বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বাংলায় বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এর সংখ্যা অনেক। ইউটিউব চ্যানেলের পাশাপাশি রয়েছে ওয়েবসাইট।
উচ্চশিক্ষা বিষয়ে বাংলা ওয়েবসাইটের সংখ্যা ইউটিউব চ্যানেলের চেয়ে বেশি। ২০২২ সালের জন্য বিভিন্ন দিক বিবেচনায় আমরা সেরা দশটি করে
ইউটিব চ্যানেল ও ওয়েবসাইটের একটি তালিকা তৈরি করেছে। সেবারু গবেষণা বিভাগ এ কাজটি দীর্ঘ সময় ধরে অনলাইন মাধ্যমে গবেষণা করেছে।
নিচে ২০২২ সালের জন্য ক্রমনানুসারে প্রথমে ১০ টি ইউটিউব চ্যানেল ও পরে ১০ টি সেরা ওয়েবসাইটের নাম ও সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল-
BBC News বাংলা -১
BBC News বাংলা চ্যানেলটি ৫ বছর আগে যাত্রা শুরু করে। যার সাবসক্রাইবার ১.৯ মিলিয়ন। 2,941 টি ভিডিও আছে এখানে। এখানে ২৫ ডিসেম্বর ২০২০ এ প্রকাশিত “বিদেশে উচ্চশিক্ষা: বিশ্ববিদ্যালয়ে বৃত্তি বা স্কলারশিপ পেতে যেসব বিষয় জানা জরুরি” বিষয়ক ভিডিওটি 273,754 বারেরও বেশি ভিউ হয়েছে। ভিডিওটির সময় ৫ মিনিট ৪ সেকেন্ড।
Khalid Farhan -২
এ ওয়েবসাইটে উল্লেখযোগ্য ভিডিওটির শিরোনাম হল, “(বিদেশে উচ্চশিক্ষা): আমি যেই ৬ টা স্টেপ ফলো করেছিঃ নিজে নিজেই সব কিছু প্রসেস করুন”
চ্যানেলটি আরম্ভ হয়েছে: ১০ ডিসেম্বর ২০১৬
সাবস্ক্রাইবার সংখ্যা: 89.6K
ভিডিও আপলোড: ১০৯ টি
গড় ভিডিও ভিউ দৈনিক: ৫০০০
মন্তব্য: যদিও এ চ্যানেলটি ফ্রিল্যান্সিং বিষয়ক বেশি ভিডিও করে থাকে।
Career & Abroad– ফাহাদ ৩
এ ওয়েবসাইটে উল্লেখযোগ্য ভিডিওটির শিরোনাম হল, Study in Turkey for Bangladeshi Students| Turkey Government Scholarship|
চ্যানেলটি আরম্ভ হয়েছে: ৮ জুলাই ২০২০
সাবস্ক্রাইবার সংখ্যা: জানায়নি
ভিডিও আপলোড: ২০৭ টি
গড় ভিডিও ভিউ দৈনিক: ৭৩২৪৫ টোটাল ভিউ
মন্তব্য: যদিও এ চ্যানেলটি চাকরি বিষয়ক বেশি ভিডিও করে থাকে। নতুন চ্যানেল
Axiom Education Group– ৪
এ ওয়েবসাইটে উল্লেখযোগ্য ভিডিওটির শিরোনাম হল, “এস এস সি বা ও লেভেল পর কি পড়তে যাবেন বিদেশে | জানতে হলে ভিডিও টি দেখুন”
চ্যানেলটি আরম্ভ হয়েছে: অক্টোবর ২০১৬
সাবস্ক্রাইবার সংখ্যা: ৬ হাজারের বেশি
ভিডিও আপলোড: ২২৭ টি
গড় ভিডিও ভিউ দৈনিক: ৫৫ এর বেশি
মন্তব্য: এ চ্যানেলটি শিক্ষা কনসালটেন্সি বিষয়ক বেশি ভিডিও করে থাকে। বিভিন্ন দেশে ইমিগ্রেশন রিলেটেড খবর পাওয়া যায়।
World in Bengali- ৫
এ ওয়েবসাইটে উল্লেখযোগ্য ভিডিওটির শিরোনাম হল, “বিনা খরচে বা কম খরচে পড়ালেখা করতে পারবেন ইউরোপের যে দেশগুলোতে”
ভিডিও আপলোড: ২৬৯ টি
