Shebaru

সিভি লেখার সঠিক নিয়ম মেনে ৫০ টাকায় রেডি সিভি!

সিভি লেখার নিয়ম

সিভি লেখার সঠিক নিয়ম মেনে ৫০ টাকায় রেডি সিভি!

হাঁ, ঠিকই শুনছেন! এখন থেকে আর সিভি লেখা নিয়ে টেনশন করতে হবে না। কারণ আমরা সিভি লেখার সঠিক নিয়ম অনুযায় বাংলা ও ইংরেজীতে
আপনার সিভি তৈরি করে দিচ্ছি। আর হাঁ, এর জন্য আপনাকে মাত্র ৫০ টাকা গুণতে হবে।

কারণ সিভি বা Curriculum Vitae আপনার শিক্ষা ও চাকরি জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সারাংশ।
আমাদের সিভিটি সাধারনত ২ পাতার হয়ে থাকে এবং এটি মূলত চাকরির ক্ষেত্রে ব্যবহৃত হবে।
এটিতে আপনার জীবনের সকল চাকরির অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং বাকি সকল প্রাপ্তি অত্যান্ত সুন্দরভাবে সন্নিবেশিত করে দেব।

কারণ, সাধারণ সিভি দিয়ে এখন আর চাকরি আশা করা যায় না…

সুতরাং আধুনিক ফরম্যাট এবং smart content দিয়ে প্রফেশনাল সিভি তৈরি করে নেওয়া এখন সময়ের দাবি।
আমাদের কাছ থেকে সবচেয়ে কম খরচে আধুনিক এবং স্টাইলিশ CV/ Resume/ Biodata করে নিলে খুব সহজেই Editable
৪ টি ভিন্ন ফরমাট দেওয়া হবে নিজেই ইচ্ছা মত – প্রয়োজনমত আপডেট করে নিতে পারবেন সহজেই।

সিভি ডাউনলোড

নিচে একটি সাধারণ সিভি যা বাজারে অহরহ পাওয়া যায় এমন একটির ডাউনলোড লিংক দিয়ে দিলাম। আশা করি যারা একেবারে
পারছেন না অর্থ ব্যায় করতে তাদের কাজে আসবে।
তবে একটু সামর্থ থাকলে কিপ্টামো না করে মাত্র ৫০ টাকা ব্যায়ে একটি স্মর্ট সিভি তৈরি করে নিতে পারেন।

সিভি লেখার সঠিক নিয়ম কিভাবে ফলো করি?

  • ATS Scanning Supported + Strong Word/Sentense/Grammer সহ করে দেওয়া হবে যা যে কারোও থেকে এক্সেপশনাল হবে।
  • অন্যরা Pdf/ Ms word যে কোন একটি ফাইল দিলেও আমাদের কাছে ৪টি আলদা ফরমাট পাচ্ছেন – MS Docs+Pdf+JPG+ZIP ফাইল, আর ১০০% ইডিটেবল হবে।
  • অনেক ভালো রেজুলেশন হবে, আনলিমিটেড জুম করলেও ফেটে যাবেনা; সহজেই simple ভাবে নিজে নিজে ইডিট করতে পারবেন ফোন/ কম্পিউটার দিয়ে ।
  • অসংখ্য অনেক অনেক সুন্দর + আপডেট ডিসাইন থেকে বাছাই করে নেওয়ার সুযোগ। বিদেশী সিভি/রিজুমী ও করা হয়।
  • যে কোন প্রকার ভুল কারেকশন হয়ে যাবে, আর কোন ইনফরমেশন বাড়াতে কমাতে চাইলেও আপডেট করে দেওয়া যাবে।
  • শুধু মডার্ণ টেম্পলেট ডিসাইন কিনতে চাইলে অতি অল্প দামে তারোও সুযোগ রয়েছে।
  • একইসাথে সিভি আর কভার লেটার করালে কভার লেটারের উপর 60% ছাড়।
  • আমাদের সিভি অনেক পলিশড ফাইল, যার ফলে কালার, সিম্বল, পেটার্ন সহ যে কোন কিছু সহজেই নিজেই পরিবর্তন করতে পারবেন, না পারলে আমরা তো আছিই।
  • একদিনের মাঝেই কাজ ডেলিভারি দেওয়ার সুনিশ্চয়তা।

