যোগাযোগ হোক বা শিক্ষা সব ক্ষেত্রেই দরকার ইংরেজি শিক্ষা। বর্তমান বিশ্ব একটি বিশাল গ্রাম।
আর তাই এক সাথে চলতে জানতে হবে আন্তর্জাতিক ভাষা ইংরেজি। আমরা তাই আজ জানাব
কিভাবে সহজেই ঘরে বসে ইংরেজি শেখার অ্যাপ ব্যবহার করে আপনি নিজেই তা শিখতে
পারবেন।
ভাষা শিক্ষার জন্য অন্যতম সহজ উপায় এই এপ্স গুলো। আর এতে আছে সহজ সব নিয়ম। যা
আপনার ভীতি কমাতে সাহায্য করবে।
ইংরেজি শেখার সেরা উপায় কি?
নতুন ভাষা শিখা সব সময়ই বেশ কষ্টকর। আর তাই মানুষ ভয়ে পিছিয়ে যায় শিখার ক্ষেত্রে। আর
তাই নানা প্রতিষ্ঠান বিভিন্ন এপ্স তৈরি করে যেন মানুষের জড়তা কমে আর সে ইংরেজি ভাষা শিক্ষায় আগ্রহী হয়ে উঠে। এখানে থাকে নানা প্রাথমিক শব্দ যা আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার
করেন। এভাবে আস্তে আস্তে তারা বাক্য গঠনে দিকে আগ্রহী হয়ে উঠে।
ইংরেজি শেখার সহজ উপায় গুলোর মধ্যে এটি অন্যতম। চলুন জেনে নেই ইংরেজি শেখার সেরা উপায় গুলোর মধ্যে অন্যতম ৫ টি এপ্স সম্পর্কে।
১। Duolingo
বর্তমান পৃথীবিতে ইংরেজি শেখার সবচেয়ে ভালো এপ্স হল ডুওলিংগ। এই বেশ ব্যবহার উপযোগী।
গুগল প্লে স্টোর গিয়ে আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন এই এপ্সটি। তারপর সেখান থেকে ইংরেজি ভাষা সিলেক্ট করে নিবেন। কারন সেখানে প্রায় ৫০ এর অধিক ভাষা শিখার বা সিলেক্ট করার উপায় আছে।
ইংরেজি ভাষা টিক দেয়ার পরে আপনি পেয়ে যাবেন প্রথম পেইজ। যেখানে থাকবে বর্ণ পরিচয়।
এভাবে ক্রমান্নয়ে আপনি পাবেন কিভাবে সম্মোধন করে, বা ঘরের জিনিষপত্রকে কি বলে, ইত্যাদি।
একটি ধাপ শেষ হলেই আপনি পরবর্তি ধাপে যেতে পারবেন।
এছাড়া আপনি চাইলে এই ইংরেজি শেখার কোর্স শেষে একটি বিশেষ পরীক্ষা দিতে পারেন যা তারা
প্রতি বছর নির্ধারিত সময়ে নিয়ে থাকে। আর এটি আপনার উচ্চ শিক্ষায় সহায়ক ভূমিকা পালন
করে। এপ্স ডাউনলোড এর লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.duolingo&hl=en&gl=US
২। Google Translate
সার্চ ইঞ্জিনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল গুগল ট্রান্সলেটর। আপনি আপনার নিজস্ব ভাষায়
লিখলে গুগল তা ইংরেজি ভাষায় রুপান্তর করে দিবে। যদিও এটি মাঝে মাঝে সমস্যা করে অনুবাদের ক্ষেত্রে তবে শব্দ এর ক্ষেত্রে এটি সঠিকভাবে অর্থ দেখায়।
ব্যক্তিগত ভাবে আমার কাছে এটি সবার জন্য বেশ উপযোগী এপ্স মনে হয়। কারন যেকেউ
এখানে খুব সহজেই ইংরেজি ভাষা শিখতে পারবেন।
৩।Hello English
ইংরেজি শেখার সবচেয়ে ভালো এপ্স আরেকটি হল \”হ্যালো এপ্স\”। এর মাধ্যমে আপনি অত্যন্ত
