Shebaru

মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপের সুযোগ

বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি ইউনিভার্সিটি মালায়া, মালয়েশিয়া। ২০২৫ সালের কিউএসে র‌্যাংকিং অনুযায়ী বিশ্বে ৬০তম অবস্থান দখল করেছে বিশ্ববিদ্যালয়টি। এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পশ্চিমে ৯২২ একর জমির উপর অবস্থিত। ১৯০৫ সালের ২৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে কিংডম এডওয়ার্ড কলেজ এবং ৮ অক্টোবর ১৯৪৯ সালে কিংডম এডওয়ার্ড মেডিকেল কলেজ এবং ১৯২৮ সালে রাফেলস কলেজের সাথে মিলিয়ে মালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী এখানে পড়তে যেতে চায়। এ বিশ্ববিদ্যালয় এর স্কলারশিপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল।

অবস্থান:মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

❆❆কেন পড়বেন মালয়েশিয়াতেঃ❆❆
⌗ মালয়েশিয়াতে লেখাপড়ার খরচ অন্যান্য উন্নত বিশ্বের লেখাপড়ার খরচ থেকে অনেক কম।
⌗ ভর্তি এবং ভিসা প্রোসেস খুবই দ্রুত হয়।
⌗ মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে Visa Approval Letter হয়ে গেলে এম্বাসিতে কোন রকম জটিলতা হয় না।
⌗ ভিসা হওয়ার পরে টিউশন ফি দিতে হয়।
⌗ বছরের যেকোন সময় আবেদন করা যাবে।
⌗ নূন্যতম এস এস সি / O level / দাখিল পাশ করেও আবেদন করা যাবে।
⌗ কোন Bank Sponsor / Bank Statement দেখানোর প্রয়োজন হয় না।
⌗ কিছু কিছু প্রোগ্রাম / সাব্জেক্ট ছাড়া IELTS / TOELF বাধ্যতামূলক নয়।
⌗ স্টুডেন্টের সকল কাগজ ঠিক থাকলে মালয়েশিয়ার ভিসা সাধারনত রিজেক্ট হয় না।

স্কলারশিপ তথ্য

UM Bright Talent Scholarship (2025)

উদ্দেশ্য: মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল স্কলারশিপ প্রদান করা।

সুবিধাসমূহ:
• টিউশন ফি সম্পূর্ণ মওকুফ
• মাসিক স্টাইপেন্ড (জীবনযাপনের জন্য)
• আবাসন ভাতা
• মেডিকেল ইন্স্যুরেন্স
• গবেষণার জন্য ফান্ড (বিশেষ করে PhD শিক্ষার্থীদের জন্য)

যোগ্যতা:

• যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী

• Bachelor’s ডিগ্রিতে GPA কমপক্ষে 3.70 বা সমমান

• ইংরেজি দক্ষতা প্রমাণের জন্য IELTS বা TOEFL স্কোর

• ফুল টাইম রিসার্চ বা কোর্স-ওয়ার্ক প্রোগ্রামে ভর্তি হতে হবে

আবেদনের সময়সীমা: সাধারণত মে থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত

UM Excellence PhD Scholarship

উদ্দেশ্য: পিএইচডি গবেষণার জন্য উৎকৃষ্ট শিক্ষার্থীদের সহায়তা করা

সুবিধাসমূহ:
• সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
•মাসিক ভাতা RM 2,200 পর্যন্ত
• গবেষণা সামগ্রী ও প্রজেক্ট ফান্ড

যোগ্যতা:

• সংশ্লিষ্ট বিষয়ে Master’s ডিগ্রি থাকতে হবে

• CGPA ন্যূনতম 3.70

• শক্তিশালী রিসার্চ প্রোপোজাল ও পূর্ববর্তী প্রকাশনা থাকলে অগ্রাধিকার

Student Financial Aid Award (Postgraduate)

উদ্দেশ্য: অর্থনৈতিকভাবে অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তা

সুবিধাসমূহ:
• আংশিক বা পূর্ণ টিউশন ফি মওকুফ
• ল্যাব/রিসার্চ ভাতা
• শিক্ষাবর্ষে একবার বই/রিসোর্স সহায়তা

যোগ্যতা:

• মালায়া বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম ভর্তি

• সন্তোষজনক একাডেমিক রেকর্ড

• অর্থনৈতিক অসচ্ছলতা প্রমাণপত্র জমা দিতে হবে

Malaysia International Scholarship (MIS)

সরকারি স্কলারশিপ (Ministry of Higher Education, Malaysia)

সুবিধাসমূহ:
• পূর্ণ টিউশন ফি
• মাসিক ভাতা (RM 1,500 – RM 2,500)
• মেডিকেল ইন্স্যুরেন্স
• ভিসা এবং ট্রাভেল ভাতা

যোগ্যতা:

• আন্তর্জাতিক শিক্ষার্থী

• মালায়া বিশ্ববিদ্যালয়সহ MOHE অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে

• একাডেমিক ফলাফল ও ইংরেজি দক্ষতা ভালো হতে হবে

কোন কোন বিষয়ে স্কলারশিপ দেওয়া হয়

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ, মালয় স্টাডিজ, পরিবেশ, ভাষা এবং ভাষাবিজ্ঞান, ফার্মেসি, অর্থনীতি এবং প্রশাসন, প্রকৌশল, শিক্ষা, দন্তচিকিৎসা, বিজনেস এন্ড অ্যাকাউন্টিং, মেডিসিন, বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ক্রিয়েটিভ আর্টস এবং আইন নিয়ে পড়াশোন করতে পারবেন।

এক নজরে University of Malaya

নাম: মালায়া বিশ্ববিদ্যালয় (UM) University of Malaya
অবস্থান: কুয়ালালামপুর
ধরন: সরকারি
উল্লেখযোগ্য বিষয়: প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, অর্থনীতি, চিকিৎসাবিজ্ঞান, সমাজবিজ্ঞান
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা:
জিপিএ: ন্যূনতম: ২.৮-৩.০
আইএলটিএস: ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেক: ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিস: ৫ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর

একাডেমিক প্রোফাইল

বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মালায়া বিশ্ববিদ্যালয় ৮৭ তম স্থান অর্জন করেছে। মার্কিন নিউজ ও ওয়ার্ল্ড রিপোর্ট বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মালায় বিশ্ববিদ্যালয় রয়েছে।

লক্ষ্য:

গবেষণা, উদ্ভাবন, প্রকাশনা এবং শিক্ষণ উচ্চতর শিক্ষার একটি আন্তর্জাতিকভাবে বিখ্যাত প্রতিষ্ঠান তৈরী করাই প্রধান লক্ষ।

উদ্দেশ্য:

বিশ্ববিদ্যালয়ের একমাত্র উদ্দেশ্য দেশের জন্য এবং মানবতার জন্য মান গবেষণা এবং শিক্ষা মাধ্যমে জ্ঞান এবং শেখার অগ্রগতি।

অনুষদঃ

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদ, ২টি পরিষদ এবং ৩টি কেন্দ্র, রয়েছে যথা: আইন অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, দন্তচিকিত্সা, মেডিসিন অনুষদ, পরিবেশ নির্মিত অনুষদ , অর্থনীতি অনুষদ ও ব্যবসা প্রশাসন অনুষদ এবং হিসাববিদ্যা অনুষদ, বিজ্ঞান অনুষদ, ভাষা ও ভাষাতত্ত্ব, কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, অ্যাকাডেমি অফ এশিয়ান স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, সাংস্কৃতিক কেন্দ্র, খেলার জায়গা এবং সেন্টার ফর স্টাডিজ ফাউন্ডেশন (ইউনিভার্সিটি অব মালায়া)।

স্কলারশিপের সুবিধা সমূহ

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • আবাসন ফি প্রদান করা হবে।
  • জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:

  • যে কোনো দেশের আন্তর্জাতিক ছাত্ররা মালয়া স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • স্নাতকোত্তর স্কলারশিপের জন্য স্নাতকে ন্যূনতম ৩.০ সিজিপিএ থাকতে হবে।
  • পিএইচডি-র জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট।
  • একটি জীবনবৃত্তান্ত বা সিভি।
  • দুটি সুপারিশ চিঠি।
  • একটি গবেষণা পরিকল্পনা।

 

মালায়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

আমাদের ঠিকানাঃ সেবারু,৩য়-তলা,ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।অথবা কল করুনঃ ০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top