বাংলাদেশ আয়তনে ছোট হলেও এই দেশ এর মানুষ ট্রেন নির্ভরশীল। যাতায়াতে সুবিধা ও ভাড়া কম হওয়ায়
প্রায় সবাই ট্রেন যাত্রা উপভোগ করে। আর তাই আজ আপনাদের আমরা জানাব বাংলাদেশ রেলওয়ে ট্রেন সময়সূচী
ও এর খুঁটিনাটি সব বিষয়। এর মধ্যে রয়েছে ট্রেনের টিকেট, কিভাবে টিকেট কাটবেন তাও। তাহলে চলুন ২০২২ এ
ট্রেনের নতুন কর্মসূচী যেনে নেই, যাতে আমাদের যাত্রা কোন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়।
বাংলাদেশ রেলওয়ে সময়সূচী ২০২২
আমদের দেশে রেলওয়ের দুটি সার্ভিস রয়েছে। যথাঃ আন্তঃনগর ট্রেন ও আন্তর্জাতিক ট্রেন। আমাদের অভ্যন্তরীন
ট্রেন সমূহ আন্তঃনগর ট্রেনের আওতায় পড়ে। আর আন্তর্জাতিক ট্রেনে শুধুমাত্র আমরা ভারতের সাথে সংযুক্ত।
এছাড়া আমাদের আন্তঃ ট্রেন সমূহকে আবার ২টি ভাগে বিভক্ত করা হয়েছে। যা পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল নামে
পরিচিত। আজ আমরা এইসব ট্রেন এর সময়সূচী নিয়ে জানব।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল সময়সূচী
পূর্বাঞ্চল এলাকা সমুহের মধ্য পড়েছে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, ব্রাক্ষ্মণবাড়িয়া, ফেনী, আখাউড়া, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, ভৈরব, শ্রীমঙ্গল, প্রভৃতি।
এই গুলো এলাকায় প্রতিদিন মানুষ যাতায়াতে বাংলাদেশ রেলওয়ে ট্রেন এর উপর
নির্ভরশীল।
দেখে নিন এক নজরে এখানকার ট্রেনের সময়সূচী সমূহ। ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ায় সব ট্রেনের কেন্দ্রবিন্দু হিসেবে একে দেখা হয়। আর তাই আমরা ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন এর সময়সূচী আলোচনা করব আজ।
ঢাকা চট্টগ্রাম -চট্টগ্রাম ঢাকা রেলওয়ে সময়সূচী
সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে এই রুটে। সময় ও ভাড়া কম হওয়ায় এই রূতে সবচেয়ে
বেশি ট্রেনের যাতায়াত হয়। আর মানুষ ঢাকা থেকে পার্বত্য নগরী ভ্রমনে বেশি উৎসুক। কারন
এখানেই অবস্থিত এশিয়ার সবচেয়ে দীর্ঘ বীচ।
এছাড়া বানিজ্য নগরী হওয়ায় ও এখানে প্রতিনিয়তযাতায়াত থাকে যাত্রীদের। বাংলাদেশ রেলওয়ে ট্রেন সময়সূচী এই রুটের জন্যঃ
সময় | ট্রেনের নাম |
৭ঃ০০ সকাল ৭ঃ৪৫ সকাল ১ঃ০০ দুপুর ৪ঃ৩০ বিকেল ৯ঃ২০ রাত ১০ঃ৩০ রাত | সোনার বাংলা এক্সপ্রেস মহানগর প্রভাতী চট্টলা এক্সপ্রেস সূবর্ণ এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস তূর্ণা এক্সপ্রেস |
সময় | ট্রেনের নাম |
৭ঃ০০ সকাল ৮ঃ৩০ সকাল ১২ঃ৩০ দুপুর ৩ঃ০০ বিকেল ৫ঃ০০ বিকেল ১১ঃ০০ রাত | সূবর্ণ এক্সপ্রেস চট্টলা এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস মহানগর গোধূলী সোনার বাংলা এক্সপ্রেস তূর্ণা এক্সপ্রেস |
ঢাকা সিলেট ঢাকা ট্রেনের সময়সূচী
ঢাকা ও সিলেট রুটে যাতায়াত দীর্ঘ বিধায় এই রুটে মাত্র ৫টি ট্রেন চলে। তবে পর্যটন নগরী
বিধায় এই ট্রেনে যাত্রী সংখ্যা অনেক থাকে।
সময় | ট্রেনের নাম |
