কানাডা সরকার এ বছরই রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম চালু করেছে। কানাডা ভিসা আবেদন ফরম পুরণ সহয়তা করছে সেবারু ডটকম।
কানাডার অন্যান্য ইমিগ্রেশন ভিসা প্রোগ্রামের তুলনায় এই প্রোগ্রামের শর্তাবলী তুলনামূলক সহজ হওয়ায় এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন।
রুরাল ও নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (Rural and Northern Immigration Pilot) প্রোগ্রামটি পরীক্ষামূলকভাবে ৫ বছর চালানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার।
কানাডার মোট ৫ টি প্রদেশের ১১টি কমিউনিটি এই প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছে।
এর মধ্যে রয়েছে অন্টারিও প্রদেশের নর্থ বে কমিউনিটি, সাডবারি কমিউনিটি, টিমিন্স কমিউনিটি, সল্ট স্টি মারি কমিউনিটি এবং থান্ডার বে কমিউনিটি। মানিটোবা প্রদেশের ব্রেন্ডন এবং আলটোনা/রাইনল্যান্ড। সাসকাচুয়ান প্রদেশের মোস জো কমিউনিটি। অ্যালবার্টা প্রদেশের ক্লেয়ারশলম কমিউনিটি। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভারনন কমিউনিটি এবং ওয়েস্ট কুটনে কমিউনিটি। এসব কমিউনিটির মধ্যে গত ১ নভেম্বর থেকে ৫টি কমিউনিটি আবেদন গ্রহণ শুরু করেছে।
আপনার জব নিশ্চিত করার জন্য যে কমিউনিটিতে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী জব খুঁজে পাওয়া যাবে সেখানেই আবেদন করতে হবে। এই প্রোগ্রামে সফল হবার জন্য ৭টি যোগ্যতা অবশ্যই পূরণ করতে হবে।
প্রথমত ১১টি কমিউনিটির যে কোনো একটি কমিউনিটির কমিউনিটি ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে সুপারিশকৃত হতে হবে।
দ্বিতীয়ত, প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রে গত ৩ বছরের মধ্যে ১ বছরের অথবা ১৫৬০ ঘন্টার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
তৃতীয়ত, যোগ্যতা অনুযায়ী জব অফার থাকতে হবে।
চুতুর্থত, ইংরেজিতে দক্ষতার প্রমাণস্বরুপ ন্যূনতম আইইএলটিএস স্কোর ৪ থাকতে হবে।
পঞ্চমত, ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে।
ষষ্ঠত, নিয়ম অনুসারে পর্যাপ্ত ব্যাংক সলভেন্সি থাকতে হবে। সপ্তমত, কানাডার সেই কম্যুনিটিতে বসবাস করার মানসিকতা থাকতে হবে।
এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের বিভিন্ন পেশাজীবীর আবেদন করার সুযোগ থাকছে।
এছাড়াও বিসনেজ ইমিগ্রেশন সম্পর্কে আরও জানুন…
কানাডায় জব ভিসা জন্য যোগ্যতা কি?
ক) কমপক্ষে HSC বা সমমানের পাস।
খ) IELTS 4.0
গ) ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা।
ঘ) পর্যাপ্ত ব্যাংক সলভেন্সি।
কি কি ডকুমেন্টস্ লাগবে?
- পাসপোর্ট এর Information Page এর স্কান কপি।
- ফটোগ্রাফ (8 কপি ব্যাকগ্রাউন্ড সাদা (Size 35\”x 45\”) অথবা সফট্ কপি।
- সার্টিফিকেট: সকল শিক্ষা সনদের স্কান কপি।
- অভিজ্ঞতার সনদ পত্র।
কানাডা ভিসা আবেদন ফরম হেল্পলাইন
- ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং ।
- সঠিকভাবে ভিসা প্রসেসিং ।
- প্রি-ডিপার্চার ট্রেনিং।
- অভিজ্ঞ কাউন্সেলরের জব ভিসা প্রসেস করা হয়।
- আমাদের কোন প্রকার হিডেন চার্জ নেই।
- দ্রুত সময়ে অফার লেটার প্রদান ।
ট্যগসমূহ: কানাডা ভিসা, কানাডা জব ভিসা ২০২১, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2021, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা 2020, কানাডা ভিসা খরচ,
কানাডা ভিসা পাওয়ার উপায়, কানাডা জব ভিসা প্রসেসিং, কানাডা জব ভিসা, কানাডা ভিসার দাম কত, কানাডা ভিসা খরচ ২০২০, কানাডা জব ভিসা খরচ, কানাডা ভিসা আবেদন ফরম, কানাডা ওয়ার্ক পারমিট ভিসা, কানাডা ভিসা খরচ ২০২১
প্রিয় পাঠক, কানাডা ভিসা আবেদন ফরম পুরণ সেবা পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন নিচের লিংক এ ক্লিক করলেই ফেসবুক গ্রুপ পাবেন।