Shebaru

কারিগরি শিক্ষা বোর্ড এর অধীন কেয়ার গিভার কোর্স করে বিদেশে চাকরি

কেয়ার গিভার

কারিগরি শিক্ষা বোর্ড এর অধীন কেয়ার গিভার কোর্স করে বিদেশে চাকরি

প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, বয়স্ক ব্যক্তির সেবা করা, ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় সহায়তা করাই কেয়ার গিভার এর কাজ। জাপান, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ইউরোপ কান্ট্রিতে কেয়ার গিভার পেশার চাহিদা ব্যাপক।
খুব সামান্য অর্থ ও পরিশ্রমের বিনিময়ে কেয়ার গিভার কোর্স করে বিদেশে মাসে ১ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব।
দেশেও রয়েছে কেয়ার গিভার পেশার চাহিদা। দিন দিন বেড়েই চলেছে।

চাকরি নিয়ে জাপান যাওয়ার সুযোগ

বাংলাদেশ থেকে ইতোমধ্যেই জাপানে কেয়ার গিভার (caregiver) পাঠানো শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানের ৭ জন নারী জাপানে যাবার জন্য চূড়ান্ত প্রশিক্ষণ নিয়ে জাপানে পারি জমিয়েছেন। জাপানে এ পেশার নূন্যতম বেতন মাসে ১ লাক্ষ টাকা।
তবে প্রার্থিকে কমপক্ষে এইচএসসি পাশ ও জাপানের বেসিক ভাষা ও সংস্কৃতি জানতে হয়।

কেয়ার গিভার কি?

বিশ্বের উন্নত দেশগুলোর মতো কেয়ার গিভার পেশা বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। একজন দক্ষ কেয়ার গিভার হয়ে দেশকে মানব সম্পদে পরিণত করার জন্য একজন কেয়ার গিভারের অবদান অপরিসীম। নিচে কেয়ার গিভারের কাজের পরিধি আলোচনা করা হল-

  • সেবাগ্রহীতাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সময়মত ঔষধ ও পথ্যাদি খাওয়ানো।
  • সেবাগ্রহীতার পালস, জ্বর, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, শ্বাস প্রশ্বাস ও অন্যান্য ভাইটাল সাইন মনিটর, রেকর্ড এবং রিপোর্ট করা।
  • জরুরী প্রয়োজনে সেবাগ্রহীতাকে হাসপাতালে অথবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।
  • শয্যাগত / অজ্ঞান সেবাগ্রহীতাকে এপাশ ওপাশ করানো এবং ব্যায়াম করানো।
  • সেবাগ্রহীতাকে ফিজিওথেরাপী প্রদান করা, ফিডিং টিউবে খাওয়ানো, নেবুলাইজ করা, অক্সিজেন দেয়া, ইনসুলিন দেয়া এবং প্রয়োজনে কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদান করা।
  • শ্বাস নালীতে খাদ্য বা পানীয় ঢুকে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া, বার্ন, ইনজুরি এবং অন্যান্য ইমারজেন্সীতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা।
  • সেবাগ্রহীতার জন্য ক্যালরী হিসাব করে পুষ্টিকর খাদ্য সামগ্রী বাজার করা, রান্না করা ও পরিবেশন করা।
  • সেবাগ্রহীতাকে খাওয়ানো, গোসল করানো, ড্রেসিং, টয়লেটিং, সাজগোজ ইত্যাদি করানো।
  • হাউজকিপিং, হাউজক্লিনিং, লন্ড্রিসেবা এবং বিভিন্ন স্থানে পরিভ্রমন করানো।
  • সেবাগ্রহীতাকে বিছানা/হুইল চেয়ার/গাড়ীতে উঠানামা করানো।
  • সেবাগ্রহীতাকে সার্বক্ষণিক সহচার্য প্রদান করা এবং তার যাবতীয় আদেশ নির্দেশ পালন করা।
  • ব্যক্তিগত/অফিসিয়াল কাজ যেমন- ব্যাংকিং, লিগ্যাল ইত্যাদি কাজের জন্য সাহায্য করা।
  • সেবাগ্রহীতাকে হতাশায় শান্তনা দেয়া, চিত্তবিনোদনের ব্যবস্থা করা এবং অন্যান্য ইমোশনাল সাপোর্ট প্রদান করা।
  • সেবাগ্রহীতার আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবের সাথে সর্বদা যোগাযোগ রাখতে সহায়তা করা।
  • শারীরিক ও মানসিক প্রতিবন্ধী সেবাগ্রহীতাকে সার্বক্ষণিক তদারকি ও সহচার্য প্রদান করা।

কেয়ার গিভার কোর্স কেন করবেন?

বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কেয়ার গিভার ইনিস্টিটিউট ছয় মাস ব্যাপী কেয়ার গিভার কোর্স চালু করেছে।
এই কোর্সের সার্টিফিকেট জাপান, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর প্রায় সকল দেশে স্বীকৃত।
এছাড়াও দেশে ও বিদেশে অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি পেশা এটি। এছাড়াও-

  • উচ্চ বেতনের এবং সম্মানজনক পেশা কেয়ার গিভার।
  • কোর্সটি মাত্র ছয় মাস, তাই তারাতারি শেষ করে সরাসরি চাকরিতে ঢোকা যায়।
  • সাধারণত কোর্স চলাকালে পার্ট টাইম চাকুরীর সুবিধা রয়েছে।
  • বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার সমূহে চাকরির সুযোগ।
  • সেবা গ্রহীতাদের হোমকেয়ার প্রদানের মাধ্যমে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ রয়েছে।
  • কেয়ার গিভার প্রতিষ্ঠান তৈরি করে সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে।
  • যোগ্য কেয়ার গিভারগণের বিভিন্ন কেয়ার গিভারস প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিয়ােগ প্রাপ্তির সুযোগ আছে।

ভর্তির যোগ্যতা

কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় পাস ছাত্র/ছাত্রীগণ কেয়ারগিভার কোর্সের জন্য যোগ্য।
তবে উচ্চ মাধ্যমিক পাশ, মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারী, ফাষ্ট এইড প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচ্য এবং অগ্রাধিকার।
যে কোন বয়সের ছেলে-মেয়েরা এ কোর্সটি করতে পারবেন।

কেয়ার গিভার কোর্সের সময় ও ফি

কারিগরি শিক্ষা বোর্ড এর অধীন ৬ মাস মেয়াদী কেয়ার গিভার সার্টিফিকেট কোর্সের মোট কোর্স ফি ৪০০০০/- টাকা ।
বছরের যে কোন সময়ে কোর্সটিতে ভর্তি হওয়া যাবে।

এক নজরে কেয়ার গিভার কোর্স

  • যোগ্যতা: ‍এসএসসি/সমমান
  • বয়স: যে কোন বয়সের
  • মেয়াদ: ৬ মাস
  • কোর্স ফি: ৪০,০০০/-

কেয়ারগিভার সার্ভিস

প্রশিক্ষিত কেয়ার ম্যানেজাররা আপনার মত করেই আপনার প্রিয়জনের খেয়াল রাখার জন্য কেয়ার গিভারদের নির্বাচন করে থাকেন।
মায়া, মমতা, সহমর্মিতা এই তিনই কেয়ার গিভার সেবাকর্মীদের মূলমন্ত্র। এছাড়াও ব্যাথা-বেদনার জন্য ফিজিওথেরাপি সার্ভিস বাসায় গিয়ে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টরা সেবা দিয়ে থাকেন। এই সেবার প্রতিটি প্যাকেজ আপনার প্রয়োজনীতা বুঝে অত্যন্ত যত্নের সাথে ডিজাইন করা হয়েছে । আপনার সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার। আমাদের শিক্ষার্থীরা আপনার বাসায় বা অফিসে গিয়ে কম মূল্যে এ সেবা প্রদান করবে।

আরও পড়ুন: প্রাইভেট শিক্ষামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং কৌশল

সবশেষে বলা যায় কেয়ার গিভার একটি বর্তমান ও ভবিষ্যতের চমৎকার পেশা। যেখানে কোর্স করে বেকার থাকার কোন আশঙ্কা নেই।
আর কাজের ভিসায় বিদেশ যেতে চাইলে এপেশার বিকল্প নেই। বাংলাদেশ কেয়ার গিভার ইনিস্টিটিউট ছয় মাসের এ কোর্সটির সুযোগ করে দিচ্ছে।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?