Shebaru

ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড এর সুবিধা ও অসুবিধা

bank asia

ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড এর সুবিধা ও অসুবিধা

ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড গ্রাহকরা বিভিন্ন সময় নানা জটিলতায় ভোগেন। তাদের ওয়েবসাইটে যথেষ্ঠ তথ্যও পাওয়া যায় না।
তাই জরুরী কিছু তথ্য সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে নিয়ে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করলাম।
আপনার উপকারে আসলে আমার কষ্ট স্বার্থক হবে বলে মনে করি।

ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড এর সুবিধা সমূহ

ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি “টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন।
উল্লেখ যে ব্যক্তি এবং কোম্পানি উভয় নামে এই কার্ড ব্যবহার করা যাবে। অনলাইনে আয়কৃত ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে আনার জন্য ব্যাংক এশিয়া নিয়ে এসেছে
\”স্বাধীন\” মাস্টারকার্ড।

এছাড়াও ইসলামী “সালামা” নামে একটি ক্রেডিট ভিসা কার্ড আছে যেটিতেও ডুয়েল কারেন্সি ব্যবহার করতে
পারবেন। অর্থাৎ ফেসবুক এ্যাড থেকে শুরু করে অনলাইন কেনাকাটা সবই করতে পাবেন।

ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড এর অসুবিধা সমূহ

  • বুথ থেকে বা মোবাইল পেমেন্ট সিস্টেম থেকে বিল প্রদান করা যায় না।
  • ওয়েবসাইট বা এ্যাপ থেকে ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করা যায় না।
  • পরিপূর্ণ ইসলামিক পদ্ধতি হয় না ( সালামা ইসলামিক কার্ড এর ক্ষেত্রে)।

ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ডে ডলার ট্রান্সফার

নিচে একটি স্যাম্পল লেটার দেওয়া হল।

Dear sir,

Please transfer money bdt to the dollar part

Card No: …1021
Clint id: 360218-
Name: Abu –
Date of Birth: 1-3-198-
Mother’s Name: Nurjahan –
Purpose: E-commerce purchase
Amount: $60

উপরের নিয়মে লিখে ইমেইল করলে আপনার বাংলা টাকার পার্ট থেকে ডলার পার্টে ৬০ ডলার দিয়ে দেবে। এবং টাকার পার্ট থেকে সমপরিমাণ টাকা কেটে নেবে।

স্টেটমেন্ট এর জন্য ইমেইল

আপনার ক্রেডিট কার্ড এ কত টাকা আছে বা গত তিন মাসের লেনদেন জানতে চাইলে লিখুন।

Email Subject: Account Statement Required

Email Subject:

Dear sir,

Please provide me the account statement for the last 6 months of BDT and the Dollar part of my Salama Credit Card.

Card No: …1021
Clint id: 360218-
Name: Abu –
Date of Birth: 1-3-198-
Mother’s Name: Nurjahan –

কিভাবে ই-কমার্স পার্টে ওপেন করবেন?

Subject: E-commerce part open (USD)

Card No:

Name:

Date of Birth:

Mother\’s Name:

Purpose: E-commerce purchase 

Amount: $100

The number of transactions:

Duration: 1 month 

Credit card amount release issue letter

ধরুন আপনি একটি পেমেন্ট করেছেন ফেসবুক বা গোগুলে তারা আপনাকে সেই সেবা বা পণ্য দেয়নি কিন্তু আপনার ডলার আটকে রেখেছে
সেক্ষেত্রে আপনি নিচের ফরমেট অনুসারে ব্যাংকের কার্ড ডিভিশনে ই-মেইল করতে পারেন।

To: নিচে দেওয়া দুইটি ই-মেইলে পাঠাতে পারেন।

Subject: Amount release issue letter

Dear sir,

Please release my 17.25 dollars from Facebook on 15.10.2022

Here are my account details

Card No: …1021
Clint id: 360218-
Name: Abu –
Date of Birth: 1-3-198-
Mother’s Name: Nurjahan –

best regards

Abu

Cell: —

ব্যাংক এশিয়া ক্রেডিট কার্ড নেওয়ার জন্য যা লাগবে

স্বাধীন কার্ড নেওার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র:
পূরণকৃত কার্ড আবেদন পত্র
জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স
TIN সার্টিফিকেট/ ট্যাক্স রিটার্ন কপি
দুই কপি রঙিন ছবি
কাজের আদেশ/ মার্কেট প্লেস ID নম্বর/ পেমেন্ট রিসিভ কপি/ ফ্রীলান্সিং নিশ্চিত করা কাগজ পত্র

ক্রেডিট কার্ডের জন্য চাকরীর ৬ মাসের স্যালারী একাউন্ট এস্টেটমেন্ট ও ব্যবসার জন্য ৬ মাসের ব্যাংক একাউন্ট এস্টেটমেন্ট লাগে।

যোগাযোগ: ১৬২০৫ বা +8809617816205
contact.center@bankasia-bd.com;ba.cards@bankasia-bd.com
ব্যাংক এশিয়া ক্রেডিড কার্ড ডিপার্টমেন্ট, শুক্রাবাদ, ঢাকা, বাংলাদেশ।

আশা করি উপরের স্যাম্পল গুলো থেকে ব্যাংক এশিয়ার ক্রেডিড কার্ড সম্পের্কে সকল সমস্যার সমাধান পাবেন।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top