৬ঃ২০ সকাল ১১ঃ১৫ সকাল ৮ঃ৩০ রাত ৩ঃ০০ বিকেল ৯ঃ০০ রাত | পারাবাত এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস উপবন এক্সপ্রেস কালনী এক্সপ্রেস সুরমা মেইল |
সময় | ট্রেনের নাম |
৬ঃ১৫ সকাল ১১ঃ১৫ সকাল ৩ঃ৪৫ বিকেল ৯ঃ৩০ রাত ৭ঃ২০ রাত | কালনী এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস পারাবাত এক্সপ্রেস উপবন এক্সপ্রেস সুরমা মেইল |
ঢাকা নোয়াখালী রেলওয়ে কর্মসূচী
প্রতিদিন এইরুটে মাত্র ২টি ট্রেন চলে। যা ঢাকা থেকে নোয়াখলী ও নোয়াখালি থেকে ঢাকা
আসে।
সময় | ট্রেনের নাম |
৩ঃ২০ বিকাল ৭ঃ১৫ রাত | উপকূল এক্সপ্রেস নোয়াখালি এক্স প্রেস |
সময় | ট্রেনের নাম |
৬ঃ০০ সকাল ৮ঃ৪৫ রাত | উপকূল এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস |
রেলসূচী ঢাকা কিশোরগঞ্জ
প্রতিদিন এই রুটে ৩ টি ট্রেন যাতায়াত করে। ঢাকা থেকে দূরত্ব কম হওয়ায় মানুষ এখান থেকে
চাকরির প্রয়োজন ও অন্যান্য কাজে নিয়মিত ভ্রমণ করে।
সময় | ট্রেনের নাম |
৭ঃ১৫ সকাল ১০ঃ৪৫ সকাল ৬ঃ৪০ বিকেল | এগার সিন্ধু্র প্রভাতী কিশোরগঞ্জ এক্সপ্রেস এগার সিন্ধু্র গোধূলী |
সময় | ট্রেনের নাম |
৬ঃ৩০ সকাল ১২ঃ৫০ দুপুর ৪ঃ০০ বিকেল | এগার সিন্ধু্র প্রভাতী এগার সিন্ধু্র গোধূলী কিশোরগঞ্জ এক্সপ্রেস |
রাজধানী থেকে দেওয়ানগঞ্জ ট্রেন সূচী
বাংলাদেশ রেলওয়ে ট্রেন এর সময়সূচী এই রুটে খুবই ব্যস্ত থাকে। প্রতিনিয়ত প্রায় ৫ টি
ট্রেন আসা যাওয়া করে এই রুটে।
সময় | ট্রেনের নাম |
৭ঃ৩০ সকাল ৬ঃ১৫ বিকাল ৫ঃ১৫বিকেল ৫ঃ৪০ বিকেল ৭ঃ১৫ রাত | তিস্তা এক্সপ্রেস ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জ কমিউটার জামালপুর কমিউটার ভাওয়াল এক্সপ্রেস |
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনসূচী
ময়মনসিংহ ঢাকার অতি নিকটে। ব্যবসা, চাকুরি বা চিকিৎসার জন্য এই এলাকার মানুষ ট্রেনের
উপর নির্ভর করে। একটি মাত্র ট্রেন এই রুটে। তবে দেওয়ানগঞ্জ বাজার গামী সব ট্রেন এই
জায়গা দিয়ে যায়।
সময় | ট্রেনের নাম |
১১ঃ৩০ সকাল | ঈসা খাঁ এক্সপ্রেস |
নারায়নগঞ্জ ট্রেন সূচী
বানিজ্য নগরী হিসেবে নারায়নগঞ্জের সুনাম আছে। আর তাই এই এলাকার মানুষ প্রত্যক্ষভাবে
ট্রেন নির্ভরশীল যোগাযোগের জন্য।
সময় | ট্রেনের নাম |
৫ঃ৩০ বিকেল ১ঃ৩৫ দুপুর | নারায়নগঞ্জ কমিউটর ২ নারায়নগঞ্জ কমিউটর ৪ |
মোহনগঞ্জ গামী ট্রেন সূচী
তিনটি ট্রেন বাংলাদেশ রেলওয়ের প্রতিদিন চলাচল করে এই রুটি। এটি মুলতঁ নেত্রকোনাগামী
রুট।
সময় | ট্রেনের নাম |
৮ঃ১৫ রাত ২ঃ২০ দুপুর ৮ঃ৩০ সকাল | হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস মহুয়া কমিউটার |
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমানঞ্চলের ট্রেন সময়সূচী
যমুনা সেতুর পশ্চিম পাশের এলাকা সমূহকে পশ্চিমানঞ্চল হিসেবে ধরা হয়। আর এই রুট
সবচেয়ে দীর্ঘ হওয়ায় বেশ কয়েকটি ট্রেন চলে যোগাযোগ সহজ এর জন্য। এছাড়া ব্যবসা
বানিজ্যর ক্ষেত্রে ট্রেন এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকা রাজশাহী ট্রেন সূচী
