ককাটেল পাখির দাম ও ১০ টি পালন টিপস । Cockatiel Bird বাংলাদেশের পাখি না হলেও বাংলাদেশ ও ইন্ডিয়ায় বহুল পরিচিত।
কথা বলা পাখি গুলোর মধ্যে এটি অন্যতম।
ককাটিয়েল হলো অস্ট্রেলিয়ান একটি বহুল পরিচিত পাখি। বাংলাদেশে একে কাকাতুয়া বলেও ডাকা হয়।
কেউ কেউ ককাটিয়েলকে ক্যারিওন এবং উইরো নামেও ডাকে।
তবে বাংলাদেশে এটি \’ককাটেল\’ বা \’ককাটেল পাখি\’ নামে সবাই ডাকে। অস্ট্রেলিয়ায় এটি বনে-জঙ্গলে উড়ে বেড়ায়।
এ ছাড়া বিশ্বব্যাপি এটি খাঁচায় পোষা গৃহপালিত পাখি হিসেবে পালিত হয়।
সহজে বাচ্চা উৎপাদন, সৌন্দর্যের জন্য এটি বাজিরিগারের পরে খাঁচায় পোষা দ্বিতীয় বৃহত্তম প্রজাতি।
The cockatiel, also known as weiro bird, or quarrion, is a small parrot that is a member of its own branch of the cockatoo family endemic to Australia.
SPEND TIME WITH YOUR COCKATIEL (আপনার ককাটিয়েল এর সাথে সময় ব্যায় করুন)
GET THE RIGHT SIZE CAGE (সঠিক খাঁচা নির্বাচন করুন।
OFFERING TOYS INSIDE AND OUTSIDE THE CAGE (খাঁচার ভিতর ও বাহিরে খেলনা রাখুন)
FEED YOUR BIRD HEALTHY FOOD (স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করুন)
GIVE YOUR COCKATIEL ENOUGH SLEEP (আপনার কোকাটেল কে পরিমিত ঘুমের ব্যবস্থা করুন)
EXERCISE YOUR COCKATIEL (আপনার কোকাটেল কে ব্যবয়াম করান)
SCRATCH YOUR BIRD ( পখিটির শরীরে হাতের আঙ্গুল দিয়ে শুরশুরি দিন)
BATHING YOUR BIRD ( কোকাটেল কে নিয়মিত গোসল করান)
TRY PLAYING GAMES WITH YOUR COCKATIEL ( আপনার ককাটিয়েল পাখির সাথে খেলা করুন)
PLAY MUSIC FOR YOUR COCKATIEL ( ককাটিয়েল এর জন্য গান বাজান)
CONSIDER GETTING ANOTHER COCKATIEL ( অন্য ককাটিয়েল পাখির সাথে মেলামেশার সুযোগ করে দিন।
এছাড়াও ককাটেল সম্পর্কে আরও জানতে আমাদের ভিডিওটি দেখুন-
প্রিয় পাঠক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে।