দরুদ শরীফ দোয়া কবুলের অন্যতম হাতিয়ার। দরুদ মূলত রাসূল (সা:) এর জন্য নিবেদিত এক ধরনের দোয়া। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর বেশি বেশি দরূদ পাঠ করলে যেমন সম্পদে বরকত হয়; তেমনি সম্পদহীন ব্যক্তির দরূদ পাঠের ফলে জাকাতের সাওয়াব লাভ করে। সকল দরুদই গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য দরুদ গুলো নিচে Durood shareef in English, Bangla, Arabic শিরনামে বর্ণানা করা হল।
দরুদে সাদাকা (Durood e Sadaka):
ALLAHUMMA SALLI ALA MUHAMMADIN ABDIKA WA RASOOLIKA WA SALLI ALAL MU\’MINEENA WAL MU\’MINAATI WAL MUSLIMEENA WAL MUSLIMAATI.
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছাল্লি আলা সাইয়্যেদেনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া আলাল মু’মিনিনা ওয়াল মু’মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
বাংলা অনুবাদ: হে আল্লাহ! তুমি আমাদের নেতা তোমার বান্দা ও রাসুল মুহাম্মাদ (সাঃ)-এর ওপর রহমত বর্ষণ কর এবং সব মুমিন নর-নারী ও মুসলমান নর-নারীর ওপরও রহমত বর্ষণ কর।’
দরুদ ইব্রাহীম শরীফ বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়ালা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিউ ওয়া আলা আলি মুহাম্মদিন কামা বারাকতা আলা ইবরাহীমা, ওয়ালা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
দুরুদ (ইবরাহীম) শরীফ অর্থ
হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (সা:) ও তাঁর বংশধরের প্রতি রহমত নাযিল করো। যেমন রহমত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি।
নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর বংশধরের প্রতি বরকত নাযিল করো যেমন বরকত নাযিল করেছিলে ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর বংশধরের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। (সহীহ বুখারী, হাদীস: ২৯৭০)
English Translation: “O Allah! Shower Thy blessings and beneficence on Muhammad, Thy creature and Thy Messenger, and shower beneficence on all men of faith and women of faith, and Muslim men and Muslim women”.
দরুদ শরীফ বাংলা উচ্চারণ করে উপরের নিয়ম অনযায়ী প্রতি দিন পড়লে অনেক ছোওয়াব ও মুক্তি আশা করা যায়।
বিশেষ করে প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে শুরু করে শুক্রবার মাগরিব পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ বাংলা উচ্চারণ খুব জরুরী।
কেননা রাসুল (সা.) বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে।
এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে শিঙ্গায় ফুঁ দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে।
অতএব তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো।
কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে। (আবু দাউদ, হাদিস : ১০৪৭)
ঘরে বসে অনলাইনে ইসলামিক স্টাডিজ বেসিক কোর্স করুন ও নিয়ে নিন ১০০০+ ইসলামিক বই। রেজিস্ট্রেশ করুন এখনি…
আশা করি উপরে বর্ণিত দরুদ শরীফ গুলো বাংলা উচ্চারণ করে নিয়মিত পড়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভে অগ্রগ্রামী হবেন।