দূরত্ব বিবেচনায় অন্যতম দীর্ঘ ট্রেন যোগাযোগ বাংলাদেশের। এই রুটে চলে ৩ টি ট্রেন।
সময় | ট্রেনের নাম |
২ঃ৪৫ দুপুর ৯ঃ০০ রাত ৬ঃ০০ সকাল | সিল্কসিটি এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ধুমকেতু এক্সপ্রেস |
ঢাকা খুলনা ট্রেন এর সময়সূচী
খুলনা রুটে ঢাকা থেকে প্রতিদিন ২টি ট্রেন ছাড়ে। আর এটিও বেশ দীর্ঘ ট্রেন যাতায়াতের রাস্তা,
সময় | ট্রেনের নাম |
৮ঃ১৫ সকাল ৭ঃ০০ রাত | সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস |
লালমনিরহাট গামী ট্রেন এর সময়সূচী
রাজধানী থেকে মাত্র ১ টি ট্রেন সরাসরি লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করে।
সময় | ট্রেনের নাম |
৯ঃ৪৫ রাত | লালমনি এক্সপ্রেস |
ঢাকা টু পঞ্চগড় ট্রেন যাত্রার সূচী
বাংলাদেশের উত্তরাঞ্চল জেলা সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ জেলা হল পঞ্চগড়। আর এই রুটে
চলে ২ টি ট্রেন।
সময় | ট্রেনের নাম |
১০ঃ১০ সকাল ৮ঃ০০ রাত | একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রে |
ঢাকা রংপুর ট্রেন যাত্রাসূচী
দীর্ঘ পথ ও ব্যবসায়ীক প্রয়োজনে এই অঞ্চলের সবার প্রিয় যোগাযোগ ব্যবস্থা হল ট্রেন।
সময় | ট্রেনের নাম |
৯ঃ১০ সকাল | রংপুর এক্সপ্রেস |
আন্তর্জাতিক ট্রেন যাত্রার সময়সূচী
বন্ধু প্রতীম রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম দিক হল ট্রেন যাত্রা। মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস নামে ঢাকা ও খুলনা থেকে এই দুটি ট্রেন চলে এই দুই দেশে।
প্রায় দীর্ঘ ৫৭ বছর সময় পরে ঢাকা – জলপাইগুড়ি রেলওয়ে সার্ভিস কাল ১ লা
জুন চালু হল। আর এই ট্রেনের নাম হল মিতালী এক্সপ্রেস।
বাংলাদেশ রেলওয়ে ট্রেন এর টিকিট মূল্য
যাতায়াতে সবচেয়ে কম ভাড়ায় বেশি দূরত্ব পাড়ি দেয়া যায় ট্রেনে। বাস, লঞ্চ, বা অন্যন্য যানবাহনে
ভাড়া তুলনায় ট্রেন ভাড়া অর্থাৎ ট্রেন এর টিকিট এর মূল্য তুলানামুলক বেশ সাশ্রয়ী। বর্তমান
দ্রব্যমূল্যের ঊর্ধগতিতেও সরকার ট্রেন টিকিট এর মূল্য সবার হাতের নাগালে রেখেছে। দীর্ঘ সময়
পর একুশ শতাব্দিতে ট্রেন মূল্য বৃদ্ধি করা হয়। আর তাও ট্রেন ভ্রমন আজও সবার কাছে
জনপ্রিয় আগের মতই।
যাত্রাকালীন সুবিধার জন্য তাই আজই জেনে নিন বাংলাদেশ রেলওয়ে সময়সূচী ২০২২। আর বেড়িয়ে পড়ুন আপনার পছন্দনীয় গন্ত্যবের উদ্দ্যেশে আজই। আর যাত্রাকালীন সময় উপভোগ
করুন গ্রাম বাংলার অপূর্ব রুপ।
এছাড়া আপনি ঘরের কাজের সেবা পেতে পড়তে পারেন আমাদের আর্টিকেল কাজের বুয়া : মেইড সার্ভিস নিন অনলাইনে এবং সহজেই ঘরে তৈরি খাবার পেতে পড়ুন হোম মেড খাবার কোথায় পাবেন? আরও পড়তে পারেন আমের এই মৌসেমু আম নিয়ে আর্টিকেল হাড়িভাঙ্গা আম কিনুন ঘরে বসে : ঢাকা-চট্টগ্রামে হোমডেলিভারি।
সবার আগে আপনার সেবায় সব সময় পাশে আছে সেবারু প্রতিষ্ঠান। তাই আপনার যে কোন মতামত জানাতে আমাদের ইনবক্স করুন।