সাবস্ক্রাইবার সংখ্যা: ৩২২ হাজারের বেশি
চ্যানেল টাইপ: শিক্ষা
চ্যানেলটি আরম্ভ হয়েছে: ১৯ মে ২০১৮
গড় ভিডিও ভিউ দৈনিক: +46,644
মন্তব্য: এ চ্যানেলটি শিক্ষা বিষয়ক বেশি ভিডিও করে থাকে। ভিডিওটি কালেকটেড
এ ওয়েবসাইটে উল্লেখযোগ্য ভিডিওটির শিরোনাম হল, “বিদেশে উচ্চশিক্ষায় প্রাথমিক প্রস্তুতি । সানজেন বিশ্বজয়। পর্ব ১ – SATV | SANGEN Study Abroad”
ভিডিও আপলোড: ৪৬২ টি
সাবস্ক্রাইবার সংখ্যা: ১৫.৫ হাজারের বেশি
চ্যানেল টাইপ: শিক্ষা
চ্যানেলটি আরম্ভ হয়েছে: ১৮ এপ্রিল ২০১৭
গড় ভিডিও ভিউ দৈনিক: +656
মন্তব্য: এ চ্যানেলটি শিক্ষা কনসালটেন্সি বিষয়ক বেশি ভিডিও করে থাকে। বিভিন্ন দেশে ইমিগ্রেশন রিলেটেড খবর পাওয়া যায়।
Career & Abroad-৭
উল্লেখযোগ্য ভিডিও হল, “Scholarship for Bangladeshi Students | Full Funded Scholarship 2020 | ফুল ফ্রী স্কলারশীপ”
তুরস্ক সরকারী বৃত্তি ২০২, “বিদেশে উচ্চশিক্ষার জন্য 2021 সালে বৃত্তি বা স্কলারশিপ প্রদান করতছে যে দেশ গুলো,
Chinese Government Scholarship 2021|Study in China Bangla|CSC Scholarship|চায়না সরকারী স্কলারশীপ২০২১
ভিডিও আপলোড: ৪৬২ টি
সাবস্ক্রাইবার সংখ্যা: ১৫.৫ হাজারের বেশি
চ্যানেল টাইপ: শিক্ষা
চ্যানেলটি আরম্ভ হয়েছে: জুলাই ২০১৬ কিন্তু ৭ মাস আগে থেকে আপলোড করছে।
গড় ভিডিও ভিউ দৈনিক: +656
মন্তব্য: এ চ্যানেলটি শিক্ষা কনসালটেন্সি বিষয়ক বেশি ভিডিও করে থাকে। বিভিন্ন দেশে ইমিগ্রেশন রিলেটেড খবর পাওয়া যায়। দ্রুত গতিতে ভালো করছে।
উল্লেখযোগ্য ভিডিও হল, “কানাডায় Scholarship বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য | (পার্ট -১)”
ভিডিও আপলোড: ৭০ টি
সাবস্ক্রাইবার সংখ্যা: ৭০.৫ হাজারের বেশি
চ্যানেল টাইপ: নেই
চ্যানেলটি আরম্ভ হয়েছে: ২৯ জুলাই ২০১৯
গড় ভিডিও ভিউ দৈনিক: +13,579
মন্তব্য: এ চ্যানেলটি শিক্ষা কনসালটেন্সি বিষয়ক বেশি ভিডিও করে থাকে।কানাডা ইমিগ্রেশন রিলেটেড খবর পাওয়া যায়। দ্রুত গতিতে ভালো করছে।
Md Ferdous Khan Samuel-৯
উল্লেখযোগ্য ভিডিও হল, “Study in Canada from Bangladesh: কারা Canada তে পড়তে আসবেন না! Clear Message! Important (2020)
কানাডার স্টুডেন্ট ভিসা 5 টি সহজ, কানাডায় সম্পুর্ণ টিউশন ও খরচ তোলা সম্ভব। কিভাবে?,Bachelor/Masters/Diploma কোন প্রোগ্রাম PR জন্য ভাল?,কোন Province এ PR পাওয়া Easy?, কানাডায় আসার আগে আপনাকে অবশ্যই যে 2 টি কাজ করতে হবে, IELTS ছাড়া Canada? SSC/HSC Student Must see till End ইত্যাদি।
ভিডিও আপলোড: 227 টি
সাবস্ক্রাইবার সংখ্যা: 37.5K
চ্যানেল টাইপ: —
