Shebaru

যশোদা হাসপাতাল: অনলাইনে ডাক্তারি পরামর্শ, চিকিৎসা সেবা

সেবারু

যশোদা হাসপাতাল: অনলাইনে ডাক্তারি পরামর্শ, চিকিৎসা সেবা

ভারতের হায়দ্রাবাদ শহরে চিকিৎসার নতুন দিগন্ত উম্মচিত করেছে যশোদা হাসপাতাল। এ যাবত প্রচুর বাংলাদেশী রোগীর চিকিৎসা
প্রদান করেছে এ হাসপাতালটি। শিশু, গাইনি, কিডনি, হার্ট, চোখ, নাক, কান, গলা, চর্ম বিশেষজ্ঞ, মানসিক রোগসহ প্রায় সকল বিষয়ের অনলাইনে ডাক্তারি পরামর্শ, চিকিৎসা সেবা প্রদান করে থাকে যশোদা হাসপাতাল।

বাংলাদেশী রোগীদের জন্য যশোদার সেবা সমূহ

প্রতি বছর প্রায় ১২ লক্ষ্য রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে যশোদা হাসপাতাল (Yashoda Hospitals)। এর মধ্যে প্রচুর বাঙ্গালী রয়েছে।
যারা ব্রেইন ও স্পাইন টিউমার, কিডনী ও প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট, হার্ট ও ফুসফুস প্রতিস্থাপন ইত্যাদি চিকিৎসা নিয়ে থাকেন।
যে কারণে বাংলাদেশী রোগীদের জন্য যশোদা হাসপাতাল বিশেষ সেবা চালু রেখেছে। নিচে সেগুলো বর্ণনা করা হল-

  • অগ্রাধিকা ভিত্তিতে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ও সার্জারী, যাতে সময় ও খরচ দুটোরই সাশ্রয় হয়।
  • এয়ারপোর্ট বা ট্রেন স্টেশন থেকে ফ্রি পিকআপ এবং চিকিৎসা শেষে আবার পেঁৗছিয়ে দেয়।
  • বাংলাদেশী ক্যান্সার রোগীদের জন্য আলাদা ডেক্স রয়েছে যশোদা হাসপাতালে।
  • হাসপাতালের পাশেই কম মূল্যে হোটেলের ব্যবস্থা। যেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে।
  • ভাষাগত সমস্যা দূর করতে চিকিৎসা চলাকালীন বাঙ্গালী সহায়তাকারীর ব্যবস্থা করেছে যশোদা হাসপাতাল।
  • স্বল্প সময়ের মধ্যে মেডিকেল রিপোর্ট দেখে রোগ সম্পর্কে ডাক্তারের মতামত প্রদান করে।
  • বাংলাদেশী রোগীদের জন্য অনলাইন ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে।
  • হাসপাতালে আসার আগেই রোগীর ট্রিটমেন্ট প্লান ও চিকিৎসা খরচ সম্পর্কে অগ্রিম ধারণা প্রদান করে থাকে।

কেন চিকিৎসা নিবেন যশোদা হাসপাতালে?

প্রায় ২৪০০ বেড, ৩টি আলাদা আলাদা হাসপাতাল, ৬২টি মেডিকেল স্পশালিটি ডিপার্টমেন্ট, অনেক ক্যান্সার বিশেষজ্ঞ সহ ৮০০ এর অধিক ডাক্তর ও ১০ হাজারেরও
বেশি জনবল নিয়ে সেবা প্রদান করছে যশোদা হাসপাতাল।


PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?