জিআরই (GRE) অর্থাৎ- Graduate Record Examination হচ্ছে জিআরই প্রস্তুতি উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্র্যাজুয়েটদের যোগ্যতা নিরূপণকারী পরিক্ষা। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ অন্যান্য উন্নত দেশে মাস্টার্স বা পিএইচডি করতে চাইলে জিআরই প্রয়োজন।
কেন জিআরই প্রস্তুতি প্রয়োজন?
জিআরই প্রস্তুতি টিচিং বা রিসার্চ এসিসটেন্টশীপ পেতে বা ফাইন্যানসিয়াল এইড কিংবা শুধুমাত্র ভাল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশনের জন্যও জিআরই প্রয়োজন। জিআরই টেস্ট দু’ধরনের। একটি জেনারেল টেস্ট যেটা কম্পিউটার ও পেপার উভয় বেইসড অন্যটি সাবজেক্ট টেস্ট যা শুধুমাত্র পেপার বেইসড। জেনারেল টেস্টে থেকে কুয়ানটিটেটিভ এন্ড ক্রিটিক্যাল থিংকিং, অ্যানালিটিক্যাল রাইটিং এবং ভারবাল রিজনিং।
জিআরই জেনারেল টেস্ট
কুয়ানটিটেটিভ এন্ড ক্রিটিক্যাল থিংকিং : পাটীগণিত, বীজগণিত ও জ্যামিতির সমস্যা ও সমাধান এ অংশের প্রধান বিষয়। সাধারণত জিআরই প্রস্তুতি নৈর্ব্যক্তিক ও ছোট প্রশ্ন করা হয়। ২৮টি প্রশ্নের জন্য সময় ৪৪ মিনিট।
জিআরই জেনারেল টেস্ট
অ্যানালিটিক্যাল রাইটিং : ইংরেজিতে লেখার ক্ষেত্রে জটিল যে কোন বিষয়ের সুষ্পষ্ট ও কার্যকরণ ব্যাখ্যা করার দক্ষতা নির্ধারণ করা হয় এ পর্যায়ে। এ অংশে সংক্ষিপ্ত ভাষায় উত্তর লিখতে হয়। ২টি রাইটং টপিকসের জন্য নির্ধারিত সময় ৭৫ মিনিট।
ভারবাল রিজনিং : বিশ্লেষণ ও গণনাসহ সংক্ষিপ্ত বিষয়ে পারস্পরিক সম্পর্ক নির্ণয় এ অংশের মূল প্রতিপাদ্য। প্রশ্নের ধরণ হয়ে থাকে নৈর্ব্যক্তিক। ৩০টি প্রশ্নের জন্য সময় ৩০ মিনিট।
জিআরই সাবজেক্ট টেস্ট হয় ৮টি বিষয়ের উপর। বিষয়গুলো হচ্ছে- প্রাণরসায়ন, জীববিদ্যা, রসায়ন, কম্পিউটার বিজ্ঞান, ইংরেজি সাহিত্য, গণিত, পদার্থ ও মনোবিজ্ঞান।
প্রাণরসায়ন : যে বিষয়গুলো থাকবে, বায়োকেমিস্ট্রি-৩৬, সেল বায়োলজি-২৮, মলিকুলার বায়োলজি-৩৬। সাধারণত ১৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য নির্ধারিত সময় ৩ ঘণ্টা ৩০ মিনিট।
জীববিদ্যা : এই অংশের বিষয়গুলো যথাক্রমে-সেলুলার এন্ড মলিকুলার বায়োলজি, ওরগানিজমাল বায়োলজি এবং ইকোলজি এন্ড ইভ্যালুশন। ২০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য নির্ধারিত সময় ৩ ঘণ্টা ৩০ মিনিট।