সিভি লেখার ১০ টি নিয়ম

সিভি লেখার সময় যে ২০ টি বিষয় আপনাকে মনে রাখতে হবে তা হল,
১। সিভি ফাইল নতুন ভাবে attached করে মেইল করুন। Google Drive এর লিংক দিয়ে জবে আবেদন করা যাবে না। নিয়োগকর্তা আপনাকে lazy, insincere ভেবে আপনার সিভিটি accept করবে না। কারন আপনি সিভি-তে সার্কুলার অনুযায়ী কোন পরিবর্তন না করেই আগের সিভি পাঠিয়ে দিয়েছেন।
২। সিভি ফাইল সব সময় PDF হিসেবে পাঠান।
৩। যে ইমেইল আইডি দেবেন তা এমন হওয়া যাবে না, angel@gmail.com, bekarchele@yahoo.com বা my_cv, CV of sazzat, updated final CV বরং হবে Dipto_NSU_MBA, Sazzat_Sales Manager_ABC company, Kabir_10_years_experienced এভাবে।
৫। যদি fancy font use করে থাকেন কিন্ত এটি ভুল এবং প্রফেশনাল নয়। সুতরাং Do not use fancy font in your CV/Resume
৬। অভিজ্ঞতা এবং ইনফরমেশন কম হলে font size ১২ এবং অভিজ্ঞতা এবং ইনফরমেশন বেশি হলে font size 11 ব্যবহার করতে হবে।
সিভির প্রথম থেকে শেষ পর্যন্ত same size font ব্যবহার করতে হবে। heading /Title সব গুলোর সাইজ বড় হবে।
৭। সিভি তে ফরমাল এবং আপডেট ছবি দিতে হবে। অনেক বছর আগের ছবি, সেলফি কিংবা ক্যাজুয়াল ছবি দেওয়া যাবে না।
৮। সিভির উপরে বড় করে বোল্ড করে Curriculum Vitae or Resume of your name লিখা যাবে না। কারন আপনার কাছে সিভি চাইলে সিভি এবং রিজিউমি চাইলে রিজিউমি পাঠাতে হবে। Bio-data ব্যবহার হবে শুধু মাত্র শুভ কাজে ( বিবাহ )।
৯। সিভির সাথে Cover Letter দিতে হবে। Cover Letter ২ ভাবে দিতে পারেন। ইমেইলের বডি পার্টে দিতে পারেন অথবা সিভি এবং কাভার লেটার একসাথে দিতে পারেন।
১০। সিভিতে অযথা পারসোনাল ইনফরমেশন দিয়ে আপনার সিভির মান কমাবেন না। যেমন আপনি পুরুষ নাকি নারী তা আপনার নাম & পিকচার দেখেই বুঝা যায়। তাই আলাদা করে বাবা মার নাম,জেন্ডার, ধর্ম এইসব মেনশন করা বোকামি। সিভি তে বর্তমান ও স্থায়ী ঠিকানা যুক্ত করবেন।
১১। Achievement Based সিভি/ রিজিউমি তৈরি করতে হবে। একগাদা Responsibility দিয়ে সিভি / রিজিউমি কে রিপোর্ট এর মত বোরিং বানানোর দিন এখন আর নেই।

