Shebaru

সৌদি আরব ভিসা: খরচ, ভিসা চেক করার নিয়ম, সৌদি আরবে কাজের ভিসা

সৌদি আরব ভিসা

সৌদি আরব ভিসা: খরচ, ভিসা চেক করার নিয়ম, সৌদি আরবে কাজের ভিসা

সৌদি আরব ভিসা তারাই চায়, যারা খুব কম খরচে মোটামুটি জীবন চলার মত সম্মানজনক অবস্থানে নিজেকে দেখতে চায়। সুতরাং আজজের
লেখাটি তাদেরেই কাজে আসবে কম খরচে নিরাপদ উপায়ে সৌদি আরবে কাজের ভিসা করতে চায় । সেই সাথে ভিসা আবেদনের পর কিভাবে তা
চেক করবে তাই বলা হবে। আর যারা লেখা পড়ায় খুব ভালো, ইংরেজীতে দক্ষতা বেশি তারা কানাডা কাজের ভিসাসহ বিভিন্ন ইউরোপীয়ান দেশে বেশি খরচে যেতে চায়।

যাই হোক ১ অক্টোবর ২০২০ তারিখ থেকে সৌদি আরব যাওয়ার জন্য মেডিকেল চালু হয়েছে। চলবে ২০২১ সাল পুরোটাই। সেই সঙ্গে যারা নতুন কাজের ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চান; তাদের ভগ্য খুলেছে। ভিসা লাগার ৩০ দিনের মধ্যেই যেতে হবে।নিচে সৌদি আরবের কিছু চাকুরীর কাজের নাম, বেতন, সুযোগ সুবিধা, চাকুরির জন্য যোগ্যতা ইত্যাদি বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

সৌদি আরব কাজের ভিসা প্রদানকারী কম্পানির বিজ্ঞাপন সমূহ:

জব ইন্টারভিউতে অংশগ্রহণের শর্তাবলী

  • নতুন পুরাতন সকল পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে।
  • বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র সাথে নিয়ে আসতে হবে।
  • ৫ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্যতোলা পাসপোর্ট ছবি নিয়ে আসতে হবে।

আল-বাইক রেস্টুরেন্ট এর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল-

পদের নাম রেস্টুরেন্ট ওয়ার্কার
শিক্ষাগত যোগ্যতা এসএসসি
বেতন ৮০০ সৌদি রিয়াল
খাবার ২০০ সৌদি রিয়াল
কাজের সময় ৮ ঘন্টা/দিনে
সুবিধা সমূহ ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা
কাজের ভিসা বিজ্ঞপ্তি নং -১

হারফি ফুড সার্ভিস কো. এর নিয়োগ বিজ্ঞপ্তি:

পদের নাম সার্ভিস ক্রু
শিক্ষাগত যোগ্যতা এসএসসি
বেতন ৭০০ সৌদি রিয়াল
খাবার ১০০ সৌদি রিয়াল ও ডিউটি টাইম ১ বেলা খাবার ফ্রি
কাজের সময় ৮ ঘন্টা/দিনে
সুবিধা সমূহ ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা
সৌদি আরবে কাজের ভিসা বিজ্ঞপ্তি নং -২

আল-জুফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কো. এ নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম সার্ভিস ক্রু
শিক্ষাগত যোগ্যতা এসএসসি
বেতন ৭০০ সৌদি রিয়াল
খাবার ১০০ সৌদি রিয়াল ও ডিউটি টাইম ১ বেলা খাবার ফ্রি
কাজের সময় ৮ ঘন্টা/দিনে
সুবিধা সমূহ ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা
কাজের ভিসা বিজ্ঞপ্তি নং -৩

ল্যাভেন্ডার রেস্টুরেন্ট এ নিয়োগ

পদের নাম জুস মেকার, ফুড পাস, কুক হেল্পার, হাউস কিপিং
যোগ্যতা এসএসসি পাশ ও দুই বছরের কাজের অভিজ্ঞতা
বেতন ১৩০০ সৌদি রিয়াল
খাবার ৩০০ সৌদি রিয়াল
কাজের সময় ৯ ঘন্টা/দিনে
সুবিধা সমূহ ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা
কাজের ভিসা বিজ্ঞপ্তি নং -২

সামাস্কো কোম্পানিতে নিয়োগ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম জেনারেল লেবার
যোগ্যতা ২১ থেকে ৩৫ বছর বয়স। উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি। ওজন কম পক্ষে ৫০ কেজি
বেতন ৮০০ সৌদি রিয়াল
খাবার ২০০ সৌদি রিয়াল
কাজের সময় ৯ ঘন্টা/দিনে (১ ঘন্টা বিরতি)
সুবিধা সমূহ ফ্রি ইকামা, বাসস্থান, পরিবহন ও চিকিৎসা
আবেদনের নিয়োম নতুন ও পুরাতন সকল পার্সপোর্ট, ৫ কপি সাদা ব্যাকগ্রাউন্ড পার্সপোর্ট ছবি নিয়ে আসতে হবে।
কাজের ভিসা বিজ্ঞপ্তি নং -২

আরও কিছু সৌদি আরবের চাকুরীর বিজ্ঞপ্তি:

পদবী ও বেতন:

কাজের নামঃ কেটারিং
বেতনঃ ১০০০ রিয়াল।
ডিউটিঃ ১০ ঘন্টা
থাকা-খাওয়া, আকামা,লন্ড্রি ফ্রি।
বয়সঃ ৩৫ এর মধ্যে (দেখতে শুনতে ভালো হতে হবে)।

কাজের ধরনঃ আবাসিক,হোটেল, কফি শপ, এরাবিক রেস্টুরেন্ট
বেতনঃ ১৫০০ রিয়াল
ডিউটিঃ ১২ ঘন্টা
থাকা এবং আকামা ফ্রি
বয়সঃ ২৮ এর মধ্যে ( দেখতে শুনতে ভালো হতে হবে এবং ইংরেজি জানতে হবে)।

কাজের ধরনঃ ক্লিনার এবং কার ওয়াশ
বেতনঃ ১৫০০ রিয়াল
থাকা এবং আকামা কোম্পানির
বয়সঃ ২২-৩৫ এর মধ্যে।

কাজের ধরনঃ ফেক্টরি শ্রমিক
বেতনঃ ১৫০০ রিয়াল
থাকা এবং আকামা কোম্পানির
বয়সঃ ২২-৪০ এর মধ্যে।

কাজের ধরনঃ ইলেক্ট্রিক্যাল, প্লাম্বার,এসি টেকনিশিয়ান,মেশন,হেল্পার।
কাজ জানাদের বেতন ১৮০০ রিয়াল।
থাকা এবং আকামা কোম্পানির।
বয়সঃ ২২-৪৫ এর মধ্যে।

সৌদি আরবে কাজের ভিসা পেতে খরচ কেমন লাগবে?

উপরে বর্ণিত পদ সমূহের জন্য ভিসা বাবদ মোট খরচ ২.২০০০০ টাকা থেকে শুরু।
মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স ও টিকেট এর জন্য খরচ যাত্রি বহন করবে।

সৌদি ভিসা পেতে বয়স কত লাগে?

সাধারণত সৌদি ভিসার জন্য নূন্যতম ২২ বছর বয়স দরকার হয়। তবে অনেক ক্ষেত্রে ২১ বছর হলেও চলে। মনে রাখতে হবে এই বয়স কিন্তু
আপনার পাসপোর্ট অনুযায়ী ধরা হবে। সর্বচ্চ ৪৫ বছর বয়স হলেও সৌদিতে যাওয়া যায়। এর কম বা বেশি হলে অযথা যোগাযোগ করে লাভ নেই।

সৌদি আরব ছা্ড়ও অন্যান্য দেশে কাজের ভিসা

এছাড়াও আরো অনেক দেশে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার বিদেশী কোম্পানীতে সরাসরী চাকুরী নিয়ে অথাবা ফ্রি ভিসা নিয়ে কাজের জন্য গমণ করে। বিদেশে কাজের ভিসার যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন। আপনার নাম, ঠিকানা ও কোন দেশের ভিসা চান, তা আমাদেরকে জানান।
আমরাই আপনাকে সংশ্লিষ্ঠ দেশের ভিসা পেলে মোবাইলে ফোন করে বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ্।

ট্যাগ: সৌদি আরব ভিসা, সৌদি আরব কোম্পানি ভিসা, সৌদি আরব ভিসা প্রসেসিং খরচ, সৌদি আরবের ভিসা চেক।

সৌদি আরবে হোটেল জব ভিসার প্রচুর চাহিদা কেন?

বিদেশে রন্ধনশিল্পীদের কাজের অপার সম্ভবনা রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন হোটেল ও রিসোর্টে খাবার রান্না করে তাদের চাকরির সুযোগ বেশি।এ পেশার লোককে শেফ বলা হয়।
মধ্য প্রাচ্যের দেশগুলোতে এমন কি মালদ্বীপ, মালয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে একজন প্রফেশনাল শেফের মাসিক বেতন বাংলাদেশী টাকায় কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা।
এ পেশার লোকদের ওয়ার্ক পারমিট এবং ভিসা সংক্রান্ত জটিলতাও অনেকাংশে কমে হয়। তবে যারা রন্ধন শিল্পটাকে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো।
এ পেশায় জব ভিসা নিতে চাইলে আগে পুষ্টিকর ভালো ভালো রান্নার রেসিপি জানতে হবে।

বিদেশে ফাইভস্টার হোটেল, রেস্টুরেন্ট, বার, কফিশপ, ইত্যাদিতে চাকরির জন্য এখানে ক্লিক করুন, বিদেশে হোটেল জব ভিসা পাওয়ার উপায়

আরও পড়ুন: ‍

আশা করি সৌদি আরবে কাজের ভিসা বিষয়ক উপরের আলোচনাটি আপনার কাজে লাগবে। আমরা ঢাকা থেকে কাজ করে থাকি।
ঢাকার বাইরে আমাদের এজেন্ট অফিস রয়েছে।
তবে সৌদি ভিসা সক্রান্ত সকল কাজ ফাইনালি ঢাকা অফিস থেকেই করা হয়ে থাকে। তবে প্রাথমিক সকল তথ্যই এই লেখাতে আছে।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?