নিউস্যাট (NEWSAT) হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ইংরেজি ও গাণিতিক সমস্যা সমাধানের নির্ধারক পরীক্ষা । বিশেষত বিদেশে নিউস্যাট প্রস্তুতি উচ্চশিক্ষার জন্য এটি দরকার হয়।পূর্বে স্যাট পরীক্ষা স্যাট-ওয়ান ও স্যাট-টুতে বিভক্ত থাকলেও ঐ পরীক্ষার আয়োজকদের কলেজ বোর্ডের সিদ্ধান্ত অনুসারে ২০০৫ সালের মার্চ থেকে এ পরীক্ষা নতুন আঙ্গিকে নেয়া হচ্ছে। কম্পিউটারের মাধ্যমে নিউস্যাট (NEWSAT) পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিউস্যাট প্রস্তুতি এ পরীক্ষায় দুটি অংশ থাকে-ভারবাল, ম্যাথ।
ভারবাল :
এ অংশের নিউস্যাট প্রস্তুতি বিষয়গুলো যথাক্রমে, অ্যানালোজিস-১৯টি, সেন্টেন্স কমপ্লিশন-১৯টি, ক্রিটিক্যাল রিডিং-৪০টি। ৭৯টি নৈর্ব্যক্তিত প্রশ্নের জন্য নির্ধারিত সময় ১ ঘন্টা ১৫ মিনিট।
ম্যাথ : ম্যাথের প্রশ্ন সাধারণত পাটীগণিত, বজিগণিত ও জ্যামিতির সাধারণ ধারণা থেকে করা হয়। বুদ্ধি ও যুক্তি নির্ভর প্রশ্ন এক্ষেত্রে প্রাধান্য পায়। ৬৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে পাটীগণিত ও জ্যামিতি-৩৫, বীজগণিত-১৫, বুদ্ধিমত্তাযুক্ত প্রশ্ন-১৫। সময় ৭০ মিনিট।
নিউস্যাট (NEWSAT) সহায়ক গ্রন্থ ও সিডি
১। টেন রিয়েল নিউস্যাট-কলেজ বোর্ড
২। ক্র্যাকিং নিউস্যাট ২০০৬ অ্যাডাম রবিনসন এনড জন কাটাসম্যান।
৩। আপ ইয়োর স্কোর-পেসন অ্যাবলস্ক।
সিডি : (১) ব্যারন’স জিআরই টেস্ট, (২) সেলফ ক্যালরি জিআরই টেস্ট
ওয়েবসাইট : www.collegeboard.com
নিউস্যাট (NEWSAT) প্রস্তুতি সম্পর্কে কিছু কথা
- বেশি বেশি ভোকাবুলারি আয়ত্ত্ব করুন। গ্রামারের স্ট্রাকচারাল দিক সম্পর্কে ভাল জ্ঞান রাখুন। প্রতিদিন দশটি করে নতুন ইংরেজি শব্দ শিখুন এবং সেগুলো ব্যবহার করে বাক্য গঠন করুন।
- রাইটিং এ দক্ষতা অর্জনের জন্য প্রতিদিন যে কোন বিষয়ের উপর অন্তত এক পৃষ্ঠা ইংরেজি লেখার চর্চা করুন এবং আপনার জানা শব্দগুলোর মধ্যে কমন শব্দগুলো ব্যবহার করুন।
- রিডিং এর জন্য ইংরেজি দৈনিক ও মাসিক পত্রিকা নিয়মিত পড়ুন ও বোঝার চেষ্টা করুন।
- স্পিকিং এর জন্য বিবিসি, সিএনএন টিভি চ্যানেল এবং ভাল শিক্ষামূলক ইংরেজি মুভি দেখুন। তাদের উচ্চারণের দিকে লক্ষ্য রাখুন। আপনার বন্ধুর সাথে এবং হল বা হোস্টেলে অবস্থানের ক্ষেত্রে রুমমেটের সাথে সর্বদা ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। সাধারণভাবে কথা বলার ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করুন।
- জিআরই ও স্যাট-ওয়ান এর ক্ষেত্রে প্রশ্নের ধরণ দেখে অংকগুলো চর্চা করুন। অংকের ক্ষেত্রে অনুশীলনের বিকল্প নেই।
লেখক: আবু জাফর রাজু, কনসালটেন্ট, (দেশি-বিদেশী বিশ্বিবিদ্যালয়ে ভর্তি , ভিসা ও জব সাপোর্ট )
মোবাইল: +8801716474676
বিঃদ্রঃ ফিচারটি সর্বশেষ আপডেট করা হয়েছে: ২-১১-২০১৯