উচ্চশিক্ষায় জন্য বিদেশী শিক্ষার্থীদের সব সময় বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে সিঙ্গাপুর সরকার।তবে এর মধ্যে অন্যতম
একটি বৃত্তি ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। সিঙ্গা নামের এই স্কলারশিপ শিক্ষার্থীদের বিনা মূল্যে পিএইচডি
প্রোগ্রামে পড়ার সুযোগ করে দেয়। এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের
শিক্ষার্থীরা। এই অ্যাওয়ার্ডের আওতায় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা।
আর এইক্ষেত্রে পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।
সিঙ্গাপুরে বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ-সুবিধাগুলো
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন ভাতা হিসাবে এককালীন ১ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার ৫০০ টাকা)
করে দিবে।
* প্রতি মাসে ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশি টাকায় ১ লাখ ৭৭ হাজার ২৯৫ টাকা।
* বিমানে আসা-যাওয়ার টিকিট পাবেন শিক্ষার্থীরা। এ জন্য ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা, যা
বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার ৮৮২ টাকা।
*মেডিকেল ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাও মিলবে।
আবেদনের যোগ্যতাগুলো—
* ইংরেজি ভাষা জানা আবশ্যক।
* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিকভাবে ফলাফল ভালো করতে হবে।
*আইএলটিএস/টোয়েফেল/স্যাট ১ ও ২-এর ফলের সনদ (যদি থাকে) ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়গুলো চাইতে পারে
( এটা বিশ্ববিদ্যালইয়ের উপর নির্ভর করে)।
* রেফারেন্স লেটার দুটি সংযুক্ত করতে হবে।
আরও পড়তে পারেনঃ
১। ইতালিতে উচ্চশিক্ষা ও স্কলারশিপ অনলাইন আবেদন
২। মালয়েশিয়ায় উচ্চশিক্ষা সেমিনার
আবেদনের শেষ কবে?
আগ্রহী শিক্ষার্থীরা চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সব কিছু বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।
যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।