আজকাল ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরশীল হতে চায়। অনেক নারী ঘরের কাজের পাশাপাশি একটি আয়ের মাধ্যম খোঁজেন।
গ্রাজুয়েশন শেষ করার পর চাকরীর জন্য অন্যের দ্বারে দ্বারে না ঘুরে অনেকেই চান স্বাধীনভাবে উপার্জন করতে। আর এ সবকিছুর সমাধান হতে পারে ঘরে বসেই শুধুমাত্র একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে।আর্টিকেল রাইটিং স্কিলস শিখে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার।
আর্টিকেল রাইটার হবার স্বপ্ন পূরণ করতে আজই ভর্তি হয়ে নিন
আপনি যদি লিখতে এবং পড়তে ভালবাসেন, যদি আপনার চিন্তা, জ্ঞান এবং অভিজ্ঞতাকে বাংলা ভাষাভাষী লক্ষ লক্ষ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান,
যদি আর্টিকেল রাইটিং বিষয়ে ভালো ধারণা থাকে, তাহলে আর্টিকেল রাইটার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে প্রচুর।
আর তাই আপনাকে একজন দক্ষ আর্টিকেল রাইটিং স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলতে সেবারু একাডেমী নিয়ে এসেছে ঘরে বসে আর্টিকেল রাইটিং কোর্সটি।
বেসিক থেকে অ্যাডভান্সড, আর্টিকেল রাইটিং এর খুঁটিনাটি শিখতে পারবেন এই কোর্সটির মাধ্যমে।
আর্টিকেল রাইটিং কোর্সটিতে থাকছে:
আর্টিকেল রাইটিং এর বেসিক সম্পর্কে ধারণা
আর্টিকেল রাইটার হিসেবে পোর্টফোলিও মেকিং নিয়ে আলোচনা
Rewriting, Short Article Writing, প্রুফরিডিং ও এডিটিং, এসইও সম্পর্কিত ধারণা
কে আর্টিকেল রাইটার?
জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করে কাগজে ছাপা বা অনলাইনে প্রকাশ করা বা ভিডিও বানানোর জন্য একটি কন্টেন্ট বা আর্টিকেল লিখেন তখন সেই ব্যাক্তিকে বলা হয় কন্টেন্ট রাইটার।
আর্টিকেল রাইটিং কত ভাগে বিভক্ত?
কম পারিশ্রমিকের কাজের মধ্যে আবার দুটি ভাগ আছে। যথা, রি-রাইটিং ও সিনিপেট বা ছোট প্রবন্ধ লেখা।
১. Rewriting : মূলত Rewriting হলো একটি ৩০০ থেকে ৭০০ শব্দের আর্টিকেল অন্য ওয়েবসাইট থেকে নিয়ে নিজের মত করে লেখা।
এক্ষেত্রে লেখার মূল তথ্য ঠিক রেখে কন্টেন্ট নিজের মনের মতো করে লিখতে হবে। যাতে করে কন্টেন্ট টি প্রথম ওয়েবসাইটের কন্টেন্টের সাথে মিল না পাওয়া যায়।
২. Snippet বা Short Article Writing : উপরে উল্লিখিত বিষয়ের বা যে কোন বিষয়ের উপর ১০০-১৭০ শব্দের একটি ইউনিক আর্টিকেল লেখাকে snippet বলে।
এই ধরনের আর্টিকেল লিখতে অল্প সময় ব্যয় হয়। এজন্য snippet কে কম পারিশ্রমিকের কাজের তালিকায় রাখা হয়েছে। আপনি চাইলে এ ধরনের লেখাও জমা দিতে পারেন।
বেশি পারিশ্রমিকের কাজ আবার দু’টি ভাগে বিভক্ত। যেমন: আর্টিকেল রাইটিং ও প্রুফরিডিং ও এডিটিং। যেমন,
১. আর্টিকেল রাইটিং : কোনো বিষয়ে ৫০০-৩০০০ শব্দের তথ্যমিশ্রিত লেখা তৈরি করাকে আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং বলা হয়। যেটি কোনো ভাবেই একজায়গা থেকে নিয়ে অন্য জায়গাই কপি পেস্ট করে দেয়া যাবে না। এর জন্য সম্মানীও বেশি পাবেন।
০২. প্রুফরিডিং ও এডিটিং : Proof reading সহজ একটি কাজ। তবে এসব কাজ অত্যন্ত দক্ষ ব্যাক্তি ছাড়া সম্ভব হয় না। এর জন্য কম পক্ষে দুই বছরে অভিঙ্গতা আবশ্যক।
এ ক্ষেত্রে বাংলার জন্য বাংলা ভাষা এবং গ্রামার সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক। ও ইংরেজির জন্য ইংরেজী ভাষা এবং গ্রামার সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক
আর্টিকেল রাইটারদের ইনকাম কত?
কাজ ও যোগ্যতা অনুযায়ী কম্পানী গুলো সম্মানী বা পেমেন্ট প্রদান করা হয়। ধরুন কাউকে শেখাতে হচ্ছে না। যারা ঢাকা কিংবা শাখা অফিসে ফুল টাইম জব করতে চায় বয়স ২২-২৩ বছর তাহলে তাদের স্টার্টিং বেসিক বেতন হবে ১০০০০ টাকা থেকে ২৫০০০ টাকা ।
আর যারা অনলাইন এ ঘরে বসে কাজ করতে চান তাদের জন্য আলোচনা সাপেক্ষে আর্টিকেলের মান ও সংখ্যার ভিত্তিতে বিকাশের মাধ্যমে টাকা নেওয়া যায়।
সাংবাদিকদের ক্ষেত্রে অন্যান্য অনলাইন পত্রিকার সাংবাদিকদের বেতন এর সাথে সামঞ্জস্য রেখে ফুল টাইম বা পার্টটাইম সাংবাদিকদের বেতন বা সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
ফ্রিল্যান্স রাইটার হলে আপনার আয় নির্ভর করবে কাজের মান ও অভিজ্ঞতার উপর। আপওয়ার্কের (Upwork) ভালো লেখকরা ঘণ্টায় ১৫-৫০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারেন।
সেবারু নিউজ ব্যাংক এ আর্টিকেল লিখে আয়
এটা জানার আগে জানা দরকার সেবারু নিউজ ও আর্টিকেল ব্যাংক কি?
