Shebaru

মুদারাবা বিনিয়োগ পদ্ধতি

মুদারাবা

মুদারাবা বিনিয়োগ পদ্ধতি

মুদারাবা

মুদারাবা আরবী শব্দ, মুদারাবা‎ হল ইসলামি শরীয়াহ সম্মত এক ধরনের অংশীদারি ব্যবসায় পদ্ধতি, যেখানে একপক্ষ মূলধন সরবরাহ করে এবং অপর পক্ষ মেধা ও শ্রম দিয়ে উক্ত মূলধন দ্বারা ব্যবসা পরিচালনা করে থাকে ।

যে পক্ষ মূলধন সরবরাহ করে তাকে সাহিব-আল-মাল (المال صاحب) বলে এবং ব্যবসায় পরিচালনাকারীকে বলা হয় মুদারিব (مضارب)।

এক্ষেত্রে, ব্যবসায়ে মুনাফা হলে পূর্ব চুক্তি অনুসারে বা আনুপাতিক হারে উভয়পক্ষের মাঝে মুনাফা বণ্টিত হয় এবং ব্যবসায় লোকসান হলে মূলধন সরবরাহকারী অর্থাৎ সাহিব-আল-মাল উক্ত লোকসান বহন করে। অন্যদিকে ব্যবসা পরিচালনাকারী বা মুদারিব তার মেধা ও শ্রমের বিনিময়ে কোনো পারিশ্রমিক পাবে না, যা তার লোকসান হিসেবে গণ্য হয়। তবে যদি মুদারিব কর্তৃক নিয়ম লঙ্ঘন, অবহেলা বা চুক্তিভঙ্গের কারণে লোকসান হয় তাহলে মুদারিবকেই লোকসানের দায় বহন করতে হবে ।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?