১৫ আগস্ট জাতীয় শোক দিবস বিভাগীয় নগরী রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস।
সকালে জাতীয় পতাকা অর্ধনমিত কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরাল পুস্পমাল্য অর্পণ করা হয়।
নগরীর বঙ্গবন্ধুর চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল পুস্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া,
সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।
পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিফ আহসান,
মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতির জনকের আজকে ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদের আজকের দিনের শপথ হোক আমরা যে যে দায়িত্বে আছি আমরা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে যদি কাজ করতে পারি তাহলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে।
বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে কাজ করে বাংলাদেশকে একটি সোনার বাংলায় পরিণত সেটাই হচ্ছে আজকের দিনে আমাদের সকলের প্রতিজ্ঞা।
News: shebaru.com