অনলাইনে ব্যবসা করার নিয়ম নিয়ে আজকের আলোচনায় থাকছে ওয়েবসাইট ও সোসাল মিডিয়া ব্যবহার করে
ব্যবসা করার সঠিক পদ্ধতি ও নিয়ম। যা ফলো করলে একজন উদ্যোক্তা ব্যার্থ হওয়ার আশঙ্কা কম। অনলাইন ব্যবসা
পরিকল্পনা থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন, সোসাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি সকল বিষয় সম্পর্কে ধারণা তৈরি হবে।
ইন্টারনেটে ব্যবসা করতে নিচের টিপস গুলো ফলো করুন
- অনলাইনে ব্যবসা করার প্লান তৈরি করুন
- অনলাইন ব্যবসার নিস বা ধরণ সিলেক্ট করুন
- অনলাইন বিজনেস এর জন্য একটি ছোট ও সুন্দর নাম বেছে নিন।
- প্রতিযোগিদের তালিকা তৈরি করুন
- আকর্ষণীয় একটি ওয়েবসাইট বানিয়ে নিন
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন
- ফেসবুকে বেশি জোড় দিন
- ইউটিউব চ্যানেল খুলুন
- অনলাইনে ব্যবসায়ে সর্তকতা
- অনলাইন ব্যবসায়ের সুবিধাসমূহ
- অনলাইন ব্যবসায়ের অসুবিধাসমূহ
- বাজেট অনুযায়ী ব্যায় করুন।
অনলাইনে ব্যবসা করার জন্য পরিকল্পনা গহণের নিয়ম
অনলাইন ব্যবসার জন্য প্রথম পদক্ষেপ হল ওয়েবসাইট তৈরি। এর পর আসে ভালো মানের একটি আ্যাপ তৈরি।
কেননা অ্যাপ ছারা অনলাইন ব্যবসার পরিধি বৃদ্ধি করা সম্ভব নয়। এরপর আসে আফিস ডিজাইন এর কাজ।
প্রথম অবস্থায় অনেক বড় আফিস করতে না পারলেও ছোট খাটো একটি সাদামাটা পরিপাটি আফিস তৈরি করুন। এর পর বেসিক কর্মচারী নিয়োগ করতে হবে। মূলত, যে সকল কর্মচারি ছাড়া আফিস চালানো সম্ভব নয় তাদের নিয়োগ দিতে হবে।
তারপর যে সকল প্রডাক্ট বিক্রি করবেন তার মিনিমাম একটি স্টক করুন। শুরুতে খুব বেশি স্টক তৈরি করার দরকার নেই।
সেইসাথে প্রতি ক্ষেত্রে কত টাকা ব্যয় হবে তার উপর বাজেট তৈরি করুন। মনে রাখবেন খুব ছোট ছোট বিষয় সহ প্রতিটি ক্ষেত্রে বাজেট তৈরি করতে হবে।
মার্কেটিং এর ক্ষেত্রে একজন বা প্রয়োজনমত ডিজিটাল মার্কেটার নিয়োগ প্রদান করুন। কারণ একজন ডিজিটাল মার্কেটারেই পারবে আপনার অনলাইন ব্যবসাকে সফলতার শিখরে নিতে।
সেইসাথে পরিমিত সময় ধরে নিন। কারণ একটি ওয়েবসাইট সম্পূর্ণ ভাবে তৈরি করে মার্কেটে আসতে মিনিমাম ৩ হতে ৪ মাসে সময় লাগবে। ক্ষেত্র বিশেষে তার থেকে বেশি সময় লাগতে পারে।
অনলাইনে ব্যবসা করার জন্য ইনভেস্টমেন্টের নিয়ম
অনলাইন ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট একটি বড় সমস্যা। শুরুতে আপনার ইনভেস্টমেন্ট দরকার হবে ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মত।
তবে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রথম অবস্থায় ব্যবসা শুরু করতে পারেন।
আপনি যদি চিন্তা করেন আজ ওয়েবসাইট ওপেন করে দুই দিন পর অর্ডার পাওয়া শুরু হবে তা হলে কিন্তু ভূল করবেন।
ওয়েবসাইট ওপেন করার পর ভালো ভাবে মার্কেটিং করুন।
সততার সাথে ব্যবসা করুন একটা সময় আপনার স্বপ্ন পূরণ হবে। কেউ যদি বলে দুই এক বছরের মধ্যে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করবেন তাবে বিশ্বাস করে গাঁ ভাসিয়ে দিবেন না। কারন সফলতা এমনি ভাবে আসে না, সফলতা আসে রাত দিন এক করে দেওয়া পরিশ্রমের মধ্য দিয়ে।
আরও পড়ুন:
- অল্প পুজিতে ঘরোয়া ব্যবসা করার ১০টি আইডিয়া
- মাঝারি ব্যবসার আইডিয়া
- বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা
- অনলাইনে খাবার বিক্রি করুন
অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম
কাপড়ের ব্যবসা অনলাইন হোক আর অফ লাইন হোক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল যে কাপড় বিক্রি করবে তা কেনা।
শুধু কিনলেই হবে না কেনার সময় জিততে হবে;