Shebaru

কাজের ভিসা বিষয়ক অনলাইন সেমিনার ও কোর্স

কাজের ভিসা বিষয়ক অনলাইন ট্রেনিং কোর্স

কাজের ভিসা বিষয়ক অনলাইন সেমিনার ও কোর্স

অনলাইনে কাজের ভিসা সেমিনার/ট্রেনিং টি তাদের জন্য যারা বিদেশে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। যারা প্রতারণার হাত থেকে বাঁচতে চান।
যারা ওয়ার্ক পারমিট, কাজের ভিসা সংক্রান্ত বিষয়ে দক্ষ হতে চান তাদের জন্যই মূলত এ কোর্সটি। আমাদের মাধ্যমে পরিপূর্ণ তথ্য জেনে নিতে পারেন
এবং প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে পারেন।

কেন প্রয়োজন প্রশিক্ষণ?

আপনাকে জানতে হবে কোন দেশে আপনার কর্মসংস্থানের সুযোগ বেশি, সেই দেশ এখন কর্মী নিচ্ছে কিনা। একটু প্রশিক্ষণ নিলেই দক্ষ হয়ে উঠতে পারেন।
আর দক্ষতা বাড়লে বেতনও অনেক বেড়ে যাবে। কাজেই আপনি আগে প্রশিক্ষণ নিন, এরপর বিদেশে যাওয়ার প্রস্তুতি নিন।
প্রশিক্ষণ নিয়ে কেউ বিদেশে গেলে তাঁর দক্ষতা যেমন বাড়বে তেমনি চাহিদাও বাড়বে।

কে প্রশিক্ষণ দেবেন?

সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ইমিগ্রেশন আইনজীবী বা এ পেশায় নিয়জিত অভিজ্ঞ ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ ফি:

অনলাইন সেমিনারের জন্য ১০০ টাকা প্রদান করতে হবে । সেমিনার টি যে কোন শুক্রবার সন্ধার পর ফেসবুক গ্রূপ বা মেসেঞ্জারে অনুষ্ঠিত হবে।
অবশ্য তা রেজিস্ট্রেশন করার পর ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে। যা শুধুমাত্র সেমিনারে রেজিস্ট্রেশন খরচ হিসেবে বিবেচিত হবে।
লং কোর্সটি করার জন্য ফি পরে জানানো হবে। তবে একটি পরিক্ষায় যারা পাশ করবেন তারা ফ্রি লং কোর্স করতে পাবেন।

কোর্স করার মাধ্যম

মোবাইল বা ল্যাপটপ কিংবা কম্পিউটারে জুম আ্যাপের মাধ্যমে অনলাইনে কোর্সটি সম্পন্ন করা হবে।

কোর্সের সময়, তারিখ ও মাধ্যম:

সাধারণত প্রতি মাসে একদিন হয়ে থাকে। তারিখ ও সময় ক্লাশের আগেই মোবাইল ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সেই সাথে জুম লিংকও প্রদান করা হবে।

কেন আমাদের অনলাইন কোর্স করবেন?

  • অভিজ্ঞাতা সম্পন্ন প্রশিক্ষক।
  • প্রয়োজনীয় ফ্রি পরামর্শ প্রদান।
  • কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
  • কোন অবাস্তব প্রমিজ করা হয় না।

নারীদের বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ

বাংলাদেশ থেকে ১৯৯০ সাল থেকে পুরুষের পাশাপাশি নারীরাও বিদেশে চাকুরি নিয়ে যাচ্ছেন। তবে ভালোভাবে তথ্য না জানার কারণে অনেকে বিপদেও পড়ছেন।

চাকরির চুক্তি ও ওয়ার্ক পারমিট প্রশিক্ষণ

বিদেশি কোনো কোম্পানির সঙ্গে চাকরির শর্তাবলিসংক্রান্ত যে চুক্তি হয় সেই চুক্তিপত্রকেই চাকরির চুক্তি বা জব কন্ট্রাক্ট বলে। চুক্তির শর্তে বেতন-ভাতা, বাসস্থাপন, আহার-ছুটি, চিকিৎসাসহ কোম্পানির সব সুযোগ-সুবধাি ও শর্তের কথা উল্লেখ থাকে। বিদেশে যে কোম্পানি আপনাকে নেবে কিংবা যে নিয়োগকর্তা তিনি এই চুক্তি করেন। বিদেশে যাওয়ার আগে ভালোভাবে চুক্তি এবং চুক্তির শর্ত জেনে যান।

বিমানের টিকিট সংক্রান্ত

বিদেশে যাওয়ার জন্য কেনা টিকিটে প্লেন ছাড়ার সময় ও এয়ারপোর্টে পৌছানোর সময় লেখা থাকে। এই সময়সূচি ঠিকভাবে বুঝে নিন। পথে কোথাও যাত্রাবিরতি বা ট্রানজিট আছে কিনা সেটিও ভালোভালে জেনে নেওয়া জরুরি।

প্রবাসে থাকা অবস্থায় করণীয়

বিদেশে থাকা অবস্থায় একটি বড় সমস্যা রেমিট্যান্স পাঠানো। এবং দেশের নিয়ম ও ভাষা সম্পর্কে ধারণা।

কোর্সে জয়েন করার জন্য নিচের ফরমটি পুরণ করুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব

কাজের ভিসা সংক্রান্ত লং কোর্সের বিষয়সমূহ

  • জব ভিসা কি এবং কেন ?
  • ওয়ার্ক পারমিট ভিসা কি এবং কেন?
  • কোন দেশে কি কি সুবিধা রয়েছে?
  • জব ভিসার জন্য দেশ নির্বাচন করার সঠিক পদ্ধতি।
  • কোন দেশে কেমন বেতন পাওয়া যায়?
  • কোন দেশে থাকা খাওয়া ও জীবন যাপনের ব্যায় কেমন?
  • পাসপোর্ট করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে?
  • নারীদের জন্য বিদেশে কাজের সুযোগ কেমন?
  • বিমানের টিকেট কখন ও কিভাবে কাটবেন?
  • জব ভিসার স্টেপ বাই স্টেপ গাইডলাইন।
  • ফেসবুক, ইউটিউব, গুগল থেকে কিভাবে ভিসা বিষয়ক তথ্য নেবেন?

প্রিয় বিদেশ গমনেচ্ছু ভাই ও বন্ধুগণ আমরা আপনাদের জন্য সবসময় এমন চিন্তা করি যেটি নিজের জন্য করি। সুতরাং আমাদের কথায় আস্থা রাখুন
আশা করি হতাশ হবেন না। সাথে থাকার জন্য সেবারু ডটকমের পক্ষ থেকে ধন্যবাদ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?