Shebaru

ঢাকায় নয় হাজারের মধ্যে ২ রুমের ফ্যামিলি বাসা ভাড়া কোথায় পাব?

দুই অথবা দেড় রুমের সেপারেট বাসা প্রয়োজন ? ঢাকা শহরের আশে-পাশে বিশেষ করে ফার্মগেট, ধানমন্ডি, লালমাটিয়া, শ্যামলি এলাকা থেকে
যাতায়াতের সুবিধা আছে এমন এলাকায় ফ্যামিলি বাসা ভাড়া নিতে চান? নিচে বিস্তারিত বর্ণনা দেওয়া হল।

ঢাকার কোথায় কম টাকায় বাসা ভাড়া পাবেন?

হাসবেন্ট-ওয়াইফ ও বাচ্চা মিলে আমারা ৩/৪ জন থাকার জন্য ভালো বাসা যদি ৭০০০ হাজার থেকে ৯০০০ হাজার টাকার মধ্যে চান তাহলে
মোহাম্মদপুর বসিলা, স্বপ্নধারা হাউজিং, পশ্চিম ধানমন্ডি এলাকায় দেখতে পারেন। অথবা বসিলা ব্রিজের পশ্চিম পারে কেরানিগঞ্জেও পাওয়া যাবে।
কেরানিগঞ্জ হলেও ঢাকার সংসদ ভবন থেকে এর দূরুত্ব কিন্তু মাত্র ৬ কিলোমিটার প্রায়।

বাসা ভাড়া নেওয়ার আগে যে ১০ টি সুবিধা মাথায় রাখবেন

১. মটর সাইকেল রাখার জায়গা।
২. বারান্দা যেখানে কাপড় শুকানো যাবে।
৩. ছাদ ব্যবহারের সুবিধা।
৪. আলো বাতাস যাতায়াতের ব্যবস্থা।
৫. টপ ফ্লোল পরিহার করতে চাই।
৬. নিচ তলা হলে জানালা দিয়ে মোবাইল চুরি না হয় এমন।
৭. মাঝে-মধ্যে রাতে দেরি হলেও যাতে বাসায় ঢুকতে পারা যায়।
৮. বাড়িওয়ালা ভদ্র হওয়া আবশ্যক।
৯. অতিরিক্ত রাস্তার শব্দ না হয় এমন বাসা।
১০. মসজিদ ও স্কুল কাজে হলে ভালো।

ভাড়া নেওয়ার নিয়ম কি?

এসব এলাকায় সাধারণত এক মাসের অগ্রিম ভাড়া দিতে হয়। বাড়ির মালিকগণ সাধারণত লিখিত ডিড করতে চান না।
একমাস আগে বাসা ছাড়ার কথা বল্লেই হয়। তাহলে সেটি অগ্রিম থেকে পরিশোধ করা হয়।

যে এরিয়ায় ৭০০০ থেকে ৯০০০ টাকার মধ্যে বাসা ভাড়া পাওয়া যায়

মোঃপুর, জিগাতলা, রায়ের বাজার, পুল পাড়, শিকদার, আদাবর, শ্যামলী হাউজিং, নবোদয় হাউজিং, ওয়াসপুর, আরশি নগর, ওয়াসপুর,
আটি বাজার, কলাতিয়া লাবনী পয়েন্ট কেরানিগঞ্জ ইত্যাদি।

৯,০০০ টাকায় দুই বেড দুই বাথ ডাইনিং সুন্দর ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হবে।মালিক এর নম্বর ০১৯৬৩৫৬২৯৬৫, নিচে বাসাটি দেখুন আগে-

আশা করি উপরে বাসা ভাড়া সংত্রান্ত সকল তথ্য প্রদান করেছি। ফ্লাট বা বাসা পছন্দ হলে বাসা ভাড়া চুক্তি পত্র করে নেওয়া যেতে পারে।
আরও জানতে উপরে বর্ণিত নম্বরে কল করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top