সিভি লেখার আরও ১০ টি নিয়ম


১২। দেশের বাহিরে আবেদন করার সময় অবশ্যই সিভিতে Skype ID যুক্ত করবেন কারন অনেক সময় Skype দিয়ে লাইভ Video Call দিয়ে Interview নেওয়া হয় এবং আপনার ফোন নং এ Country Code +৮৮ যুক্ত করবেন।
১৩। আধুনিক যুগে সব ই পরিবর্তন হচ্ছে । তাই আপনার ফরম্যাট টি ও হতে হবে ইউনিক। পুরাতন ফটোকপি দোকানের মত সাদা কালো ফরম্যাট দিয়ে নিজের দাম কমাবেন না দয়া করে। সিভি কালার প্রিন্ট করবেন অবশ্যই।
১৪। সিভি কোন প্রেম পত্র নয়। তাই ইচ্ছেমতো বড় করা যাবে না। আপনার সিভিটি ২ পেজের মধ্যে সম্পুর্ন করুন। আপনার অভিজ্ঞতা অনেক বেশি হলে সর্বোচ্চ ৩/৪ পেজে শেষ করুন।
১৫। জবে আবেদন করার সময় যখন আপনি Email এ সিভি সেন্ড করবেন, তখন কখনো মেইল Forward করবেন না। মানে হচ্ছে আগে কোন কোম্পানিতে সিভি সেন্ড করেছেন সেই সিভিটি অন্য জব এ পুনরায় Forward করবেন না । নতুন ভাবে সিভির ফাইল টি আপলোড করে নতুন ভাবে আবেদন করুন ।
১৬। জব পজিশন অনুযায়ী আপনার সিভি তে Key Words ব্যবহার করতে হবে। যাতে ATS Screening করলেও আপনার সিভি রিজেক্ট না হয়।
১৭। Job খুজে পাওয়া এবং Networking করার অন্যতম ২ টি মাধ্যম হলো LinkedIn & bdjobs। তাই প্রফেশনাল ভাবে নিয়মিত আপডেট করে রাখতে হবে এই ২ টি প্রোফাইল।
১৮। বানিয়ে বানিয়ে ইনফরমেশন দেওয়া যাবে না, মিথ্যা ইনফরমেশন পরিহার করতে হবে। গ্রামার ভুল, স্পেলিং মিসটেক করা যাবে না। rmahnur.mukut@gmail.com তে মেইল করে আপনার সিভি ফ্রি চেক করে নিতে পারেন ।
১৮। সিভি তে ২ টি রেফেরেন্স যুক্ত করতে পারেন। কিন্ত আত্মীয়, মামা, চাচা দের রেফেরেন্স না দিয়ে একাডেমিক কিংবা করপোরেট কারো রেফেরেন্স দিবেন। এবং অবশ্যই আপনার রেফেরেন্স কে জানিয়ে রাখবেন যাতে নিয়োগদাতা কল করে আপনার ব্যপারে জানতে চাইলে বলতে পারে।
১৯। সিভি সেন্ড করার সময় ইমেইলের Subject Line খালি রাখা যাবে না। অবশ্যই Subject Line এ Position Title লিখতে হবে।
যেমন, Applying for the position of MTO, Applying for the post of Senior Executive, Referral from Sazzat Hoque, Candidate for Assistant Manager
২০। সিভি / রিজিউমির শেষে Declaration or Proclamation দেয়া উচিত।

আরও পড়ুন: ছাত্রজীবনে পার্ট টাইম চাকরি লাভের সহজ উপায়

উপসংহার: দেখুন একটি কম্পিউটার দোকানে একটি সিভি বানাতেও কিন্তু ১০০ টাকা লাগে। আর আমরা আপনাকে মাত্র ৫০ টাকায় সিভি রেডি করে দিচ্ছি।
আর আমাদের অভিজ্ঞতাও কিন্তু একজন দোকানের কম্পিউটার অপরেটরের চেয়ে বেশি। ঠিক না? তাই আশা করি আমাদের এই সেবাটি আপনি গ্রহণ করবেন।
ভালো থাকবেন ধন্যবাদ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?