চ্যানেলটি আরম্ভ হয়েছে: Feb 28th, 2014
দৈনিক গড় সাবক্রাইবার: +100
গড় ভিডিও ভিউ দৈনিক: +5,774
মন্তব্য: এ চ্যানেলটি শিক্ষা কনসালটেন্সি বিষয়ক বেশি ভিডিও করে থাকে। অনেক পুরাতন হিসেবে গতি আরও ভালো হওয়া উচিত ছিল।
Pinnacle Consultancy Group -১০
উল্লেখযোগ্য ভিডিও হল, “Study in Australia from Bangladesh || অস্ট্রেলিয়া সংক্রান্ত সকল তথ্য”
ভিডিও আপলোড: 119 টি
সাবস্ক্রাইবার সংখ্যা: 10.4K
চ্যানেল টাইপ: শিক্ষা
চ্যানেলটি আরম্ভ হয়েছে: May 11th, 2015
গড় ভিডিও ভিউ দৈনিক: +1,519
মন্তব্য: এ চ্যানেলটি শিক্ষা কনসালটেন্সি বিষয়ক বেশি ভিডিও করে থাকে। অনেক পুরাতন হিসেবে গতি আরও ভালো হওয়া উচিত ছিল।
২০১৯ সাল থেকে বেশি ভিউ হচ্ছে। এর আগে তেমন ভিউ নেই।
GREC Videos-১০
উল্লেখযোগ্য ভিডিও হল, “আমেরিকায় পড়তে যাবার খরচ ও সেভিংসের বৃত্তান্ত, ইউনিভার্সিটি সার্চ করার সহজ উপায়”
ভিডিও আপলোড: 1,227 টি
সাবস্ক্রাইবার সংখ্যা: 23.5K
চ্যানেল টাইপ: শিক্ষা
চ্যানেলটি আরম্ভ হয়েছে: June 11th, 2015
গড় ভিডিও ভিউ দৈনিক: +454
মন্তব্য: এ চ্যানেলটি শিক্ষা কনসালটেন্সি বিষয়ক বেশি ভিডিও করে থাকে। অনেক পুরাতন হিসেবে গতি আরও ভালো হওয়া উচিত ছিল।
More Youtube Channels
ইউটিউব সার্চ সাজেশন:
শুরুতেই আমার ইউটিউবের সার্চ বক্স এ বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে যে সাজেশন দেখায় তা থেকে সংশ্লিষ্ঠ ভিডিও গুলো মান যাচাইয়ের জন্য সিলেক্ট করেছি।
আমাদের কিওয়ার্ড রিসার্চে যে সকল কিওয়ার্ড পেয়েছি তার তালিকা নিচে দেওয়া হল-
প্রথম: বিদেশে উচ্চশিক্ষা
দ্বিতীয়: বিদেশে উচ্চশিক্ষার যোগ্যতা
তৃতীয়: বিদেশে উচ্চশিক্ষা জেনে নিন করণীয়
চতুর্থ: বিদেশে উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি বা স্কলারশিপ পেতে যেসব বিষয় জানা জরুরি
পঞ্চম: এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা
আরও পড়ুন
বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেরা ১০টি ওয়েবসাইট…
ট্যাগ: বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা তথ্য, বিদেশে উচ্চশিক্ষা কেন করব, বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২১, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ ২০২১, বিদেশে উচ্চশিক্ষা বৃত্তি, বিদেশে উচ্চশিক্ষা প্রথম আলো, বিদেশে উচ্চশিক্ষার যোগ্যতা, এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা।বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক যেকোনো প্রয়োজনে-
যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।