং করতে যোগাযোগ করুন।

ট্যাগ: কন্টেন্ট কি, বাংলা লেখা, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কন্টেন্ট তৈরির নিয়ম, কনটেন্ট রাইটিং টিপস, ব্লগ রাইটিং জব, ছাত্রদের জন্য চাকরি ইত্যাদি।

আরও পড়ুন:

পরিশেষে বলা যায়, অনলাইন টাইপিং এর জব গুলো যেমন সহজ তেমন তারাতারি কাজও পাওয়া যায়। শিখলেই হল, আপনাকে একদিনও বসে থাকতে হবে না। তবে শর্ত হল কাজ জানতে হবে।
শুধূ ডিগ্রি থাকলে হবে না। আর যদি কাজ শিখতে চান তবে আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে নিতে পারেন। ধন্যবাদ।


PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?