মূলত, সেবারু নিউজ ব্যাংক হল একটি সংবাদ সংস্থা, যা সারা দেশে কর্মরত ও বিভিন্ন সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিকদের নিউজ এজেন্সি।
সংবাদকর্মীরা বিভিন্ন বিষয় ও ঘটনা নিয়ে তাদের সৃষ্ট সংবাদ, প্রতিবেদন, প্রবন্ধ-নিবন্ধ, আলোকচিত্র ইত্যাদি সেবারু নিউজ ব্যাংক এ প্রেরণ করেন।
সেবারু নিউজ ব্যাংক দেশে-বিদেশের বিভিন্ন সংবাদপত্র, অনলাইন পোর্টাল, গবেষণা সংস্থা ইত্যাদি নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে সংবাদ সরবরাহ করে থাকে।
সেবারু আর্টিকেল ব্যাংক
সেবারুর রয়েছে সেবারু আর্টিকেল ব্যাংক। যার মাধ্যমে গল্প-কবিতা, উপন্যাসসহ স্বাস্থ্য, শিক্ষা, আইটি, ফ্রিল্যান্সিং, টুরিজমসহ বিভিন্ন বিষয়ে এসইও
ফ্রেন্ডিলি আর্টিকেল অন্যান্য ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের জন্য সরবরাহ করে থাকে। এখানেও আপনি কাজ করতে পারেন।
গল্প লিখে অনলাইন আয়
বাংলা বা ইংরেজী গল্প লিখেও অনেকে আয় করছেন। বেশ জনপ্রিয় কিছু বাংলা সাইট রয়েছে যেখানে খোদ বাংলা লিখেও আয় করা যায়।
তেমনই কিছু বাংলা গল্প লেখার সাইটগুলো হল,
এই সাইটগুলোতে আপনি আপনার গল্প পাব্লিশ করতে পারেন। আর গল্পের মান অনুযায়ী নির্দিষ্ট গল্পের জন্য আপনি আয়
করতে পারবেন। আর এতে সুবিধা হল আপনি টাকা ডিজিটাল পদ্ধতিতে পাবেন। বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে।
কোন বিষয়ে আর্টিকেল রাইটিং শেখানো হবে?
- স্বাস্থ্য ও চিকিৎসা
- অনুপ্রেরণা মূলক টিপস
- বিখ্যাত মানুষের জীবন কর্ম
- আত্মউন্নয়নের বিভিন্ন টিপস
- দৈনন্দিন বিভিন্ন সমস্যা ও সমাধান
- দক্ষতার টিপস
- সমসাময়িক ঘটনা
- ইতিহাসের নানান তথ্যপূর্ণ ঘটনা
- খেলাধুলা বিষয়ক ফিচার
- বিনোদন বিষয়ক ফিচার
- রোমাঞ্চকর এবং রহস্যময় গল্প, কবিতা
- রান্নার রেসিপি
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিদেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ বিষয়ক ফিচার
- ভ্রমণ কাহিনী ইত্যাদি।
শিক্ষর্থীরা কিভাবে উপকৃত হবেন?
- স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা বিষয়ক খবর, ছবি ও ভিডিও পাঠাতে পারেন । এছাড়াও যে সকল দায়িত্ব পালন করতে হবে
- শিক্ষকদের শিক্ষামূলক টিপস ও লেখা সংগ্রহ করে পাঠানো।
- শিক্ষক ও প্রিন্সিপালের শিক্ষা বিষয়ক সাক্ষাৎকার।
- ছাত্র-ছাত্রীদের যে কোন সাফল্য হতে পারে একজন শিক্ষার্থী বিদেশে স্কলারশিপ লাভ করেছে বা ন্যাশনা বা ইন্টার ন্যাশনাল পরযায়ে ক্রিড়া বা যে কোন বিষয়ে সাফলতা অর্জন করেছে।
- স্কুলের যে কোন বিনোদন ও শিক্ষামূলক আয়োজন।
- স্কুল বা কলেজ বিজ্ঞান মেলার আয়োজন ও খবর
- আপনার চারিদিকে ঘটে যাওয়া বিষয় নিয়ে আপনার নিজস্ব মতামত লিখতে পারেন
- চলমান কোন ভাইরাল নিউজ সম্পর্কে তথ্য সমৃদ্ধ ফিচার লিখতে পারেন।
আর্টিকেল রাইটিং বিষয়ে আরও যা শিখবেন
- আর্টিকেল রাইটিং বিষয়ক সকল ধারনা প্রদান।
- রিমোট ওয়ার্ক বা ঘরে বসেই কাজ করার সুবিধা।
- ইউনিক লেখার নিয়ম শিখতে পারবেন।
- বিশ্লেষণধর্মী ও পর্যাপ্ত তথ্যবহুল লেখার কৌশল জানবেন।
- আর্টিকেল রাইটার কে সকল প্রকার গাইড লাইন এবং রিসোর্স দিয়ে সহায়তা করা হবে।