রসায়ন : এই অংশে যে বিষয়গুলো থাকবে, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি-১৫, ইনঅরগ্যানিক কেমিস্ট্রি-২৫, অরগ্যানিক কেমিস্ট্রি-৩০, ফিজিক্যাল কেমিস্ট্রি-৩০। ১৩০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য নির্ধারিত সময় ৩ ঘণ্টা ৩০ মিনিট।
কম্পিউটার বিজ্ঞান : কম্পিউটার বিজ্ঞানের এই অংশের বিষয়গুলো যথাক্রমে-সফটওয়্যার সিস্টেম এন্ড মেথোডোলজি-৪০, কম্পিউটার অর্গানাইজেশন এ্যান্ড আকিটেকচার-১৫, থিরি অ্যান্ড ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড-৪০, অন্যান্য বিষয়-০৫। ৭০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য সময় দেয়া হবে ৩ ঘণ্টা ৩০ মিনিট।
ইংরেজি সাহিত্য : যে বিষয়গুলো থাকবে তা হলো, লিটারারি অ্যানালাইসিস-৪০ থেকে ৫৫, আইডেনটিফিকেশন-১৫ থেকে ২০, কালচারাল এন্ড হিস্ট্রিক্যাল কনটেস্ট-৩৫ থেকে ৪০, হিস্ট্রি-১০ থেকে ১৫। ২৩০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য নির্ধারিত সময় ৩ ঘন্টা ৩০ মিনিট।
গণিত : এই অংশে থাকবে, ক্যালকুলাস-৫০, বীজগণিত-২৫ এবং অতিরিক্ত বিষয়-২৫। মোট ৬৬টি প্রশ্নের জন্য সময় থাকবে ৩ ঘন্টা ৩০ মিনিট।
পদার্থবিদ্যা : এ অংশের বিষয়গুলো যথাক্রমে, ক্ল্যাসিক্যাল ম্যাকানিক্স-২০, ইলেকট্রো ম্যাগনিটিজম-১৮, অপটিকস এন্ড ওয়েব ফেনোমেনান-৯, থার্মোডিনামিক্স এন্ড স্ট্যাস্টিসটিক্যাল মেকানিক্স-১০, কুয়ানটাম মেকানিক্স-১২, অ্যাটমিক ফিজিক্স-১০, ল্যাবরেটরি ম্যাথস-৬, স্পেশালাইজড টপিকস-৯। ১০০টি নৈর্ব্যক্তিত প্রশ্নের জন্য নির্ধারিত সময় ৩ ঘন্টা ৩০ মিনিট।
সাইকোলজি : সাইকোলজি অংশে থাকবে, এক্সপেরিমেন্টাল অব ন্যাচারাল সায়েন্স-৪০, সোসাল সায়েন্স-৪৩, জেনারেল সায়েন্স-১৭। ২০৫টি নৈর্ব্যক্তিত প্রশ্নের জন্য নির্ধারিত সময় ৩ ঘন্টা ৩০ মিনিট।
জিআরই প্রস্তুতির জন্য সহায়ক গ্রন্থ ও সিডি
১। ব্যারন’স জিআরই
২। জিআরই প্যাকটিসিং টু টেক দ্যা জেনারেল টেস্ট-বিসবুক।
৩। ক্র্যাকিং দ্যা জিআরই ২০০৪ ক্যারিন লুরি
৪। হাউ টু প্রিপেয়ার ফর দ্যা জিআরই টেস্ট, শ্যারণ ওয়েডার
সিডি : (১) ব্যারন’স জিআরই টেস্ট, (২) সেলফ ক্যালরি জিআরই টেস্ট
ওয়েবসাইট : www.gre.org
লেখক: আবু জাফর রাজু, কনসালটেন্ট, (দেশি–বিদেশী বিশ্বিবিদ্যালয়ে ভর্তি , ভিসা ও জব সাপোর্ট )
মোবাইল: +8801716474676
বিঃদ্রঃ ফিচারটি সর্বশেষ আপডেট করা হয়েছে: ২২-১০-২০১৯