Shebaru

স্কলারশিপ দিচ্ছে লিমককউইং ইউনিভার্সিটি: মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের খবর

লিমককউইং ইউনিভার্সিটি

স্কলারশিপ দিচ্ছে লিমককউইং ইউনিভার্সিটি: মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের খবর

লিমককউইং ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি (Limkokwing University of Creative Technology) একটি বেসরকারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যেটি আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া জুড়ে উচ্চশিক্ষা প্রদান করে আসছে। মালয়েশিয়ায় Limkokwing University এর প্রধান ক্যাম্পাস অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির কুয়ালালামপুর, মেলাকা, কুচিং, বোতসোয়ানা, কম্বোডিয়া, লেসোথো, সিয়েরা লিওন, এসওয়াতিনি, উগান্ডা এবং যুক্তরাজ্যের ক্যাম্পাসগুলিতে অধ্যয়নরত ১৫০ টিরও বেশি দেশের ত্রিশ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যায়নরত।

অবস্থান: সাইবারজায়া।
ধরন: বেসরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা: প্রায় ১০০-১২০
উল্লেখযোগ্য বিষয়: ফ্যাশন ডিজাইন, মিডিয়া, স্থাপত্যবিদ্যা, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা:জিপিএ: নূন্যতম: ২.৩
আইএলটিএস: ৬.০ অথবা টোফেল: ৫৫০
ইনটেক: ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
লেখাপড়ার খরচ: ফাউন্ডেশন ১০০০০ থেকে ১৬৫০০ রিঙ্গিত, ব্যাচেলর ৪৬০০০ থেকে ৬৮০০০ রিঙ্গিত, মাস্টার্স ২৭০০০ থেকে ৩৯০০০ রিঙ্গিত, পিএইচ.ডি. ৩০০০০ থেকে ৪০০০০ রিঙ্গিত।

আবেদনের জন্য ডকুমেন্টস

যে কোন কোর্সে ভর্তির জন্য সাধারণত তার আগের ক্লাশের সার্টিফিকেট ও মার্কসিট লাগে। সেই সাথে পাসপোর্ট ও ছবি প্রয়োজন হয়।
নিচে একটি ডকুমেন্টস এর তালিকা দেওয়া হল। তবে সময় সময় এগুলো ভেরি করে বা আপডেট হয়।

  • সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশীট/ট্রান্সক্রিপ্ট।
  • এম.এস. ও পিএইচডি’র এর জন্য সিভি, মোটিভেশনাল লেটার ও রিকমেন্ডেশন লেটার।
  • পাসপোর্টের ইনফরমেশন পেজের ছবি/ কপি ও পাসপোর্ট সাইজের ছবি।
  • IELTS সার্টিফিকেটের কপি/ এম.ও.আই/ডুয়েলিঙ্গ প্রযোজ্য ক্ষেত্রে।

মালয়েশিয়াকে কেন শিক্ষার জন্য বেছে নিবেন?


⌗ টিউশন ফি খুব কম, থাকা-খাওয়ার খরচ ও কম।
⌗ খুব দ্রুত ভর্তি ও ভিসা এবং কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃক ভিসা প্রসেস।
⌗ মালয়েশিয়া থেকেই UK, Australia, USA and Canada এর নামকরা প্রতিষ্ঠানে সার্টিফিকেট প্রাপ্তি বা সহজেই ঐ সব দেশে ক্রেডিট ট্রান্সফার করা যায়।⌗ মালয়েশিয়াতে লেখাপড়ার খরচ অন্যান্য উন্নত বিশ্বের লেখাপড়ার খরচ থেকে অনেক কম।
⌗ ভর্তি এবং ভিসা প্রোসেস খুবই দ্রুত হয়।
⌗ মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে Visa Approval Letter হয়ে গেলে এম্বাসিতে কোন রকম জটিলতা হয় না।
⌗ ভিসা হওয়ার পরে টিউশন ফি দিতে হয়।
⌗ বছরের যেকোন সময় আবেদন করা যাবে।
⌗ নূন্যতম এস এস সি / O level / দাখিল পাশ করেও আবেদন করা যাবে⌗ কোন Bank Sponsor / Bank Statement দেখানোর প্রয়োজন হয় না।
⌗ কিছু কিছু প্রোগ্রাম / সাব্জেক্ট ছাড়া IELTS / TOELF বাধ্যতামূলক নয়।
⌗ স্টুডেন্টের সকল কাগজ ঠিক থাকলে মালয়েশিয়ার ভিসা সাধারনত রিজেক্ট হয় না।

মালয়েশিয়াতে নিম্নে প্রদত্ত লেভেলগুলোতে স্টুডেন্টরা লেখাপড়ার জন্য যেতে পারবেঃ
Foundation / Pre University Program
Diploma
Bachelor
Masters
Ph.D

লিমককউইং ইউনিভার্সিটিতে ভর্তি হতে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

আমাদের ঠিকানাঃ সেবারু,৩য়-তলা,ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।অথবা কল করুনঃ ০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?