সহজ ভাবে ইংরেজি বলতেও পারবেন। এখানে রইয়েছি ৪৭৫ টি পাঠসূচী। আর ২২ টি ভিন্ন
ভাষা থেকে আপনি ইংরেজি ভাষা শিখতে পারবেন।
এখানে ইংরেজি ভাষা মজায় মজায় শিখতে বিভিন্ন ভিডিও, দৈনিক সংবাদ, ই-বুক ইত্যাদি
সংযোজন করা হয়েছে। ইংরেজি শেখার গাইড লাইন রুপে আপনি একে দেখতে পারেন। গুগল
প্লে স্টোর থেকে ডাউইনলোড করার লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.CultureAlley.japanese.english&hl=en&gl=US।
৪। Lingbe
নেটিভ ইংরেজি শেখার সবচেয়ে ভালো এপ্স হল লিংগাবি। এখানে আপনি প্র্যাক্টিস করতে
পারবেন, কল করতে বা প্রশ্ন করতে পারবেন। এছাড়া আপনি কিছু না বুঝলে তা প্রশ্ন ও চ্যাট
করতে পারবেন।
আর এভাবে ধীরে ধীরে আপনি নেটিভ ইংরেজি উচ্চারণ ও তাদের মত বলা শিখে যাবেন। আর
তাই ইংরেজি শিখার সেরা উপায় হিসেবে এই এপ্স সবার কাছে জনপ্রিয়। গুগল প্লে স্টোর থেকে
ডাউনলোড করার লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.lingbe.app&hl=en&gl=US
৫। Learn English Phrases
বাংলায় যেমন কিছু শব্দ গুচ্ছ আছে, তেমনই ভাবে ইংরেজিতেও আছে যাকে ফ্রেজ বলে।
আমেরিকান ও ব্রিটিষ ইংরেজি উচ্চারণ ভিন্ন। আর এই এপ্সে আপনি দুটোই শিখতে পারবেন।
এছাড়া চাইলে আপনি নিচের ইংরেজি বলা বাক্যাংশ রেকর্ড করে শুনতে পারবেন উচ্চারণ।
আর নিজের ভুলও নির্ধারন করতে পারবেন নিমিষেই।
এন্ড্রয়েড ফোন গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে নিচের লিংক এর মাধ্যমে সহজেই ডাউনলোড
করতে পারবেনঃ https://play.google.com/store/apps/details?id=com.bravolang.english&hl=en&gl=US
এছাড়া আপনি আমাদের শিক্ষা নিয়ে লেখা আর্টিকেল গুলো দেখতে পারেন। আর বুঝতে পারবেন কেন ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে।
১। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা স্কলারশিপ ও ক্যারিয়ার ২০২২
২। রাশিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২২
৩। কানাডায় উচ্চশিক্ষা: কানাডায় স্কলারশিপ পাওয়ার উপায় ২০২২
ইংরেজি শেখার আরও অ্যাপ
নিজের চারাপাশ জানতে আর ব্যবসা সহ শিক্ষা ও অন্যান্য সব ক্ষেত্রে ইংরেজি শিক্ষা জরুরী। কারন আন্তর্জাতিক ভাষা হিসেবে এর প্রচার ও বিস্তার অপরিসীম।
ইংরেজি ছাড়া কোন কিছুই বর্তমানে করা প্রায় অসম্ভব। আর তাই উপরে বর্ণিত সেরা ৫ টি আ্যাপ এর পাশাপাশি গুগল প্লে স্টোরে সার্চ দিয়ে জেনে নিতে পারেন আরও সহজ ও সুন্দর বেশ কিছু ইংরেজি শেখার অ্যাপ। তবে ডাউনলোড করার আগে রেটিং গুলো দেশে নেবেন।
আপনার যেকোন মতামত জানাতে আমাদের ইনবক্স করতে পারবেন। সবার আগে সর্বশেষ তথ্য
নিয়ে আমরা আছি আপনার সাথে।